Tollywood actress Sudipta Banerjee marriage: ‘সোহাগ জল’ পড়ল ‘বেণী বউদি’ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের গায়ে, দেখুন ফটো গ্যালারি

দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান। অবশেষে তৃণমূল নেত্রী স্মিতা বক্সির বাড়ির বউ হলেন ‘সোহাগ জল’-এর বেণী বউদি। সোমবার সন্ধ্যায় বাইপাসের ধারে ব্যাঙ্কোয়েট হলে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধায়। তৃণমূল নেত্রী স্মিতা বক্সির ছেলে সৌম্য বক্সির সঙ্গে দীর্ঘ দিনের প্রেম ছিল। এতদিনে সেটা পরিণয় পেল। দেখুন ফটো গ্যালারি।

বিয়ের পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল। মাঝে করোনার জন্য সব প্ল্যান পিছিয়ে যায়। সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বাঙ্গালিয়ানা সাজ বজায় রেখে চার হাত এক হল।

 বিয়ের মেনুতেও বাঙ্গালিয়ানা থাকবে না, তাই কখনো হয়। সব মেনু সুদীপ্তা নিজে পচ্ছন্দ করেছেন। পোলাও থেকে নানা ধরণের মাছের আইটেম ও মটন সব ছিল। আর ছিল বাহারি মিষ্টি।

বিয়েতে জাঁকজমক ব্যাপক থাকলেও এককালে প্রবল অভাবের মধ্যে বড় হয়েছেন সুদীপ্তা ও তাঁর দাদা। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, টাকার অভাবে বিদ্যুতের বিল মেটাতে পারতেন না বাবা। এখন তাঁর সাফল্যে বাবা-মা খুশি।

 যখন সিঁদুর দান চলছিল, তখন সুদীপার মায়ের চোখে জল দেখা যায়। চোখের জলে কন্যা সম্প্রদান করলেন বাবা। তবে শেষে হাসি মুখে মেয়েকে বিদায় জানালেন তাঁরা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.