নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে প্রচার করেছিলেন। কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরেছিলেন। কিন্তু কি লাভ হল ? মুক্তির তিন সপ্তাহ পরেও শাহরুখ খানের পাঠান জমিয়ে ব্যাটিং করে যাচ্ছে । আর রান করা দূর, প্রথম বলেই আউট কার্তিক আরিয়ানের ‘শাহজাদা’। কারণ, যশরাজ ফিল্ম আবার ১৭ তারিখকে 'পাঠান দিবস' ঘোষণা করে বড় পদক্ষেপ নিয়েছে। মাল্টিপ্লেক্সে টিকিটের দাম অর্ধেক করে দিয়েছে তারা। মাত্র ১১০ টাকায় আরাম করে ‘পাঠান’ দেখা যাবে। এর সিদ্ধান্তে বিপাকে পড়েন 'শাহজাদা’র পরিবেশকরা। গোদের উপর বিষফোঁড়া আরও আছে। মুক্তির দিনই অনলাইনে ফাঁস হয়ে গেল 'শাহজাদা'। তামিল রকারস সহ বেশ কিছু সাইটে ছবির পাইরেসি ভার্সন ফাঁস হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা , ছবিটি ডাউনলোডের জন্য কোন পয়সা দিতে হচ্ছে না। এইসব পাইরেসি সাইটের বিরুদ্ধে বহুবার পদক্ষেপ নেওয়া হয়েছে । কিন্তু কিছু লাভ হয়নি। দিন দিন তাদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। ফলে আজ ১৭ তারিখ ‘শাহজাদা’ রিলিজ হলেও বাজারে একদম কাটতি নেই।
মুক্তির দিনই 'শাহজাদা' ফ্লপ করায় আর রাজপুত্র সাজা হল না কার্তিকের। পাঠান ছবির ব্যাপক জনপ্রিয়তার জন্য বহু সিনেমা তাদের মুক্তির দিন পিছিয়ে দিচ্ছে। এমনকি সাউথের ছবিও রিলিজের দিন পালটে ফেলছে। 'শাহজাদা' গত ১০ ফেব্রুয়ারী রিলিজের কথা থাকলেও 'পাঠান' চাপে পড়ে দিন পিছিয়ে যায়। তাতেও বিশেষ কিছু লাভ হল কই ? সিনেমাটির সহ- প্রযোজক ছিলেন কার্তিক। শোনা যাচ্ছে , ছবি ফ্লপ করায় তিনি চূড়ান্ত হতাশ। নিজের পারিশ্রমিক প্রযোজককে ফিরিয়ে দিয়েছেন। গত দুই বছর সাউথের চাপে পড়ে বলিউডের যখন নাজেহাল দশা। অক্ষয় কুমার থেকে অজয় দেবগন- সব তারকার ছবি পরপর ফ্লপ করছিল, তখন ত্রাতার ভূমিকায় দেখা দিয়েছিলেন কার্তিক আরিয়ান। তাঁর ‘ভুললাইয়া ২’ বিরাট হিট করে । ১০০ কোটির ব্যবসা করে বলিউডের নিঃশ্বাস ফিরিয়েছিলেন। কিন্তু আজ ‘পাঠান’-এর চালে কুপোকাত 'রাজকুমার' কার্তিক। আবার আজ রিলিজ করেছে ‘ভাটি’ এবং ‘অ্যান্ট ম্যান ২’ মতো হলিউডের ছবি। প্রতিযোগিতা খুব কড়া। এখন সামনে কোন ছুটির দিন নেই। শনিবার শিবরাত্রি। সিনেমা দেখার হিড়িক কম থাকে। প্রথম দিনের রিপোর্ট দেখে পরিবেশকরা ছবিটি কিনতে রাজি হচ্ছেন না। ফলে সামনের দিনগুলিতে খুব ভালো কিছুর আশা নেই। আর ‘পাঠান’ এখনও মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে নববই শতাংশ শো দখল করে রেখেছে। ভালো শো টাইম অন্য সিনেমা পাচ্ছে না।
