Bengali cinema Bagha Jatin: স্বাধীনতা দিবসের ঠিক আগে মুক্তি পেল দেবের ‘বাঘা যতীন’-এর ট্রিজার, দেখুন

Bengali cinema Bagha Jatin: স্বাধীনতা দিবসের ঠিক আগে মুক্তি পেল দেবের ‘বাঘা যতীন’-এর ট্রিজার, দেখুন
পুজো আর দুই মাস বাকি। এবারের পুজোয় দেব বনাম প্রসেনজিৎ হতে চলছে। পুজোর ময়দানে দেব ‘বাঘাযতীন’ (Bengali cinema Bagha Jatin) হয়ে নামছেন। ইতিমধ্যেই নানা ধরণের লুক সোশ্যাল সাইটে শেয়ার করেছেন অভিনেতা। এবার প্রকাশ্যে এল ট্রিজার। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সকাল সকাল ট্রিজার রিলিজ করল দেবের প্রোডাকশন। ব্যোমকেশ নিয়ে চর্চা এখনও চলছে। ট্রোলিং বন্ধ হয়নি। এর ফাঁকে ‘বাঘাযতীন’ হিসেবে দেবের সংলাপ সবাইকে চমকে দিল। ‘যতীন হয় করে, নয়তো মরে। ধরা পড়ে না’। অরুণ রায় পরিচালিত এই ছবি নিয়ে দেব অনুরাগীদের মধ্যে উৎসাহ প্রথম থেকেই ছিল। ব্যোমকেশ দেবকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। যেহেতু বাঘাযতীনের ছবি তেমন পাওয়া যায় না, তাই এক্ষেত্রে দেব কিছুটা ছাড় পেয়েছেন। বাঘাযতীনের প্রি-ট্রিজারে দেব হাজির স্বমহিমায়। পুরো অ্যাকশন লুক। প্রি-টিজারের পরতে পরতে বাঘাযতীনের বিজয় গাঁথা। আবার পরাধীন ভারতের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে ব্রিটিশদের অত্যাচার। আলাদা করে নজরে পড়বে ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেবের মুখে বন্দে মাতরম আর সঙ্গীত মিলিয়ে এক অন্য আবহ তৈরি হয়েছে।

READ MORE: টিআরপির জন্য ঘরোয়া হিংসাকে প্রশয়, শিমুলের গায়ে হাত তুলতে গেল শাশুড়ি, ছিঃ ছিঃ করছে দর্শক   

পরিচালক প্রথম থেকেই বলেছেন, এই ছবিতে ভিএফএক্স আলাদা রকমের হবে। কোনও কম্প্রোমাইজ করা হয়নি। সিনেমাতে চার মিনিটের বাঘের সঙ্গে যতীনের লড়াই দেখানো হবে। প্রি-টিজারে তার কিছুটা ঝলক দেখানো হয়েছে। সেখানে দেবের মুখোমুখি ভিএফএক্সের বাঘ। স্বাভাবিকভাবেই এই দৃশ্যের সঙ্গে RRR-এর লড়াই চলে আসবে। কতটা সফল হবেন বাংলার হিরো ‘বাঘাযতীন’। তার জন্য আরও দুই মাস অপেক্ষা করতে হবে। দেখুন প্রি-টিজার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.