Bangla serial actress childhood picture viral: দিদার পাশে হাসি মুখের ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন, তিনি এখন সিরিয়ালের সেরা অভিনেত্রী

ছোটবেলা সবসময় বড় সুন্দর। ছোটবেলার স্মৃতি আমাদের সারাজীবনের সঞ্চয়। এগিয়ে চলার পাথেয়। মাঝে মাঝে সেই স্মৃতির পাতা ওল্টাতে সবার ভালো লাগে। ফিরে ফিরে আসে সেইসব হারিয়ে যাওয়া মুহূর্ত। কোন কোন মুহূর্ত সাদা কালো বা ফ্যাকাশে হয়ে যাওয়া ছবির মধ্যে ধরা থাকে। তারকারাও এর বাইরে নন। স্মৃতির সরণী বেয়ে তাঁরাও মাঝে মাঝে পুরনো দিনে ফিরে যান। পুরনো সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভক্তরা সেই সব ছবি দেখে অবাক হয়ে যান। প্রিয় তারকারা ছোট বেলায় এমন দেখতে ছিলেন ? অনেকে এক ঝটকায় চিনতে পারেন, অনেকে পারেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রকম একটি ছবি। খুব ছোট একটি মেয়ে পাশে বসে জড়িয়ে আছে দিদাকে। পড়নে কমলা ফ্রক। মুখে হাসি। ভাইরাল এই ছবিতে ওই অভিনেত্রীকে চিনতে পারছেন ? কে তিনি ?


ছোট এই মেয়েটি বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছে। এখন তাঁকে নিয়ে খুব আলোচনাও চলছে। না, ব্যক্তিগত কারণে নয়। অভিনয়ের জন্য তিনি চর্চায়। তাঁর নাম স্নেহা চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই শুভশ্রীর সঙ্গে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে লছমি নামের একটি চরিত্র করেছেন তিনি। তাঁর অভিনয় দর্শকদের খুব ভালো লেগেছে। স্নেহা চট্টোপাধ্যায় কয়েকদিন আগে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। তাঁর ছোট বেলার ছবি। তবে তাঁকে দেখে অনেকেই চিনতে পেরেছেন। নেটিজেনদের বক্তব্য, আপনার হাসিটা ভালো করে দেখলে চিনতে পারা যায়। হাসিটা একই রকম আছে। ছবিটি শেয়ার করে স্নেহা লিখেছেন, ‘ছোটবেলার সোনালী দিনগুলি’। তাঁর ছবি দেখে অনেকেই নিজেদের ছোটবেলার স্মৃতিতে ভেসেছেন। কেউ কেউ লিখেছেন, সোনালী সেই সব দিনের কথা ভেবে চোখ ঝাপসা হয়ে আসছে। আবার কেউ লিখেছেন, আপনার দিদা খুব মিষ্টি ছিলেন।

১০ বছর ধরে বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত স্নেহা চট্টোপাধ্যায়। ‘ভুতু’ সিরিয়ালে ‘ওঝা পিসি’র চরিত্র করে তিনি সবার নজরে পড়েন। তারপর থেকে কোন সিরিয়ালে পজিটিভ চরিত্র, কোথায় নেগেটিভ চরিত্র করে দর্শকদের আনন্দ দিচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সংসারটাও মন দিয়ে করেন তিনি। ছেলে হওয়ার পর থেকে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে, ‘পঞ্চমী’ সিরিয়ালে। পঞ্চমীর মায়ের ভূমিকায় একটি এপিসোডে অতিথি শিল্পী হিসেবে কাজ করেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.