Ramcharan flop cinema: অমিতাভের জুতোয় পা গলাতে গিয়ে বিরাট ধাক্কা খান রামচরণ, জানুন কী ঘটেছিল

রাজামৌলির RRR -এ অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। এখন ঘরে ঘরে পরিচিত রামচরণ তেজা। জানেন কি ? সাউথ সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে রামচরণ কোনদিন বলিউডে না আসার শপথ নিয়েছেন। কেন এই শপথ ? তার কারণ বিরাট ব্যর্থতা। বাবা হিন্দিতে অনেক ছবি করেছেন। তার মধ্যে বেশ কিছু সুপারহিট। যেমন ‘প্রতিবন্ধ’ এবং ‘আজ কা গুন্ডারাজ’ সুপার ডুপার হিট। বাবার পথেই একবার পা বাড়িয়ে ছিলেন রামচরণ তেজা। কিন্তু সজোড়ে ধাক্কা খান। শুধু তাই নয়, চরম সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত একটি ছবি করেই বলিউড থেকে পাততাড়ি গোটাতে হয়। আজ অর্থাৎ ২৭ মার্চ ৩৮ বছরে পা দিলেন রামচরণ তেজা। এখন বিরাট সাফল্যের মাঝে বলিউডের ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছে। তবে যাঁরা অমিতাভ বচ্চনের ফ্যান, তাঁরা কোনদিনই মাপ করতে পারেননি চিরঞ্জীবীর ছেলেকে।

বিগ বি’কে টেক্কা দিতে গিয়ে খেতে হয় ধাক্কা

হিন্দি সিনেমার জগতে কিছু আইকনিক ছবি আছে। যার পুনর্নির্মাণ কোনদিনই দর্শক মেনে নেয়নি। যেমন ‘শোলে’-এর রিমেক ‘আগ’, ‘মুঘল-ই-আজম’-এর ‘তাজমহল’। তেমনি ‘জঞ্জির’ ছবির রিমেক বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়। ১৯৭৩ সালের ছবি ‘জঞ্জির’। অমিতাভ বচ্চনের পাশাপাশি কাজ করেছিলেন প্রাণ ও জয়া ভাদুরী। এই সিনেমায় অমিতাভ বচ্চনের মুখে খুরধার সংলাপ তাকে অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে। সেই ছবি ২০১৩ সালে এসে রিমেক করার চেষ্টা করেন অপূর্ব রাখিয়া। রামচরণ এসিপি বিজয় খান্নার চরিত্রটি করেছিলেন। সঙ্গে ছিলেন প্রিয়াংকা চোপড়া, সঞ্জয় দত্ত এবং প্রকাশ রাজ।

সিনেমাটির শ্যুটিং শুরু হওয়ার আগে রামচরণকে সতর্ক করেছিলেন হিন্দির এক অভিনেতা। তিনি বলেছিলেন, “তুমি জানো কত বড় ভুল করতে চলেছ ? এই সিনেমা কোন নায়ক করতে চাননি। এমনকি অভিষেক বচ্চনও না বলে দিয়েছেন। কারণ, সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে ১৯৭৩-এর জঞ্জির”। যদিও সেই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ নিলাম বলে জানান রামচরণ। শেষ পর্যন্ত দেখা যায়, সেই অভিনেতার আশংকা সত্যি হয়। বক্স অফিসে বিরাটভাবে ফ্লপ করে রাম চরণের ‘জঞ্জির’। তার অভিনয় নিয়ে রীতিমতো কাঁটাছেড়া করেছিলেন সমালোচকরা। হিন্দির পাশাপাশি তামিলেও রিলিজ হয়েছিল। বক্সঅফিসে রীতিমতো ডিজাস্টার রামচরণের ছবি। তারপর আর হিন্দি সিনেমার অফার পাননি। নিজেও আর বলিউডে কাজ করবেন না। অমিতাভের জুতোয় পা গলাতে গিয়ে রীতিমতো মুখ পুড়েছিল চিরঞ্জীবী পুত্রের।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.