Trina Saha childhood picture viral: মায়ের কোলে আপন মনে খেলছে মেয়েটিকে চিনতে পারছেন ? ইনি এখন টলিউডের হটবোম
ছেলেবেলার স্মৃতি চিরদিনই ভীষণ মধুর। বিশেষ করে যখন ছেলেবেলার ছবিগুলি পুরনো অ্যালবামের পাতে উল্টে ফিরে ফিরে আসে, তখন কোনও ছবি দেখে মন ভারাক্রান্ত হয়। কোন ছবি চোখের কোণে এক ফোঁটা জল চলে আসে। আবার খুশিতে ভরে ওঠে মন। ছেলেবেলার সেই সব মন ভালো করা বা মন খারাপ করা স্মৃতি বরাবরই সবার কাছে স্পেশাল। তারকা হোক বা সাধারণ মানুষ, ছোট বেলার বিশেষ মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করতে ভালোই লাগে। দেখো আমি ছোট বেলায় এমন ছিলাম, এটা বলতে কার না ভালো লাগে ? তাই সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন অভিনেতা-অভিনেত্রীরা। সেই সব ছবি কোন কোন সময় ভাইরাল হয়ে ওঠে। কেউ তাঁদের দেখে চিনতে পারে, আবার অনেক সময় চেনা দায়। যেমন ইদানিং এক টলিউড অভিনেত্রীর ফটো খুব ভাইরাল হয়েছে। মায়ের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এক নজরে তাঁকে দেখে এখনকার রূপের সঙ্গে মেলানো কঠিন। যাঁর দিকে ক’দিন আগেই মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলেন শাহরুখ খানও। সেই ছবি ভীষণ ভাইরাল হয়। নিশ্চয় এতক্ষণে আন্দাজ করতে পেরেছেন, কার কথা বলছি। ইনি টলিউডের জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
মায়ের জন্মদিনে ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তৃণা। মায়ের কোলে বসে নিশ্চিন্তে খেলা করছেন। মিষ্টি ছোট্ট তৃণাকে দেখে অনেকের মন ভরে গিয়েছে। তাঁর ভক্তরা তৃণার ছোটবেলার ছবি দেখে ভীষণ আপ্লুত। কিন্তু একনজরে চিনে নেওয়া খুব মুশকিল। মোট চারটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলির রং অনেকটাই ফ্যাকাশে। পুরনো দিনের রিল ক্যামেরায় তোলা। প্রথম ছবিতে কোন এক লেকের ধারে মায়ের পাশে চুপটি করে বসে আছেন তৃণা সাহা (Trina Saha)। মায়ের পড়নে সাদা কালো শাড়ি, মেয়ের গায়ে মেরুণ রংয়ের জামা ও স্পোর্টস সু। সম্ভবত ছবিটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে তোলে। অন্য ছবিতে ঘোড়ার পিঠে বসে তৃণা, আগলে রেখেছেন মা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, মন দিয়ে পড়াশোনা করছেন তিনি। তখন তৃণা অনেকটাই বড়। শেষ ছবিতে মায়ের কোলে বসে নিশ্চিন্তে খেলছেন তৃণা।
মায়ের জন্মদিনে ছোটবেলায় মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভাগ করার পাশাপাশি ‘শুভ জন্মদিন মা’ লিখে হার্ট ইমোজি দিয়েছেন তৃণা। তাঁর ভক্তরা ছবিগুলির তারিফ করার পাশাপাশি ‘শুভ জন্মদিন’ জানাতে ভোলেননি।
১৯৯৩ সালের ২১ জানুয়ারী কলকাতায় জন্ম তৃণা সাহার (Trina Saha)। দিল্লি থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। প্রথম অভিনয় স্টার জলসার ধারাবাহিক ‘ খোকাবাবু’। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন নামের চরিত্রে অভিনয় করে। কয়েকটি সিনেমাতে সহশিল্পী হিসেবে কাজ করেন। তাঁর শেষ অভিনীত ধারাবাহিক ‘বালিঝড়’। অভিনেতা নীল ভট্টাচার্যকে বিয়ে করে এখন সাহা থেকে তৃণা ভট্টাচার্য হয়েছেন।
মায়ের জন্মদিনে ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তৃণা। মায়ের কোলে বসে নিশ্চিন্তে খেলা করছেন। মিষ্টি ছোট্ট তৃণাকে দেখে অনেকের মন ভরে গিয়েছে। তাঁর ভক্তরা তৃণার ছোটবেলার ছবি দেখে ভীষণ আপ্লুত। কিন্তু একনজরে চিনে নেওয়া খুব মুশকিল। মোট চারটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলির রং অনেকটাই ফ্যাকাশে। পুরনো দিনের রিল ক্যামেরায় তোলা। প্রথম ছবিতে কোন এক লেকের ধারে মায়ের পাশে চুপটি করে বসে আছেন তৃণা সাহা (Trina Saha)। মায়ের পড়নে সাদা কালো শাড়ি, মেয়ের গায়ে মেরুণ রংয়ের জামা ও স্পোর্টস সু। সম্ভবত ছবিটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে তোলে। অন্য ছবিতে ঘোড়ার পিঠে বসে তৃণা, আগলে রেখেছেন মা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, মন দিয়ে পড়াশোনা করছেন তিনি। তখন তৃণা অনেকটাই বড়। শেষ ছবিতে মায়ের কোলে বসে নিশ্চিন্তে খেলছেন তৃণা।
মায়ের জন্মদিনে ছোটবেলায় মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভাগ করার পাশাপাশি ‘শুভ জন্মদিন মা’ লিখে হার্ট ইমোজি দিয়েছেন তৃণা। তাঁর ভক্তরা ছবিগুলির তারিফ করার পাশাপাশি ‘শুভ জন্মদিন’ জানাতে ভোলেননি।
১৯৯৩ সালের ২১ জানুয়ারী কলকাতায় জন্ম তৃণা সাহার (Trina Saha)। দিল্লি থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। প্রথম অভিনয় স্টার জলসার ধারাবাহিক ‘ খোকাবাবু’। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন নামের চরিত্রে অভিনয় করে। কয়েকটি সিনেমাতে সহশিল্পী হিসেবে কাজ করেন। তাঁর শেষ অভিনীত ধারাবাহিক ‘বালিঝড়’। অভিনেতা নীল ভট্টাচার্যকে বিয়ে করে এখন সাহা থেকে তৃণা ভট্টাচার্য হয়েছেন।
No comments:
please do not enter any spam link in the comment box