Zee Bangla actress Sohini Banerjee marriage: আর নয় অভিনয়, বিয়ের পর অভিনয় ছাড়তে চলেছেন জি বাংলার এই জনপ্রিয় নায়িকা

Zee Bangla actress Sohini Banerjee marriage: আর নয় অভিনয়, বিয়ের পর অভিনয় ছাড়তে চলেছেন জি বাংলার এই জনপ্রিয় নায়িকা
২০২৩ সালের শেষের দিকে একাধিক বিয়ের সানাই বেজেছে টলিউড পাড়ায়। সৌরভ-দর্শনা থেকে শুরু করে পরমব্রত-পিয়া, স্বর্ণদীপ্ত এবং অর্পিতার বিয়ে হয়েছে। ফের এক সিরিয়ালের নায়িকার বিয়ের ফুল ফুটতে চলেছে। এই জানুয়ারি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। সিরিয়াল তেমন না চললেও হাজার হাজার যুবকের দিল কি ধড়কন হয়ে গিয়েছিলেন এই নায়িকা। এ পর্যন্ত একটা সিরিয়ালই অভিনয় করেছেন। তাও টিআরপির অভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবুও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শোনা যাচ্ছে, বিয়ের পরেই নাকি স্বামীর সঙ্গে বিদেশে চলে যাবেন। সেই সঙ্গে অভিনয়কেও কি বিদায় জানাতে চলেছেন? এই প্রশ্ন ঘোরাফেরা করছে সর্বত্র।
Zee Bangla actress Sohini Banerjee marriage: আর নয় অভিনয়, বিয়ের পর অভিনয় ছাড়তে চলেছেন জি বাংলার এই জনপ্রিয় নায়িকা

প্রথমে বিয়ে কবে হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে অভিনেত্রী নিজেই আইবুড়ো ভাত খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তখনই জানা যায়, জি বাংলার 'উড়ন তুবড়ি' সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ওই ছবিতে দেখা গিয়েছে, তাঁর সহ অভিনেতা স্বস্তিক ঘোষ কে। তিনি বন্ধুকে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিলেন। সোহিনীর বিয়ের খবর প্রকাশ্যে আসতে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য আসতে শুরু করে। জানা গিয়েছে, সোহিনীর হবু স্বামীর নাম জয়সূর্য গুপ্ত। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক। সোহিনী জানিয়েছেন, স্কুল থেকে এই প্রেম শুরু হয়েছিল। বর্তমানে জয়সূর্য লন্ডনে একটি বড় কোম্পানিতে চাকরি করেন। সেখান থেকেই বিয়ে করতে আসবেন।
Zee Bangla actress Sohini Banerjee marriage: আর নয় অভিনয়, বিয়ের পর অভিনয় ছাড়তে চলেছেন জি বাংলার এই জনপ্রিয় নায়িকা

আগামী ২৭ জানুয়ারি সোহিনী এবং জয়সূর্যের বিয়ের দিন ধার্য হয়েছে। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। এদিকে ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্বামীর সঙ্গে লন্ডনে যদি সংসার পাতেন সোহিনী, তাহলে অভিনয়ের কি হবে? অভিনেত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত এক বছর লন্ডনে গিয়ে থাকবেন। অভিনয় পুরোপুরি ছাড়ছেন না। ফিরে এসে আবার কাজে যোগ দেবেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.