Jeet new bangla movie Chengiz trailer: হিন্দির পর বাংলায়, দেখুন জিতের নতুন ছবির ফাটাফাটি ট্রেলার

ওর বাবা পুলিশ, ও নিজেও পুলিশ হবে’ ! কিন্তু ছোট ছেলেটি বড় হয়ে হল সবথেকে বড় গ্যাংস্টার। বাংলা, বিহার, উত্তরপ্রদেশ জুড়ে চলে তার বিশাল কারবার। পুলিশ যার ভয়ে কাঁপে। সে হল ‘ চেঙ্গিস’ (Chengiz)। দীর্ঘদিনের অপেক্ষার পর ফের বড় পর্দায় সুপারস্টার জিত (Jeet)। রিলিজ হতে চলেছে তাঁর অ্যাকশন মুভি ‘ চেঙ্গিস’। তার আগে হিন্দি এবং বাংলাতে ছবির ধামাকাদার ট্রেলার মুক্তি পেল। যেখানে অ্যাকশন করতে দেখে জিত ভক্তদের মুখ হাঁ হয়ে গিয়েছে। পুরোপুরি ইন্টারন্যাশনাল লুক। স্টাইলে বলিউড স্টারদের টেক্কা দিচ্ছেন জিত (Jeet)। জয়দেব সিং কি করে চেঙ্গিস হল সেটাই ছবির গল্প।


প্রযোজক নীরজ পাণ্ডের হাত ধরে বলিউডে প্রবেশ করলেন জিত(Jeet)। বাংলার পাশাপাশি হিন্দিতেও ‘ চেঙ্গিস’ রিলিজ করবে। অনেক আগে পরিচালক শক্তি সামন্ত উত্তম কুমারকে নিয়ে বানিয়েছিলেন ‘অমানুষ’। বাংলা- হিন্দি দুটো ভাষাতেই ছবি সুপারহিট হয়। ফের হিন্দিতে পা রাখতে চলছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। এখন দেখার কতটা সফল হতে পারেন জিত (Jeet)। দক্ষিণের ছবিতো হিন্দিতে ডাবিং করে চালাচ্ছে। তাতেই বাহুবলী বা কান্তারা সুপারহিট। ‘ চেঙ্গিস’ অবশ্য ডাবিং নয়। বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই ছবির শ্যুটিং হয়েছে। এই সিনেমাইয় জিতের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.