Sunny deol bengali daughter in law: ধর্মেন্দ্র- হেমার নাতবউ হতে চলেছেন এক বাঙালি কন্যা, জেনে নিন সানি দেওলের পুত্রবধূর পরিচয়
খুব তাড়াতাড়ি ফের বলিউডে বাজতে চলছে বিয়ের সানাই। আর এই সানাই বাজবে দেওল পরিবারে। সানি দেওলের বড় ছেলে কর্ণ দেওলের গায়ে হলুদ লাগতে চলেছে। প্রস্তুতি তুঙ্গে। এখন লাখ টাকার প্রশ্ন হল, পাত্রী কে ? বেশ কিছুদিন ধরে হেমা- ধরমজির নাত বউয়ের খোঁজ চলছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু সেই পাত্রী নিজেকে গোপন রেখেছেন। তিনি দেশেও থাকেন না। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল, সেই পাত্রী একজন বাঙালি। এখন সব লাইম লাইট তাঁর দিকেই। সানি দেওলের পুত্রবধূর নাম দৃশা আচার্য (Drisha Acharya)। তিনি সম্পর্কে বিখ্যাত পরিচালক বিমল রায়ের পপৌত্রী। তাঁর পরিচয় ও ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। তবে পরিবারের ঐতিহ্য মেনে তিনি সিনেমায় আসেননি। দুবাইয়ে থাকেন। সেখানে একটি বিখ্যাত ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন।
বিমল রায়ের মেয়ে রিংকি ভট্টাচার্য বিয়ে করেছিলেন পরিচালক বাসু ভট্টাচার্যকে। তাঁদের মেয়ে চিমো ভট্টাচার্য বিয়ে করেন স্পোর্ট পারসন সুমিত আচার্যকে। তিনিও বাঙালি। তাঁদের মেয়ে দিশা। ১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি দিশার জন্ম মুম্বাইয়ে। কানাডার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর দুবাইয়ে চাকরি শুরু করেন তিনি। দিশা ও কর্ণ ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন। অনেক দিন ধরেই তাঁদের প্রেম ছিল। এখন দিশা মুম্বাইয়ে থাকেন। খুব তাড়াতাড়ি তাঁদের বিয়ের দিন ঘোষণা হবে। সেই শুভ দিনের
কর্ণ দেওলও বড় পর্দায় পা রেখেছেন। প্রথম ছবি দিল ‘পল পল দিল কে পাস’। বেশ কয়েকটি হোম প্রোডাকশনে তিনি ইতিমধ্যেই নানা ভূমিকায় কাজ করেছেন। ‘ইমলা পাগলা দিওয়ানা ২’ ছবিতে তিনি সহকারী পরিচালক ছিলেন। এই সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র, সানি ও ববি দেওল। কর্ণের পরবর্তী ছবি ‘আপনে ২’। এখনও শ্যুটিং শুরু হয়নি। তার আগে কর্ণ ও দিশার বিয়ের আয়োজনে মন দিয়েছে পুরো দেওল পরিবার। শোনা যাচ্ছে, জুন মাসে সম্ভবত মুম্বাইয়ের কোন অভিজাত হোটেলে বিয়ের আসর বসবে।
বিমল রায়ের মেয়ে রিংকি ভট্টাচার্য বিয়ে করেছিলেন পরিচালক বাসু ভট্টাচার্যকে। তাঁদের মেয়ে চিমো ভট্টাচার্য বিয়ে করেন স্পোর্ট পারসন সুমিত আচার্যকে। তিনিও বাঙালি। তাঁদের মেয়ে দিশা। ১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি দিশার জন্ম মুম্বাইয়ে। কানাডার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর দুবাইয়ে চাকরি শুরু করেন তিনি। দিশা ও কর্ণ ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন। অনেক দিন ধরেই তাঁদের প্রেম ছিল। এখন দিশা মুম্বাইয়ে থাকেন। খুব তাড়াতাড়ি তাঁদের বিয়ের দিন ঘোষণা হবে। সেই শুভ দিনের
কর্ণ দেওলও বড় পর্দায় পা রেখেছেন। প্রথম ছবি দিল ‘পল পল দিল কে পাস’। বেশ কয়েকটি হোম প্রোডাকশনে তিনি ইতিমধ্যেই নানা ভূমিকায় কাজ করেছেন। ‘ইমলা পাগলা দিওয়ানা ২’ ছবিতে তিনি সহকারী পরিচালক ছিলেন। এই সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র, সানি ও ববি দেওল। কর্ণের পরবর্তী ছবি ‘আপনে ২’। এখনও শ্যুটিং শুরু হয়নি। তার আগে কর্ণ ও দিশার বিয়ের আয়োজনে মন দিয়েছে পুরো দেওল পরিবার। শোনা যাচ্ছে, জুন মাসে সম্ভবত মুম্বাইয়ের কোন অভিজাত হোটেলে বিয়ের আসর বসবে।
No comments:
please do not enter any spam link in the comment box