The kerala story movie review in bengali: তারিফ করেছেন খোদ প্রধানমন্ত্রী, তবুও কেন এত বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে, কী আছে ছবিতে, জানলে অবাক হবেন

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর এবার ‘দ্য কেরালা স্টোরি’ (The kerala story) । সিনেমা নিয়ে শুধু সামাজিক নয়, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিনেমাটিকে প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেছেন। দেশের অনেক এলাকায় শো বন্ধ করে দেওয়া হয়েছে। এত বিতর্ক সত্ত্বেও ‘দ্য কেরালা স্টোরি’(The kerala story) সুপারহিট। গত শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করেছে। অবশ্য কেরলে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণার খুব চেষ্টা হয়েছিল। কেরলের বর্তমান শাসক দল সিপিআইএম হাইকোর্টে গিয়ে সিনেমা রিলিজের উপর স্টে অর্ডার চেয়েছিল। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই সিনেমাতে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে না। জঙ্গি সংগঠন আই এস আই এস নিয়ে মূল গল্প। তাই স্টে অর্ডার দেওয়ার কোন প্রশ্ন নেই। সব বাধা বিপত্তি পেরিয়ে ৫ মে রিলিজ করেছে ‘দ্য কেরালা স্টোরি’(The kerala story) । প্রথম দিনে রেকর্ড আয় হয়েছে। ৮ কোটির বেশি আয়। আগামী দিনে ছবির আয় আরও বাড়বে, একথা নিশ্চিত করে বলাই যায়।

কী আছে ছবিতে ?

এখন প্রশ্ন হল, এত বিতর্ক সত্ত্বেও কেন দর্শক ছবিটি এত পচ্ছন্দ করছেন ? তার জন্য ‘দ্য কেরালা স্টোরি’র গল্প জানতে হবে। গল্পের প্রধান বিষয় বস্তু হল, হিন্দু তরুণীদের ফাঁদে ফেলে মুসলিম ধর্ম গ্রহণ করানো হয়। তারপর জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়। ছবির পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। প্রযোজনা বিপুল অমৃতলাল শাহ। প্রায় চার বছর ধরে রিসার্চ করে তবে ছবির গল্প লেখেন সুদীপ্ত সেন।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদাহ শর্মা। ২০০৮ সালে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবি ছিল ‘১৯২০’। তারপর বেশ কয়েকটি সিনেমাতে কাজ করলেও তেমনভাবে কেরিয়ার জমেনি। ‘দ্য কেরালা স্টোরি’তে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাতে তাঁর চরিত্রের নাম শালিনি উন্নিকৃষ্ণনন্ন। কিন্তু লাভ জেহাদের ফাঁদে পরে হয়ে ওঠেন ফতিমা। এখানেই শেষ নয়, কেরল থেকে তিনি গায়েব হয়ে যান। পরে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়। ছবিতে দেখানো হয়েছে, শালিনির মতো ৩২ হাজার হিন্দু মেয়ে এইভাবে রাজ্য থেকে গায়েব হয়ে গিয়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.