Lata Mangeshkar destroy Vani Jairam career? : বলিউডে বাণী জয়রামের কেরিয়ার শেষ হওয়ার পিছনে কার ষড়যন্ত্র ?
সদ্য পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন । সরকারিভাবে ঘোষণার পর স্মৃতির অতলে হারিয়ে যাওয়া শিল্পী বাণী জয়রাম ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন। নবীন প্রজন্ম জানতে পারে, এই নামে একজন শিল্পী আছেন। যিনি এক সময় বলিউডে অনেক হিট গান উপহার দিয়েছেন। একই সঙ্গে পদ্ম সম্মান পেয়েছেন আর এক বিস্মৃত শিল্পী সুমন কল্যাণপুর । এরা সকলেই হিন্দি গানের পাশাপাশি নানা ভাষায় গান গেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও এইসব শিল্পীরা কালের অতলে হারিয়ে যান। বাণী জয়রাম নিজেকে দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতে বন্দি করে নিয়েছিলেন। পদ্মবিভূষণ সম্মান পাওয়ার পর তাঁকে নিয়ে যখন আলোচনা চলছে। ইউটিউবে তাঁর গাওয়া গান মানুষ সার্চ করছেন । ঠিক তখনই চেন্নাইয়ের ফ্ল্যাটে উদ্ধার হল বাণী জয়রামের নিথর দেহ। দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয় । মাথায় ছিল গভীর ক্ষত। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে । ৭৭ বছরে এসে যখন তিনি স্বীকৃতি পেলেন, তখনই এই পরিণতি । একেই হয়তো বলে নিয়তি। ভাগ্য তাঁর কোনদিনই ভালো ছিল না। ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবিতে জয়া ভাদুরীর লিপে ‘বলে রে পাপিহারা’ গানটি বাণী গেয়েছিলেন। এই গান তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। কিন্তু তেমন সুযোগ এল কই ? বরং বলিউড থেকে ক্রমশ হারিয়ে গেলেন। কিন্তু কেন ? সাক্ষাৎকারে তিনি বলেন , কারও নাম বলে বিতর্ক বাড়াতে চান না। শুধু এইটুকু বলেন , তাঁকে অবহেলা করা হয়েছে । বলিউডে বেশ কয়েক বছর থাকার পরও ভালো গান তিনি পাননি । সব গান বিশেষ দু-একজনের কাছেই যেত । ইঙ্গিতে তিনি লতা এবং আশার দিকেই আঙুল তুলেছিলেন।
বাণী জয়রামের জন্ম ১৯৪৫ সালে ভেলোরে। কেরিয়ারে হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালায়লম এবং কন্নড় ভাষায় ১০ হাজারের বেশি গান করেছিলেন। এত রেকর্ড থাকা সত্ত্বেও তিনি বলিউডে নিজের জায়গা করতে পারেননি। কারণ, সত্তর এবং আশির দশকে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের যুগ চলছিল। তাঁদের দাপটের কাছে অন্য শিল্পীরা ম্লান ছিলেন। বিশেষ করে লতার প্রভাব ছিল সবথেকে বেশি। বড় বড় প্রডিউসাররা লতাকে দিয়ে গান করাতে চাইতেন। অপেক্ষাকৃত কম বাজেটের ছবির গান পেতেন সুমন কল্যাণপুর বা বাণী জয়রাম। ধীরে ধীরে ইন্ড্রাস্ট্রি থেকে হারিয়ে যান তাঁরা । অনেকটা অভিমানে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। অনেক পরে একটি ইন্টারভিউয়ে বাণী জয়রাম বলেন , ভালো গান না পাওয়ায় আর বলিউডে থাকতে ইচ্ছা করেনি। কেরিয়ার এইভাবে শেষ হয়ে যাওয়ার পিছনে কার হাত ছিল ? তিনি উত্তরে বলেন , বিশেষ কারও নাম করে বিতর্ক বাড়াতে চান না। তবে তাঁকে অপমান করা হয়েছিল। লতা মঙ্গেশকরও এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন , আমি তো সব সময় বাণী জয়রামের প্রশংসা করি । তাও তিনি অভিযোগ করেন , আমি তাঁর ক্ষতি করেছি । এটা একদমই ঠিক কথা নয়। যাই হোক, গতবছর সুরের জগতে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর। আর সদ্য চলে গেলেন বাণী জয়রাম। যাবতীয় অপমান, অভিযোগ বা বিতর্কের অবসান হয়ে গেল। শুধু কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে গেল। যার উত্তর কোন দিনই মিলবে না।
