upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?

শুরু হচ্ছে নতুন বছর ২০২৩। এই নতুন বছরে কেমন থাকবে বাংলা সিনেমার বাজার upcoming bengali movies 2023 ? তা বলা কঠিন । তবে, ২০২২ সাল দক্ষিণী ছবির দৌলতে যেমন কেঁপেছে বলিউড তেমনই খারাপ অবস্থা ছিল টলিউডের। হাতে গোনা কয়েকটি ছবি ভালো ব্যবসা করেছে । আর বেশিরভাগ কবে এসেছে কবে গিয়েছে তার খবর কেউ রাখেনি। নামকরা পরিচালকদের ছবিও মুখ থুবড়ে পড়েছে। আর বাণিজ্যিক ছবির বাজার আরো খারাপ। হিরোরা এখন নিজেরাই ছবি প্রযোজনায় নেমে টিকে থাকতে চাইছেন। এই রকম সঙ্কটজনক পরিস্থিতিতে ২০২৩ সালে কি কি বাংলা সিনেমা upcoming bengali movies 2023 রিলিজ করবে , সেটাই এক নজরে দেখে নিন।

upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
                ডক্টর বক্সি (Doctor Bakshi)

upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
জানুয়ারি মাসে মুক্তি পাবে এসভিএম প্রোডাকশনের ‘ডক্টর বক্সি’। ছবিটি ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে পিছিয়ে যায় । পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বনি এই ছবিতে অভিনয় করেছেন । দেখা যাক বছরের শুরুতে বক্স অফিসে সফল হতে পারে কি না এই ছবি।

 কাবেরী অন্তর্ধান ( Kaberi Antardhan)


পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-এর নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’ । বহুদিন ধরেই এই ছবিটি নিয়ে চর্চা চলছে। জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পাবে। তবে কৌশিক বাবুর প্রতিটি ছবির মতোই কলকাতা ছাড়া অন্য কোথায় মুক্তি পাবে না। এই ছবিতে প্রসেনজিত, শ্রাবন্তী এবং কৌশিক বাবু নিজে অভিনয় করেছেন।

  দিলখুশ (Dilkhush)

শ্রী ভেঙ্কটেশ ফিল্মের পরবর্তী ছবি ‘দিলখুশ’। জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা । কিন্তু প্রচারে কেমন যেমন খামতি দেখা যাচ্ছে । রাহুল মুখোপাধ্যায়ের এই ছবি মূলত মাল্টিপ্লেক্স দর্শকদের জন্য। অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য , খরাজ মুখোপাধ্যায়, মধুমিতা সরকার , উজান চট্টোপাধ্যায় ।

 চেঙ্গিস
upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
জিতের পরবর্তী ছবি চেঙ্গিস নিয়ে জোর চর্চা চলছে। কলকাতা শহরে ৭০ এবং ৯০ দশকে্র আন্ডার ওয়াল্ড নিয়ে এই ছবির গল্প। জিত ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, রোহিত রায় এবং শাতাফ ফিগার। পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায় ।

বাঘাযতীন
upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
দেব প্রোডাকশনের ‘বাঘাযতীন’ মুক্তি পাবে পুজোতে। অভিনয় করেছেন দেব নিজেই। ছবির শ্যুটিং এখনও শুরু হয়নি ।

upcoming bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?


এছাড়া অন্যান্য যে সব ছবি মুক্তি পাবে ২০২৩ সালে তার সংক্ষিপ্ত তালিকা-

আবার বিবাহ অভিযান
upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
বিবাহ বিভ্রাট
পদাতিক

upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
মানুষ
হাওয়া বন্দুক
প্রাক্তন ২
খেলাঘর
 দ্য একেনঃ রাজস্থান রুদ্ধশ্বাস

upcoming Bengali movies 2023-আগামী বছর কোন বাংলা সিনেমা বাজার কাঁপাবে ?
পালান
ফাটাফাটি
শেষ পাতা

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.