আপাত শান্ত স্বভাবের কার্তিক মহিলা মহলে বিশেষ জনপ্রিয়। তাঁর হাসিতে মুখে টোল পড়ে। যা দেখে ফিদা তরুণীরা। অনেকেই বলেছিলেন, ভালো প্রতিভা থাকা সত্ত্বেও কার্তিকের পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো না হয়। কারণ, বিভিন্ন বিষয় নিয়ে মত বিরোধ হওয়ায় করণ জোহরকে মুখের উপর না বলে দিয়েছিলেন তিনি। এমনিতে মুম্বাইয়ে মুভি মাফিয়া নামে অখ্যাতি আছে করণ জোহরের। তিনি নিজের ছবিতে স্টারকিডদের নিতে পচ্ছন্দ করেন। আউট সাইডারদের জন্য তাঁর কাছে কোন জায়গা নেই। সেখানে কার্তিক কোন বড় হিরোর ছেলে নন। স্ট্রাগল করে উঠেছেন। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। ‘শাহজাদা’-এর নির্মম পরিণতি তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা ভবিষ্যই বলবে। ‘শাহজাদা’ ভালো শো টাইম বা ভালো হল না পাওয়ার পিছনে এই বলিউড রাজনীতির হাত নেই তো ? প্রশ্ন উঠতে শুরু করেছে।
টাকা ফেরালেন কার্তিক
মুক্তির দিনই 'শাহজাদা' ফ্লপ করায় আর রাজপুত্র সাজা হল না কার্তিকের। পাঠান ছবির ব্যাপক জনপ্রিয়তার জন্য বহু সিনেমা তাদের মুক্তির দিন পিছিয়ে দিচ্ছে। এমনকি সাউথের ছবিও রিলিজের দিন পালটে ফেলছে। 'শাহজাদা' গত ১০ ফেব্রুয়ারী রিলিজের কথা থাকলেও 'পাঠান' চাপে পড়ে দিন পিছিয়ে যায়। তাতেও বিশেষ কিছু লাভ হল কই ? সিনেমাটির সহ- প্রযোজক ছিলেন কার্তিক। শোনা যাচ্ছে , ছবি ফ্লপ করায় তিনি চূড়ান্ত হতাশ। নিজের পারিশ্রমিক প্রযোজককে ফিরিয়ে দিয়েছেন। গত দুই বছর সাউথের চাপে পড়ে বলিউডের যখন নাজেহাল দশা। অক্ষয় কুমার থেকে অজয় দেবগন- সব তারকার ছবি পরপর ফ্লপ করছিল, তখন ত্রাতার ভূমিকায় দেখা দিয়েছিলেন কার্তিক আরিয়ান। তাঁর ‘ভুললাইয়া ২’ বিরাট হিট করে । ১০০ কোটির ব্যবসা করে বলিউডের নিঃশ্বাস ফিরিয়েছিলেন। কিন্তু আজ ‘পাঠান’-এর চালে কুপোকাত 'রাজকুমার' কার্তিক। আবার আজ রিলিজ করেছে ‘ভাটি’ এবং ‘অ্যান্ট ম্যান ২’ মতো হলিউডের ছবি। প্রতিযোগিতা খুব কড়া। এখন সামনে কোন ছুটির দিন নেই। শনিবার শিবরাত্রি। সিনেমা দেখার হিড়িক কম থাকে। প্রথম দিনের রিপোর্ট দেখে পরিবেশকরা ছবিটি কিনতে রাজি হচ্ছেন না। ফলে সামনের দিনগুলিতে খুব ভালো কিছুর আশা নেই। আর ‘পাঠান’ এখনও মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে নববই শতাংশ শো দখল করে রেখেছে। ভালো শো টাইম অন্য সিনেমা পাচ্ছে না।
করণ জোহরের সঙ্গে মতবিরোধ কাল হল ?
আপাত শান্ত স্বভাবের কার্তিক মহিলা মহলে বিশেষ জনপ্রিয়। তাঁর হাসিতে মুখে টোল পড়ে। যা দেখে ফিদা তরুণীরা। অনেকেই বলেছিলেন, ভালো প্রতিভা থাকা সত্ত্বেও কার্তিকের পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো না হয়। কারণ, বিভিন্ন বিষয় নিয়ে মত বিরোধ হওয়ায় করণ জোহরকে মুখের উপর না বলে দিয়েছিলেন তিনি। এমনিতে মুম্বাইয়ে মুভি মাফিয়া নামে অখ্যাতি আছে করণ জোহরের। তিনি নিজের ছবিতে স্টারকিডদের নিতে পচ্ছন্দ করেন। আউট সাইডারদের জন্য তাঁর কাছে কোন জায়গা নেই। সেখানে কার্তিক কোন বড় হিরোর ছেলে নন। স্ট্রাগল করে উঠেছেন। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। ‘শাহজাদা’-এর নির্মম পরিণতি তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা ভবিষ্যই বলবে। ‘শাহজাদা’ ভালো শো টাইম বা ভালো হল না পাওয়ার পিছনে এই বলিউড রাজনীতির হাত নেই তো ? প্রশ্ন উঠতে শুরু করেছে।
No comments:
please do not enter any spam link in the comment box