গত সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছে। চারিদিকে খুশি হাওয়া। চোখে নানা রকম স্বপ্নে বিভোর ছাত্র-ছাত্রীরা। নম্বরের চমকে কোথাও এগিয়ে ছাত্রীরা, কোথাও ছাত্র। কোন জেলা কাকে টক্কর দিল, তা নিয়ে চর্চা চলছে। আবার অনেক দারিদ্র্যের মধ্যে কেউ কেউ বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে। দিন মজুর শ্রমিকের মেয়েও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে। এমন খবরও এখন খবরের কাগজের পাতায় বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এরই মধ্যে একটি viral video দেখে নেটিজেনদের হাসি থামছে না। এক ছাত্র নিজেকে ফেল দাবি করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। যা এখন রীতিমতো ফোনে ফোনে ভাইরাল।
গত বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আর ওই দিন সেই ছাত্র ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছে। তবে পাশের আনন্দে নয়, সে ভিডিও বানিয়েছে ফেল করার আনন্দে। ভিডিও টি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে। হাজার হাজার মানুষ শেয়ার করেছে। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে, ছেলেটি কী আদৌ ফেল করেছে ? নাকি সবটাই মজার ছলে বানানো ভিডিও। আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে। ভিডিতে ছেলেটি যা বলেছে শুনলে অবাক হবেন।
গত বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আর ওই দিন সেই ছাত্র ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছে। তবে পাশের আনন্দে নয়, সে ভিডিও বানিয়েছে ফেল করার আনন্দে। ভিডিও টি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে। হাজার হাজার মানুষ শেয়ার করেছে। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে, ছেলেটি কী আদৌ ফেল করেছে ? নাকি সবটাই মজার ছলে বানানো ভিডিও। আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে। ভিডিতে ছেলেটি যা বলেছে শুনলে অবাক হবেন।