Sana Ganguly at Oxford University: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সৌরভের মেয়ে সানা, কোর্স ফি জানলে আপনার মাথা ঘুরে যাবে

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মনমোহন সিং কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছিলেন জানেন ? উত্তর হবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম লন্ডনের অক্সফোর্ড (Oxford University )। শুধু প্রাচীন নয়, মর্যাদা সম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এখানে সুযোগ পাওয়া খুব একটা সহজ কাজ নয়। পড়াশোনায় রীতিমতো দক্ষ না হলে প্রবেশিকা পরীক্ষায় চান্স মেলে না। তাই চাইলেই এখানে পড়াশোনা করা যায় না। ক্রিকেট পেশা এবং প্যাশন হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে পড়াশোনায় ভালো ছিলেন। তাঁর মেয়ে সানা (Sana Ganguly) মায়ের মতো নাচে যেমন দক্ষ, ঠিক তেমনি লেখাপড়ায় তুখোড়। ইদানিং তিনি অক্সফোর্ডে ছাত্রী। গত বছর থেকে তিনি লন্ডনের বাসিন্দা। সেখানে মেয়েকে ফ্ল্যাট কিনে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে মাঝে মা ডোনা গঙ্গোপাধ্যায় মেয়ের কাছে থাকেন। বেশির ভাগ সময় সানা একাই থাকেন।

কোর্স ফি কত ?

মেয়েকে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের পকেট থেকে ভালোই খসে। যারা স্কলারশিপের সুযোগ পান, তারা কিছুটা কম তাকা লাগে। বাকিদের কাছ থেকে মোটা অংকের ফি নিয়ে থাকে বিশ্ববিদ্যালয়। তাই নেতামন্ত্রী বা শিল্পপতির ছেলেমেয়ে ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো সাধারণ মানুষের কম্ম নয়। অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এখানে পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি ভর্তি হননি। সানাও স্কলারশিপ পাননি। প্রবেশিকা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছেন। বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তিন বছরে দিতে হয় ১ কোটি ৬ লক্ষ ৩০ হাজার টাকা। এর সঙ্গে টিউশন ফি ও খাওয়ার খরচ আলাদা।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার পড়ুয়া পড়াশোনা করেন। বিশ্বের প্রায় সব কোর্স এখানে পড়ানো হয়। প্রায় হাজার বছরের প্রাচীন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাঁরা স্নাতক হন, তাঁরা নিজেদের ধন্য মনে করেন। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ৭২ জন নোবেল পুরস্কার পেয়েছেন। যা এক কথায় একটা ইতিহাস।

Unknown fact about Sana Ganguly


জন্ম- ২০০১ সালের ৩ নভেম্বর

স্কুল- লা মারটিনিয়ের ফর গার্ল

লরেটো পাবলিক স্কুল

মায়ের মতো সানাও একজন ওড়িশি নৃত্যশিল্পী।

কৌশিকী চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।

মাত্র ৭ বছর বয়সে প্রথমবার স্টেজে ওঠেন সানা। নৃত্যনাট্য ‘কৃষ্ণ’ তে তিনি কৃষ্ণ সেজে নেচে ছিলেন।

২০১৯ সালে বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার গয়নার বিজ্ঞাপনে অভিনয় করেন।

২০১৯ সালের ডিসেম্বরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সোশ্যাল সাইটে সরব হন সানা। এই নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে ট্যুইটারে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, ‘সানা এখন ছোট। ও রাজনীতির কিছু বোঝে না। ওকে নিয়ে বিতর্ক করা উচিত নয়’। সানা নিজের পোস্ট মুছে ফেলেন।

সানা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে তাঁর ৭৭ হাজার ফলোয়ার।

সানার পোষা কুকুরের নাম সুগার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.