Dev as Byomkesh Bakshi Rukmini as Satyavati: ‘ ব্যোমকেশ’ দেবের ‘সত্যবতী’ রুক্মিনী, চরম সমালোচনার মুখে অভিনেত্রী

বাঙালির প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সি। উত্তম কুমার থেকে অনির্বাণ ভট্টাচার্য। একাধিক অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে পাল্টে গিয়েছে সত্যবতী। এবার ব্যোমকেশ হিসেবে ভাগ্যপরীক্ষায় নামছেন দেব। বাঘাযতীন থেকে ব্যোমকেশ। সব ধরণের চরিত্র করে নিজেকে অভিনেতা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাসক দলের সাংসদ দেব। আবার ব্যোমকেশ বরাবর ভালো বক্স অফিস দিয়েছে। সেটাই বা বাদ যায় কিকরে। একটার পর একটা ছবি প্রযোজনা করছেন দেব। তাঁর টাকার উৎ্স নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যাই হোক, তাতে দেব কান দিচ্ছেন না। নিজের প্রযোজিত ছবিতে নায়ক তিনি আর নায়িকা গার্লফ্রেন্ড রুক্মিনী। এটা এখন টলিউডের নতুন ট্রেন্ড। নিজে ছবি প্রযোজনা করছেন দেব, অঙ্কুশ থেকে বনি। সবাই নায়িকা হিসেবে গার্লফ্রেন্ডকে নিচ্ছেন। তবে, সত্যবতীর ভূমিকায় রুক্মিনী মৈত্রের পা গলানো মোটেই ভালো ভাবে নিচ্ছে না নেট নাগরিকরা। শুরু হয়েছে প্রবল ট্রোলিং।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সির অন্যতম সেরা গল্প ‘দুর্গ রহস্য’। সেই গল্প নিয়েই ছবি তৈরির প্ল্যান করেছেন দেব। ইতিমধ্যেই ছবির ফাস্ট লুক শেয়ার করেছেন। যেখানে ব্যোমকেশ রূপি দেবের এহাতে টর্চ, আর অন্যহাতে সাপ। পোস্টার নিয়েও সমালোচনা হয়েছে। শোনা গিয়েছিল, সত্যবতীর ভূমিকায় কাজ করার জন্য প্রথমে মৌনী রায়কে অফার দেওয়া হয়েছিল। কিন্তু যে পরিমাণ পারিশ্রমিক চেয়েছেন, তা দেওয়া দেবের পক্ষে সম্ভব নয়। তাই ঘরের টাকা ঘরে রাখতেই শেষ পর্যন্ত রুক্মিনীতে ভরসা। শরদিন্দুর দুর্গ রহস্যে সত্যবতীর তেমন কোন ভূমিকা ছিল না। শুধু গল্পের শেষে ছেলে হওয়ার খবর পান ব্যোমকেশ। দ্রুত কলকাতা ফিরে আসেন। ব্যস, এই টুকু সত্যবতীর ভূমিকা। এখন দেবের ব্যোমকেশে গার্ল ফ্রেন্ডের ভূমিকা এত টুকু নিশ্চয় রাখবেন না পরিচালক বিরসা দাশগুপ্ত। সবাভাবিকভাবেই সত্যবতীর পাট বাড়ানো হবে।

সোশ্যাল সাইটে প্রচণ্ড ট্রোলিং নিয়ে মুখ খুলেছেন রুক্মিনী মৈত্র। তিনি বলেছেন, “আমি গল্প পড়িনি। তবে ওয়ার্কশপ করে চরিত্রটিকে বোঝার চেষ্টা করছি। সমালোচনাকে আমি গুরুত্ব দিই না। বিনোদিনীর সময়ও এটা হয়েছিল। সমালোচনায় কান দিলে ভালো কাজ করতে পারব না”। অন্যদিকে, দেব ট্যুইটারে জানিয়েছেন, “অভিনেতা হিসেবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করে ফেললাম। আমার পরবর্তী ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আপনাদের আশীর্বাদ কাম্য”। এখন দেখার দর্শক কতটা সঙ্গ দেয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.