আসছে ‘চিনি ২’(Chini 2)। পরিচালক মৈনাক ভৌমিক ‘চিনি’ ছবিতে মা ও মেয়ের গল্প অন্যভাবে পেশ করেছিলেন। ছবি বক্স অফিসে বাজিমাত করতে না পারলেও সমালোচকদের পচ্ছন্দ হয়েছিল। অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। চিনি ২ তে তাঁরাই আবার থাকবেন। তবে প্রথম চিনির সঙ্গে চিনি ২ গল্পের কোন মিল পাবেন না দর্শক। নতুন ছবিতে দুই অসম বয়সী মহিলার গল্প তুলে ধরবেন পরিচালক। আর এই ছবিতে অপরাজিতা ও মধুমিতার সঙ্গে অভিনয় করবেন অন্বেষা হাজরা। ‘আমাদের পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেয়েছেন অন্বেষা হাজরা। যদিও তাঁর আগে একাধিক সিরিয়ালে কাজ করেছিলেন। তাঁর অভিনয় পচ্ছন্দ হয়েছে পরিচালক মৈনাক ভৌমিকের। অবশ্য তিনি সরাসরি কন্টাক্ট করেননি। ফোন এসেছিল প্রোডাকশন হাউস থেকে।
২০১৮ সালে ‘কাজললতা’ সিরিয়াল দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন অন্বেষা হাজরা। তারপর তাঁকে দেখা গিয়েছে ‘জয় কালী কলকাতাওয়ালী’ তে। আকাশ বাংলার ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করেন। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘আমাদের পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের হাত ধরে। আর সেখান থেকেই বড় পর্দায় উত্তরণ। সিনেমাতে সুযোগ পেলেও এখনই ছোট পর্দা ছাড়বেন না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্বেষা হাজরা। কয়েকদিনের মধ্যেই নতুন একটি ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
কীভাবে সুযোগ পেলেন অন্বেষা ?
সিরিয়াল থেকে বড় পর্দায় গিয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। মধুমিতা সরকার তার অন্যতম উদাহরণ। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘প্রজাপতি’ ছবিতে কাজ করেন শ্বেতা ভট্টাচার্য। যাঁকে আমরা ‘যমুনা ঢাকি’ নামে বেশি চিনি। এবার সেই তালিকায় যুক্ত হলেন অন্বেষা হাজরা। তিনি খবরের সত্যতা স্বীকার করে জানান, “ কোন চরিত্রে কাজ করব তা এখনই বলব না। তবে ‘চিনি ২’ তে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব। তিনি আরও বলেন, SVF -এর তরফ থেকে কাস্টিং ও ক্রিয়েটিভ ডিরেক্টর ফোন করেছিলেন। আমি আগ্রহী কিনা জানতে চাওয়া হয়। স্ক্রিপ্ট পাঠিয়ে অডিশনে ডাকা হয়। অডিশন দেওয়ার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যান। সেদিন দুপুরের মধ্যেই খবর পাই ”।২০১৮ সালে ‘কাজললতা’ সিরিয়াল দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন অন্বেষা হাজরা। তারপর তাঁকে দেখা গিয়েছে ‘জয় কালী কলকাতাওয়ালী’ তে। আকাশ বাংলার ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করেন। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘আমাদের পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের হাত ধরে। আর সেখান থেকেই বড় পর্দায় উত্তরণ। সিনেমাতে সুযোগ পেলেও এখনই ছোট পর্দা ছাড়বেন না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্বেষা হাজরা। কয়েকদিনের মধ্যেই নতুন একটি ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
No comments:
please do not enter any spam link in the comment box