Chengiz movie hit Or flop: মাল্টিপ্লেক্স থেকে আয় অত্যন্ত কম , জিতের অবশ্য দাবি, চেঙ্গিস সুপারহিট, সত্যিটা কি ?

চেঙ্গিস সুপারহিট। সপ্তাহ শুরু দিনই জিত জোর গলায় ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু কত আয় হল ? তার কোনও সদুত্তর নেই। সিনেমাটির বক্স অফিস কালেকশন নিয়ে এতো লুকোছাপা কেন ? তার উত্তর প্রযোজক সংস্থা দিতা পারবে। তবে বিভিন্ন সূত্রের খবর, বক্স অফিসে একেবারে ধরাশায়ী জিতের ‘চেঙ্গিস’। গ্রামাঞ্চলে তাও কিছুটা ব্যবসা করলেও শহরে হাল বেহাল। বিশেষ করে মাল্টিপ্লেক্সের যাঁরা দর্শক, তাঁদের কাছে জিতের ছবির গ্রহণযোগ্যতা প্রায় নেই। তবু কেন ‘চেঙ্গিস’ সুপারহিট ঘোষণা করা হচ্ছে ?

চেঙ্গিস-এর দ্বিতীয় সপ্তাহের কালেকশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে ন্যাশনালপ্লেক্স। রিপোর্ট অনুযায়ী, বাংলার পাশাপাশি হিন্দিতেও রিলিজ হয়েছিল চেঙ্গিস। গো বলয়ে এই সিনেমা একেবারে মাঠে মারা গিয়েছে। সহজ ভাষায় বললে, হিন্দি চেঙ্গিস সুপার ফ্লপ। বাংলাতেও অবস্থা খুব ভালো, এটা বলার অবকাশ নেই। কলকাতা ও শহরতলির বিভিন্ন মাল্টিপ্লেক্সের যে চেইন আছে, সেখানে দ্বিতীয় সপ্তাহে চেঙ্গিস আয় করেছে মাত্র ১৬ লক্ষ টাকা। আর প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স গুলিতে আয় হয়েছিল ৭৪ লক্ষ টাকা। সব মিলিয়ে এক কোটির ঘরেও পৌঁছতে পারেনি এই ছবি। দেবের ‘প্রজাপতি’ দূরঅস্ত, ‘একেনবাবু’র কাছে পরাজিত ‘চেঙ্গিস’।

‘একেন বাবুঃ রাজস্থানে রুদ্ধশ্বাস’ তিন সপ্তাহ মিলিয়ে আয় করেছে ১ কোটি ৩৫ লক্ষ। দেবের ‘প্রজাপতি’ -এর বক্স অফিসে আয় ছিল ১০ কোটি টাকা। আর দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে মোট আয় হয় ৪ কোটি ২৫ লক্ষ টাকা। তার ধারেকাছেও পৌঁছাতে পারছেন না জিত। যদিও তিনি রীতিমতো সাংবাদিক ডেকে বলেন, “চেঙ্গিস সুপারহিট। আপনাদের ধন্যবাদ”। 

READ MORE: জীবনে স্কুল যাননি ছোট পর্দার ‘খোকাবাবু’ প্রতীক সেন

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.