Sunny deol Gadar 2 viral video: একটা হিট দিয়েই বিরাট দেমাগ, দুঃস্থদের দূর দূর করে তাড়িয়ে দিলেন সানি দেওল, শুরু ট্রোলিং
সানি দেওলের ৪০ বছরের কেরিয়ারে অন্যতম মাইলস্টোন হতে চলেছে ‘গদর-২’। শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ড এখনও পর্যন্ত না ভাঙতে পারলেও চলতি বছরে রণবীর বা সলমানদের টপকে গিয়েছেন সানি দেওল। মাত্র এক সপ্তাহের মধ্যেই আড়াইশো কোটি ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। এবছরের অন্যতম হিট হতে চলেছে ‘গদর-২’। বক্স অফিসে নিজের সিনেমার রেকর্ড দেখে কি মাথা ঘুরে গেল সানি দেওলের ? এই প্রশ্নে এখন তোলপাড় নেট মাধ্যম। চরম কটাক্ষের মুখে পড়তে হচ্ছে ‘ঢাই কিলো কা হাত’কে। কেন কটাক্ষের মুখে পড়তে হচ্ছে ধরমপুত্রকে? এর পিছনে আছে এক ভাইরাল ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল (viral)।
শুধু এই ভিডিও নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ক্লিপ। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে রীতিমতো চিৎকার করে বসলেন তিনি। সানি দেওল রীতিমতো চোখ পাকিয়ে সেই ভক্তকে বলেন, ‘আরে তোল না ছবি’। তখনই নিরাপত্তা রক্ষীরা রীতিমতো ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দেয়। এই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে কটাক্ষ। অনেকে ভদ্রতা শেখার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, একটা হিট দিয়েই এত দেমাগ। ছিঃ, ২০০ কোটির অহংকার। অনেকে লিখেছেন, শাহরুখ খানকে দেখে ভদ্রতা শিখুন। আর একজন লিখেছেন, এই চেহারা নিয়ে এতদূর পৌঁছেছেন যাঁদের জন্য, তাঁদের আজ অবহেলা করছেন ? এই ভিডিওগুলি এখন দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কেন ট্রোল্ড সানি দেওল ?
ঘটনাটি দুদিন আগের। সিনেমা হিট হওয়ায় সানি দেওলকে দেখতে তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন অনেক ভক্ত। তাঁদের অধিকাংশ দুঃস্থ মানুষ। একাধিক বডিগার্ড নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন সানি দেওল। সেই সময় টুকু ভক্তরা প্রায় হামলে পড়েন। কেউ মোবাইলে ছবি তোলার চেষ্টা করেন। কেউ একবার প্রিয় তারকার সঙ্গে কথা বলতে যান। অনেকে হাত মেলাতে চান। কিন্তু কুশল বিনিময় দূরঅস্ত। রীতিমতো ভক্তদের তাড়িয়ে দিলেন। মুখে আঙুল দিয়ে চুপ করাতেও দেখা গেল। কয়েকজন দুঃস্থ মহিলা পাশে একবার দাঁড়ানোর চেষ্টা করলে তাঁদের রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে বডি গার্ডরা।শুধু এই ভিডিও নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ক্লিপ। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে রীতিমতো চিৎকার করে বসলেন তিনি। সানি দেওল রীতিমতো চোখ পাকিয়ে সেই ভক্তকে বলেন, ‘আরে তোল না ছবি’। তখনই নিরাপত্তা রক্ষীরা রীতিমতো ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দেয়। এই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে কটাক্ষ। অনেকে ভদ্রতা শেখার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, একটা হিট দিয়েই এত দেমাগ। ছিঃ, ২০০ কোটির অহংকার। অনেকে লিখেছেন, শাহরুখ খানকে দেখে ভদ্রতা শিখুন। আর একজন লিখেছেন, এই চেহারা নিয়ে এতদূর পৌঁছেছেন যাঁদের জন্য, তাঁদের আজ অবহেলা করছেন ? এই ভিডিওগুলি এখন দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
No comments:
please do not enter any spam link in the comment box