Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?

২০০৮ সাল। তেমন কোন প্রচার ছাড়াই রিলিজ হল ‘জানে তু ইয়া জানে না’। কোন বড় স্টার নেই। নায়ক-নায়িকা একদম নতুন । মিষ্টি প্রেমের ছবি ‘জানে তু ইয়া জানে না’ সাদরে গ্রহণ করল দর্শক । বিশেষ করে ইয়ং জেনারেশন সিনেমার চরিত্রদের সঙ্গে নিজেদের যোগ খুঁজে পেল। রাতারাতি জন্ম নিল নতুন স্টার ইমরান খান। সাধারণ দেখতে, সাধারণ শরীরের গঠন। নায়ক সুলভ তেমন কোন বৈশিষ্ঠ্য তাঁর মধ্যে নেই। তবু ইমরানের সহজ সরল অভিনয় সবার ভালো লাগল । ফিল্ম ফেয়ারের পাশাপাশি উঠতি নায়ক হিসেবে একাধিক পুরষ্কার পেলেন ইমরান। কিন্তু ওখানেই থেমে গেল কেরিয়ার। ইমরানের কেরিয়ারে কয়েকটি হিট ছবির নাম জানতে চাইলে তাঁর ভক্তরা ‘জানে তু ইয়া জানে না’ ছাড়া অন্য কিছু বলতে পারবেন না। জানে তু ইয়া জানে না’র প্রযোজক ছিলেন ঝম্মু সাগেন্দ। তখন তিনি আর্থিক ভাবে কিছুটা দুর্বল ছিলেন। ভালো ছবির মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইছিলেন। এই ছবির চিত্রনাট্য তিনি প্রথম আমির খানকে শোনান। আমির অনেকদিন ধরেই নিজের ভাগ্নে ইমরানকে লঞ্চ করার জন্য ভালো চিত্রনাট্য খুঁজছিলেন । তিনি ছবিটি সহ প্রযোজনা করতে রাজি হয়ে যান । ছবির লেখক ও পরিচালক ছিলেন আব্বাস তারিওয়ালা। এখন সিনেমা থেকে একপ্রকার দূরেই থাকেন ইমরান খান। তবে ফের একবার সংবাদের শিরোনামে তিনি। দু’দিন আগে দক্ষিণী অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে হাতে হাত রেখে ঘুরতে দেখা গিয়েছে ইমরানকে। শোনা যাচ্ছিল , ২০১৯ সাল থেকেই স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল । এখন সেই বিয়ে ভাঙার পথে ?

Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?
Imran Khan: বাঙালি হিন্দু ঘরে জন্ম ইমরানের

ইমরানের জন্ম ১৯৮৩ সালের ১৩ জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রে । প্রকৃত নাম ইমরান পাল। কারণ তাঁর বাবা অনিল পাল একজন বাঙালি। ওয়াশিংটনে ইয়াহু’র সিনিয়র ম্যানেজার তিনি। বিয়ে করেছিলেন আমির খানের দিদি নুজহাত খানকে । আইআইটি বম্বেতে নুজহাতের দাদা মনসুর খানের সঙ্গে পড়তেন তিনি। সেখানেই আলাপ হয় নুজহাতের সঙ্গে । ইমরানের জন্ম হয়েছিল ওয়াশিংটনে। তিনি আদপে মার্কিন নাগরিক। কর্মসূত্রে ভিসা পেয়ে ভারতে থাকেন। ইমরানের জন্মের কয়েক বছরের মধ্যে বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায় । শিশু ইমরানকে কোলে নিয়ে মুম্বাই ফিরে আসেন মা নুজহাত। ফের বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্বামীর নাম রাজ জুতসি। বিচ্ছেদের পর ছেলের হিন্দু বাঙালি পরিচয় মুছে ফেলেন তিনি। ইমরান পাল পাল্টে হয় ইমরান খান। মায়ের জীবনে এই পরিবর্তন এবং বাবার থেকে দূরত্ব ইমরানের শিশু মনে বিরাট প্রভাব ফেলেছিল। পড়াশোনা করতে পারতেন না। সব সময় ভয়ে ভয়ে থাকতেন। পরিস্থিতি বদলাতে মা তাঁকে বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন। উটির একটি গুরুকুলে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চারিদিকে ছিল জঙ্গল । কোন বিদ্যুৎ ছিল না। নিজের জামাকাপড় নিজেকেই পরিষ্কার করতে হত। এইভাবে স্বনির্ভর হয়ে উঠতে শিখলেন ইমরান । তবে একাকীত্ব গ্রাস করল তাঁকে । স্কুলে পড়াশোনা শেষ করে ক্যালিফরনিয়াতে প্রকৃত বাবার কাছে ফিরে যান । সেখানে ফিল্ম স্ট্যাডি নিয়ে স্নাতক হন । মুম্বাইয়ে ফিরে কিশোর নমিত অ্যাক্টিং ইনস্টিটিউট থেকে অভিনয়ের তালিম নিয়েছিলেন। ইমরানের প্রথম অভিনয় শিশুশিল্পী হিসেবে ১৯৮৮ সালে ‘ কেয়ামত সে কেয়ামত তক’ এবং ১৯৯২ সালে ‘ জো জিতা ওহি সিকান্দর’ ছবিতে শিশু শিল্পী হিসেবে।

Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?
Imran Khan: জীবনে এসেছে নতুন প্রেম, ভাঙছে বিয়ে

১৯ বছর বয়স থেকে অবন্তিকা মালিকের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন ইমরান । অবন্তিকার পরিচয় হল নেটওয়ার্ক ১৮ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা বন্দনা মালিকের মেয়ে। দীর্ঘদিন লিভ-ইনের পর ২০১১ সালের ১০ জানুয়ারি আমির খানের পালিহিলের বাড়িতে চারহাত এক হয় । ২০১৪ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। নাম ইমারা মালিক খান। কিন্তু বিয়ের আট বছরের মাথায় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় । বর্তমানে ইমরান এবং অবন্তিকা পৃথক থাকেন। বহু দিন ইমরান মিডিয়ার লাইমলাইট থেকে দূরে। সাউথের অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে দেখা গেল। দুজনে হাতে হাত রেখে ঘুরছিলেন। তাহলে এবার পাকাপাকিভাবেই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ইমরানের? এর উত্তরে অবন্তিকার মা জানিয়েছেন, সময় এর জবাব দেবে। লেখা ২০১৩ সালে ইমরান খানের সঙ্গে ‘মাত্রু কি বিজলি কা মনডলা’ ছবিতে অভিনয় করেছিলেন। হয়তো সম্পর্ক তখন থেকেই শুরু। এতদিনে প্রকাশ্যে এল।

Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?
FAQ

Is Imran Khan an American actor?

জন্মসূত্রে আমেরিকার নাগরিক ইমরান । ভারতে ভিসা নিয়ে থাকেন। এতদিন পরেও তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেননি ।

What is the net worth of Bollywood actor Imran Khan?

ধনী পরিবারের ছেলে ইমরানের মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।

Imran Khan actor where is now ?

বিভিন্ন বলিউড পত্রিকার দাবি, ২০২৩ সালে পরিচালকের ভূমিকায় দেখা যেতে পারে ইমরানকে। অভিনয় নিয়ে তাঁর কোন আগ্রহ নেই আর। আসলে তিনি কোন দিনই হিরো হতে চাননি। ডিরেকশন তাঁর প্রথম পচ্ছন্দ।


How old is Imran Khan Indian actor?

১৯৮৩ সালের ১৩ জানুয়ারী জন্ম। তাই এই বছর তিনি ৪০-এ পড়লেন।


READ MORE: কিশোর বয়সে এক বাঙালি কন্যার প্রেম মৃত্যুর দিন পর্যন্ত ভোলেননি পারভেজ মোশারফ  

Who is Lekha Washington ?

তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম লেখা ভিডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন । থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু। সিনেমায় প্রথম সুযোগ ২০০৮ সালে ‘জয়ামকোনডাম’। ছবি ব্যাপক হিট হওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ।

Imran Khan: Filmography


কেয়ামত সে কেয়ামত তক (১৯৮৮)

জো জিতা ওহি সিকান্দর (১৯৯২)

জানে তু… ইয়া জানে না (২০০৮)

Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?
কিডন্যাপ (২০০৮)

ল্যাক (২০০৯)

আই হেট লাভ স্টোরি (২০০৯)

ঝুটা হি সেহি (২০১০)

ব্রেক কে বাদ (২০১০)

দিল্লি বেল্লি (২০১১)

Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?
মেরি ব্রাদার কি দুলহন (২০১১)

এক মে ওর এক তু (২০১২)

মাত্রু কি বিজলি কি মন ডোলা (২০১৩)

Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?
বম্বে টকিজ (২০১৩)

ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই দোবারা (২০১৩)

গোরি তেরি প্যায়ার মে (২০১৩)

কাট্টি বাট্টি (২০১৫)
Are Imran Khan and Avantika still together?: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.