১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্ম। মৃত্যু ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারী। বয়স হয়েছিল ৭৭ বছর ।
বাণী জয়রামের জন্ম ১৯৪৫ সালে ভেলোরে। কেরিয়ারে হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালায়লম এবং কন্নড় ভাষায় ১০ হাজারের বেশি গান করেছিলেন। এত রেকর্ড থাকা সত্ত্বেও তিনি বলিউডে নিজের জায়গা করতে পারেননি। কারণ, সত্তর এবং আশির দশকে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের যুগ চলছিল। তাঁদের দাপটের কাছে অন্য শিল্পীরা ম্লান ছিলেন। বিশেষ করে লতার প্রভাব ছিল সবথেকে বেশি। বড় বড় প্রডিউসাররা লতাকে দিয়ে গান করাতে চাইতেন। অপেক্ষাকৃত কম বাজেটের ছবির গান পেতেন সুমন কল্যাণপুর বা বাণী জয়রাম। ধীরে ধীরে ইন্ড্রাস্ট্রি থেকে হারিয়ে যান তাঁরা । অনেকটা অভিমানে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। অনেক পরে একটি ইন্টারভিউয়ে বাণী জয়রাম বলেন , ভালো গান না পাওয়ায় আর বলিউডে থাকতে ইচ্ছা করেনি। কেরিয়ার এইভাবে শেষ হয়ে যাওয়ার পিছনে কার হাত ছিল ? তিনি উত্তরে বলেন , বিশেষ কারও নাম করে বিতর্ক বাড়াতে চান না। তবে তাঁকে অপমান করা হয়েছিল। লতা মঙ্গেশকরও এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন , আমি তো সব সময় বাণী জয়রামের প্রশংসা করি । তাও তিনি অভিযোগ করেন , আমি তাঁর ক্ষতি করেছি । এটা একদমই ঠিক কথা নয়। যাই হোক, গতবছর সুরের জগতে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর। আর সদ্য চলে গেলেন বাণী জয়রাম। যাবতীয় অপমান, অভিযোগ বা বিতর্কের অবসান হয়ে গেল। শুধু কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে গেল। যার উত্তর কোন দিনই মিলবে না।
FAQ
Who is Vani Jayaram husband?
বাণী জয়রামের স্বামীর নাম জয়রাম। তাঁদের ১৯৬৯ সালে বিবাহ হয় । জন্মসূত্রে বাণীর নাম ছিল কালাইবাণী। পরে নাম সংক্ষেপে বাণী জয়রাম করেছিলেন। স্বামীর মৃত্যু হয় ২০১৮ সালে। তারপর থেকে একাই থাকতেন তিনি।Did Vani Jayaram have children?
না। তাঁদের কোন সন্তান ছিল না।
How old is Vani Jayaram?
১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্ম। মৃত্যু ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারী। বয়স হয়েছিল ৭৭ বছর । How did Vani jairam died?
চেন্নাইয়ের ফ্ল্যাটে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। কপালে ক্ষত ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, সম্ভবত পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মারা গিয়েছেন বাণী জয়রাম।Lists of Hindi songs by Vani Jairam
· গুড্ডি (১৯৭১)
· গ্রহণ (১৯৭২)
· মহাশিবরাত্রী (১৯৭২)
· পাকিজা (১৯৭২)
· এক মুঠঠি আসমান (১৯৭৩)
· আপনা ফরজ (১৯৭৩)
· গণেশ চতুর্থী (১৯৭৩)
· সম্পূর্ণ রামায়ণ (১৯৭৩)
· ভূত মেরি সাথী (১৯৭৪)
· হিম্মতোয়ালী (১৯৭৪)
· আয়না (১৯৭৭)
· মীরা (১৯৭৯)
· হাসিয়ত (১৯৮৪)
· গুলাবি রাতে (১৯৯০)
· নাগিন বানি দিওয়ানি (১৯৯২)
· আখরি ইন্তেকাম (১৯৯৫)
· শ্রী বালাজি মহিমা (২০০৫)
No comments:
please do not enter any spam link in the comment box