Real hero Mithun Chakraborty: তুমি হিরো হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, এক পরিচালকের চ্যালেঞ্জের জবাবে মুখে ঝামা ঘষে দিয়ে ছিলেন মিঠুন

Real hero Mithun Chakraborty: তুমি হিরো হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, এক পরিচালকের চ্যালেঞ্জের জবাবে মুখে ঝামা ঘষে দিয়ে ছিলেন মিঠুন
জিরো থেকে হিরো। প্রকৃত অর্থে এর মানে বুঝিয়ে ছিলেন মিঠুন চক্রবর্তী। বাংলা থেকে বম্বে গিয়ে কাজের সন্ধানে নিদারুণ পরিশ্রম করেছিলেন তিনি। সহজে কাজ আসেনি। পরিচালক-প্রযোজকদের মুখে রীতিমতো অপমানিত হয়েছেন। রাজকুমার থেকে জীতেন্দ্র- তখনকার সব হিরোরা মিঠুনের মনবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু এত কিছুর পরেও মাটি ছাড়েননি তিনি। আর তাই তো আজ তিনি বাংলা হোক বা হিন্দি-সব জায়গার মহাগুরু।

অভিনেতা হিসেবে যখন মিঠুন বলিউডে ভাগ্য পরীক্ষা করছেন, তখন এক পরিচালকের মুখের উপর বলে দিয়েছিলেন, ‘তুমি যদি হিরো হতে পার, তাহলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব’। সেই বিখ্যাত পরিচালকের নাম মনমোহন দেশাই। কিন্তু সেই পরিচালকের বাক্য ভুল প্রমাণিত করে মিঠুন করে দেখিয়েছিলেন। পরে মনমোহন দেশাই নিজের ভুল বুঝতে পেরে মিঠুনের কাছে সিনেমার প্রস্তাব নিয়ে আসেন। মিঠুন চক্রবর্তী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর জীবনে ঘটে যাওয়া সেই তিক্ত দিনের কথা। তিনি বলেন, মনমোহন দেশাই অতীতে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন কাজ চাইতে গেলে। মিঠুন যখন সুপারস্টার হয়ে যান, তখন পরিচালক মনমোহন দেশাই তাঁর ‘গঙ্গা যমুনা সরস্বতী’ সিনেমার অফার নিয়ে মিঠুনের কাছে যান। মিঠুন পুরানো দিনের কথা না ভুললেও সেদিন কিন্তু তাঁকে অশ্রদ্ধা করেননি। গঙ্গা যমুনা সরস্বতী সুপারহিট হয়েছিল।

১৯৭৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘প্রেম বিবাহ’ ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন। তখন তাঁর গাড়ি ছিল না। তিনি পায়ে হেঁটে শ্যুটিংয়ে আসতেন। তার উপর পারিশ্রমিক ছিল খুব কম। ছবির নায়কের থেকে মেক আপ আর্টিস্টদের পারিশ্রমিক ছিল বেশি। মিঠুন সেই সিনেমা করে পেয়েছিলেন ৫ হাজার টাকা। আর মেক আপ শিল্পী ৮ হাজার টাকা। তখন মুম্বাইয়ের মত জায়গায় কোনও রকমে দিন কাটিয়েছেন তিনি। ৭৫ টাকা দিয়ে ঘর ভাড়া করে থাকতেন। পোশাক বলতে ছিল একটি টাউজার আর দুটো শার্ট। কোনওরকমে জুতোর জোগাড় করেছিলেন। এত অভাব আর অপমান সহ্য করে ইন্ডাস্ট্রিতে টিকে ছিলেন। তবে তিন বছরের মাথায় ঘুরে যায় ভাগ্য। ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’ হিট হওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.