Shubhoshree elder sister Debshree : দুইবার বিয়ে, একটাও টেকেনি, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী, জানেন পাত্রের পরিচয়

Shubhoshree elder sister Debshree : দুইবার বিয়ে, একটাও টেকেনি, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী, জানেন পাত্রের পরিচয়
বিয়ের সানাই বাজতে শুরু করেছে টলিউড জুড়ে।

এ বছরেই সাত পাকে বাঁধা পড়লে অভিনেত্রী শ্রীপর্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বর্ণদীপ্ত ঘোষ, অর্পিতা মন্ডল। আর কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী দর্শনা বনিক এবং সৌরভ দাস। এরই মধ্যে বাংলা ইন্ডাস্ট্রির আরো এক অভিনেত্রীর নতুন করে বিয়ের খবর শোনা যাচ্ছে। এবার তিনি হ্যাটট্রিক করতে চলেছেন অর্থাৎ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এর আগে দুই দুইটি বিয়ে ভেঙে গিয়েছে। একটা ছেলেও আছে। সে এখন বয়সে অনেকটাই বড়। এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গাঙ্গুলী। দেবশ্রী নিজেও একজন অভিনেত্রী। বর্তমানে 'জল থৈ থৈ ভালোবাসা' সিরিয়ালে অভিনয় করছেন।
Shubhoshree elder sister Debshree : দুইবার বিয়ে, একটাও টেকেনি, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী, জানেন পাত্রের পরিচয়

খুব কম বয়সে বাড়ির বিরুদ্ধে গিয়ে প্রথমবার বিয়ে করেছিলেন দেবশ্রী। বিয়ের প্রায় এক বছরের মধ্যেই ছেলে অনিশের জন্ম হয়। ছেলের বয়স যখন ছয় বছর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দেবশ্রীর। তখন দেবশ্রীর বয়স ছিল ২৫ বছর। ছোট ছেলেকে একাই মানুষ করেছেন দেবশ্রী। এ ব্যাপারে দিদিকে খুব সাহায্য করেছিলেন বোন শুভশ্রী। ছেলে বড় হওয়ার পর দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেন দেবশ্রী। ২০২১ সালে ঘরোয়া একটি অনুষ্ঠানে মাধ্যমে দেবশ্রী বিয়ে করেন এক পাঞ্জাবি ব্যবসায়ীকে। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই ফের বিচ্ছেদ হয়ে যায়। স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক অত্যাচার চালানো অভিযোগ তুলে বেরিয়ে আসেন দেবশ্রী। তবে ফের তিনি মনের মানুষের সন্ধান পেয়েছেন বলে শোনা যাচ্ছে।
Shubhoshree elder sister Debshree : দুইবার বিয়ে, একটাও টেকেনি, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী, জানেন পাত্রের পরিচয়

দ্বিতীয়বার বিয়ে ভেঙে যাওয়ার পর একটি সাক্ষাৎকারে দেবশ্রী গাঙ্গুলি বলেছিলেন, জীবনে পুরুষ ছাড়াও বাঁচা যায়। কিন্তু বেশিদিন পুরুষ ছাড়া থাকতে হলো না। তৃতীয়বার প্রেমে পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি মনের মানুষের সঙ্গে ছাতনা তলায় যাবেন। তার হবু স্বামী একজন ব্যবসায়ী। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে চান না দেবশ্রী। বর্তমানে দেবশ্রীর ছেলে বিদেশে থাকেন। সেখানকার কলেজে পড়াশোনা করছেন। মাঝেমধ্যে ছুটি পেলে কলকাতায় আসেন। মা এবং মাসির সঙ্গে সম্পর্ক তার খুবই ভালো। বিশেষ করে শুভশ্রী তাকে প্রথম সন্তান হিসেবে দেখেন। তার পড়াশোনার জন্য যাবতীয় আর্থিক সাহায্য শুভশ্রী করেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.