Bharat lakhmi studio fire: সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ‘মিঠাই’ ও ‘রাঙাবউ’ সিরিয়ালের তারকারা

নববর্ষের শুরুতেই ধাক্কা খেল টালিগঞ্জ স্টুডিও পাড়া। বাংলা বছরের প্রথম দিনে গণেশ- লক্ষ্মীর পুজো দিয়ে মিঠাই ও রাঙ্গাবউ সিরিয়ালের শ্যুটিং সবে শুরু হয়েছিল। মিষ্টি খেয়ে শট দিচ্ছিলেন শিল্পীরা। হঠাৎই প্রিন্স আনোয়ার শাহ রোডের ধারে ভারতলক্ষ্মী স্টুডিওতে আগুন ধরে যায়। নবীনা সিনেমা হলের পাশে ওই স্টুডিওতে ‘মিঠাই’ ও ‘রাঙাবউ’ সিরিয়ালের শ্যুটিং হয়। আগুন নিমেষে মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরমের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় সেট। দ্রুততার সঙ্গে সব আর্টিস্টদের সেখান থেকে বের করে দেওয়া হয়। নাহলে আরও বড় বিপদ ঘটে যেতে পারত।

অভিনেতা হিরোজিৎ চট্টোপাধ্যায় প্রথম সোশ্যাল মিডিয়ায় আগুন লাগার খবর জানান। কীভাবে আগুন লাগল ? দমকলের আধিকারিকরা জানিয়েছেন, গোডাউনের ইলেকট্রিক রুম থেকে আগুন লেগেছিল। শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই দমকলের ইঞ্জিন পৌঁছে যায়। না হলে অনেক বড় বিপদ হতে পারত। আগুন দ্রুত ছড়াচ্ছিল। বছরের প্রথম দিনে স্টুডিও অনেকটাই ফাঁকা ছিল। অনেক শ্যুটিং বন্ধ ছিল। তবে রাঙাবউ সিরিয়ালের শ্যুটিং চলছিল। অভিনেতা গৌরব রায়চৌধুরী জানিয়েছেন, দ্রুত অগ্নি নির্বাপণের ব্যবস্থা হওয়ায় বেশি ক্ষতি হয়নি। রাঙা বউ সিরিয়ালের নায়িকা শ্রুতি দাস জানিয়েছেন, ভয়াবহ ঘটনা। দমকল ঠিক সময়ে না এলে কী যে ঘটে যেতে পারত, ভাবতে পারছি না। পুরো স্টুডিও পুড়ে যেত হয়তো।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.