Didi No 1-Rachana: লোকসভার টিকিট পেতেই দিদি নম্বর ওয়ানকে বিদায়? রচনার জায়গায় দেখা যাবে নতুন মুখ?

Didi No 1-Rachana: লোকসভার টিকিট পেতেই দিদি নম্বর ওয়ানকে বিদায়? রচনার জায়গায় দেখা যাবে নতুন মুখ?
রাজনীতিতে হাতে খড়ি হলো রচনা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি আসল থেকে লড়াই করবেন তিনি। এর আভাস অনেকদিন আগেই পাওয়া গিয়েছিল। ১০ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় সবটা পরিষ্কার হয়ে যায়। সেখানে সবাইকে চমকে দিয়ে হুগলি কেন্দ্রের প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সামনে প্রচুর ব্যস্ততা। তাহলে কি এবার দিদি নম্বর ওয়ান কে বিদায় জানাতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়? উঠতে শুরু করেছে এই প্রশ্ন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি জানিয়েছেন, আগামী কয়েক মাস লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ব্যস্ত থাকবেন তিনি। ফলে ক্ষতিগ্রস্ত হবে দিদি নাম্বার ওয়ান এর শুটিং। অভিনেত্রীর কথায়, শুটিং ক্ষতিগ্রস্ত হবে এ কথা সত্যি। আমি তো এখন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকব। তবুও মাঝে মাঝে প্রচারের ফাঁকে, রাজনীতির ফাঁকে এসে শুটিং করে যাব। রাত্রিবেলায় প্রয়োজন পড়লে শুটিং করব।

জীবনের এই পর্যায়ে এসে কেন হঠাৎ রাজনীতিতে নাম লেখালেন রচনা বন্দ্যোপাধ্যায়? এর উত্তরে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতোই রচনা বলেছেন, মানুষের জন্য কাজ করতে চান তিনি। অভিনেত্রীর কথায়, এতদিন ধরে শুনছি কিন্তু কোন কাজ করতে পারছিলাম না। এর জন্য ক্ষমতা, প্লাটফর্ম দরকার। আর সেটার জন্য রাজনীতির থেকে ভালো আর কি হতে পারে? প্রায় ১০-১১ বছর ধরে রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতি সোম থেকে শনিবার বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। রবিবার দিন রাত্রি আটটা থেকে দেখানো হয় এই শো। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছিলেন। তখনই অনেকে আন্দাজ করেছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যোগদান সময়ের অপেক্ষা মাত্র।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.