Sidharth Malhotra wants to take Madhuri Dixit in his bedroom?: মাধুরী দীক্ষিতকে শয্যাসঙ্গী হিসেবে পেতে চাওয়া সিদ্ধার্থ মালহোত্রা এখন কিয়ারার বর !

Sidharth Malhotra wants to take Madhuri Dixit in his bedroom?

গত কয়েকদিন ধরে বলিউডের ‘চকলেট বয়’ সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানির বিয়ে নিয়ে রাতের ঘুম ছুটেছে দেশের তামাম সংবাদ মাধ্যমের। জয়সলমীরের এক অভিজাত কেল্লায় মঙ্গলবার চার হাত এক হয়েছে । কিন্তু তার অনেক আগে থেকেই মিডিয়া নজর পড়েছিল রাজস্থানের ওই ছোট শহরে। কারা আসছেন ? কি খাওয়ার আয়োজন হল ? কিয়ারা বিয়েতে কোন ডিজাইনারের লেহেঙ্গা পড়লেন ? কটা বেজে কত মিনিটে বিয়ে সম্পন্ন হল ? নব দম্পতি দুজন দুজনকে কতবার চুমু খেলেন ইত্যাদি ইত্যাদি চলছে। শেষে ফুলসজ্জায় গিয়ে হয়তো শেষ হতে পারে। আদানি গোষ্ঠীর শেয়ারে বিপুল ধসে দেশের অর্থনীতি কতটা ধাক্কা খেল তা নিয়ে মাথা ব্যাথা নেই। আসলে নজর ঘোরানোর প্রয়াস । আলো ঝলমল কেল্লায় রূপকথায় বিয়েতে রাজপুত্র সেজে ঘোড়ায় চেপে বিবাহ আসরে আসেন সিদ্ধার্থ । অন্যদিকে, মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা ও হীরের গয়নায় সজ্জিত কিয়ারা। গোলাপের পাপড়ি ছুঁড়ে তাঁদের স্বাগত জানালেন অতিথিরা। হাতে হাত ধরে সারাজীবন একসঙ্গে চলার অঙ্গীকার করলেন দুই তারকা। সিনেমার সংলাপের মতো শোনালেও কেউ অবশ্য ‘কাট’ বলল না। সত্যি সত্যি বিয়ে হল । বিয়ের অতিথি তালিকায় বলিউডের চেনা মুখের ভিড় থাকলেও দেখা যায়নি আলিয়া ভাট কাপুরকে। কারণ, সবার জানা। আগে আলিয়ার প্রেমে পাগল ছিলেন সিদ্ধার্থ । যদিও বলিউডে সম্পর্ক ভাঙতে বা জুড়তে বেশি সময় লাগে না। সিদ্ধার্থের ইতিহাস আরও আছে। মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) নিয়ে অশ্লীল মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

 
Sidharth Malhotra wants to take Madhuri Dixit in his bedroom?

Sidharth Malhotra: মাধুরীর প্রতি কামনা

তিনি একবার মাধুরী দীক্ষিতকে নিজের বিছানায় নিয়ে যেতে চেয়েছিলেন। ‘কফি উইথ করণ’ নামের শোতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল , কোন মহিলাকে দেখে তাঁর কামনা জেগে ওঠে ? উত্তরে কোন রকম রাখঢাক না রেখেই সিদ্ধার্থ বলেন , মাধুরী দীক্ষিত। কারণ, তাঁর নাচের ভঙ্গিমা পাগল করে দেয়। মাধুরী সেই মহিলা যাকে তিনি শয্যা সঙ্গী হিসেবে পেতে চান ! পরবর্তীকালে তাঁর এই মন্তব্য মাধুরীর কাছে উপস্থাপনা করেন করণ জোহর । শুনে চোখে মুখে গাম্ভীর্য ফুটে ওঠে। তিনি বলেন , এই রকম নোংরা কথার তিনি কোন উত্তর দিতে চান না। কারণ, তাঁর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কলঙ্কিত করার চেষ্টা চলছে। মাধুরী দীক্ষিত চাইলে বিষয়টি নিয়ে আদালতে যেতে পারতেন। কিন্তু অনেক জুনিয়র এই অভিনেতার বালখিল্য মন্তব্যকে তিনি বেশি গুরুত্ব দিতে চাননি। যাই হোক, সিদ্ধার্থ এখন কিয়ারার পতিদেব। আর পতি পরমেশ্বর ! সব জেনেও কিয়ারা সব ভুলে মালহোত্রা পরিবারের বধূ।

Sidharth Malhotra wants to take Madhuri Dixit in his bedroom?
Sidharth Malhotra: unknown facts

· জন্ম- ১৬ জানুয়ারী, ১৯৮৫

· বাবা- সুনীল মালহোত্রা ( মার্চেন্ট নেভির প্রাক্তন ক্যাপ্টেন)

· মা- রিম্মা মালহোত্রা (গৃহবধূ )

· দাদা- হারশাদ মালহোত্রা (ব্যাঙ্ক কর্মী )

· প্রথম অভিনয় – ২০০৬ সালে স্টার প্লাস টিভির সিরিয়াল ‘ধরতি কা বীর যোদ্ধা- পৃথ্বীরাজ চৌহান’। সেখানে জয়চাঁদের ভূমিকায় অভিনয় করতেন তিনি।

· ২০১১ সালে প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’

Sidharth Malhotra wants to take Madhuri Dixit in his bedroom?
· বাবা-মা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু পড়াশোনায় কোন আগ্রহ ছিল না সিদ্ধার্থের । স্কুল জীবনে নানা নাটকে অংশ নেওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়।

· দিল্লির শহীদ ভগত সিং কলেজ থেকে বিকম অনার্স নিয়ে পাস করেন ।

· প্রিয় খাবার হট চকলেট , জিলিপি এবং বিরিয়ানী। জিমে অনেক বেশি ঘাম ঝড়ালেও এই সব খাবার তিনি ছাড়তে পারেননি।

· বর্তমানে তাঁর মোট সম্পত্তি ৬৭ কোটি টাকা।

· সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করার পর মডেলিংয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে নামেন সিদ্ধার্থ । কিন্তু বারবার রিজেক্ট হয়েছেন ।

READ MORE: শরীরে বইছে বাঙালি রক্ত, দ্বিতীয় নারীর প্রবেশে ঘর ভাঙছে আমির খানের ভাগ্নের ?  

· প্রথম জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে । শাহরুখ খানের ‘রা-ওয়ান’ ছবিতে তিনি ক্লাপার বয় হিসেবে কাজ করেছেন ।

· ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে আসার পর ‘ দোস্তানা’ এবং ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন । তাঁর লড়াইয়ের দিনে পাশে দাঁড়িয়েছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

· প্রথম সুযোগ দিয়েছিলেন করণ জোহর । শোনা যায় , পরিচালক -প্রযোজক করণ জোহরের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল সিদ্ধার্থের । দুজনে একসঙ্গে নানা দেশে বেড়াতে গিয়েছেন।

Sidharth Malhotra wants to take Madhuri Dixit in his bedroom?
· ২০১৪ সালে ‘এক ভিলেন’ ছবিতে সিদ্ধার্থের অভিনয় প্রশংসিত হয় । এমনকি খুশি হয়ে সালমান খান তাঁকে একটি ঘড়ি উপহার দিয়েছিলে

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.