চলুন ঘুরে আসি the pataudi house-এর অন্দরমহল, ঘুরিয়ে দেখাবেন Saif Ali Khan

বলিউডের বাদশা যদি শাহরুখ খান হন, তাহলে ‘নবাব’ অবশ্যই সইফ আলি খান। শাহরুখের সমান ক্রেজ হয়তো তাঁর নেই। কিন্তু বিলাস-বৈভবে তিনি যেকোনও খানকে পিছনে ফেলতে পারেন। তিনি হরিয়ানার বিখ্যাত পতৌদি বংশের ‘ছোটা নবাব’। বাবা ছিলেন মনসুর আলি খান পতৌদি। মা শর্মিলা ঠাকুর। নবাব বলতে প্রথমে মাথায় আসে বিপুল অর্থ আর বিরাট রাজপ্রাসাদ। একসময় পতৌদি বংশের অনেক সম্পত্তি থাকলেও এখনকার প্রজন্ম সইফ আলি খান বা সোহার হাতে সেই অর্থে কিছুই আসেনি। তার কারণ ওয়ারিশ নিয়ে মামলা। দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলছে। তবে পতৌদি প্যালেস এখন সইফ আলি খানের জেম্মায়। বিরাট এই রাজপ্রাসাদের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। নবাবদের pataudi house এখন দর্শনীয় জায়গা।

pataudi house-এর ইতিহাস

হরিয়ানার গুরগাঁওয়ে পতৌদি নগরীতে দীর্ঘ দিন রাজত্ব করতেন সইফ আলি খানের পূর্বপুরুষরা। pataudi house-এর আর এক নাম ইব্রাহিম কোঠী। পতৌদিদের অষ্টম নবাব ইব্রাহিম আলি খানের সঙ্গে ভোপালের বেগম সাজিদা সুলতানার বিয়ে হয়। বিয়ের পর নবাবের মনে হয়েছিল, বসত ভিটে বেগমের জন্য পর্যাপ্ত নয়। নতুন মহল তৈরি করা প্রয়োজন। যেমন ভাবনা তেমন কাজ।

নবাবের অনুরোধে ব্রিটিশ আর্কিটেক্ট রবার্ট টোর রাসেল মহলের নক্সা তৈরি করেন। নির্মিত হয় পতৌদি প্যালেস। যা তখন ইব্রাহিম কোঠী নামে বিখ্যাত ছিল। ইব্রাহিম আলি খান পতৌদি ছিলেন সইফ আলি খানের ঠাকুরদা। বাবা মারা যাওয়ার পর ছেলে মনসুর আলি খান পতৌদি প্যালেস নির্মাণা নামের এক হোটেল সংস্থাকে ভাড়া দিয়েছিলেন।

একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সইফ আলি খান বলেছিলেন, বাবার মৃত্যুর পরেও হোটেলের লিজ চলছিল। অমরনাথ ও ফ্রান্সিস ওয়াকজিরাং নামের দুই ব্যক্তি সেই ব্যবসা চালাতেন। ফ্রান্সিসের মৃত্যুর পর তারা প্যালেস ফেরত দিতে চায়। বদলে আমার কাছে মোটা টাকা দাবি করে। প্যালেস ফিরে পেতে আমাকে সেটা দিতে হয়।

এখন প্যালেস সইফের জিম্মায়। প্রায় ১০০ একর জমির উপর নির্মিত এই রাজপ্রাসাদের বর্তমানে বাজার মূল্য ৮০০ কোটি টাকা। মোট ১৫০ ঘর আছে। যার মধ্যে শোয়ার ঘর আটটি, সাতটি ড্রেসিং রুম এবং সাতটি বিলিয়ার্ড রুম আছে প্যালেসে। ‘বীর-জারা’ সহ একাধিক হিন্দি সিনেমার শ্যুটিং হয়েছে এই প্যালেসে। সইফ আলি খান এমনিতে কাজের জন্য মুম্বাইয়ে থাকেন। মাঝে মাঝে ছুটি কাটাতে পরিবার নিয়ে প্যালেসে আসেন।

FAQ


Who owns Pataudi Palace?

সইফ আলি খান

Can anyone visit Pataudi Palace?

ছবি তোলার জন্য বাইরে ঘোরার অনুমতি আছে। কিন্তু ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

READ MORE: Iifa 2023 তে সেরা অভিনেতা কে ? কে হলেন সেরা অভিনেত্রী ? দেখে নিন তালিকা  

Why is Saif not a Nawab?

সইফ নিজেকে নবাব বলতে নারাজ। তিনি বলেন, আমি খুব সাধারণভাবে বড় হয়েছি। আমার বাবা ছিলেন শেষ নবাব। আমার নিজেকে নবাব ভাবতে ভালো লাগে না।

Why is Sara Ali Khan not Pataudi?

সারা আলি খানের প্রপিতামহ ইব্রাহিম আলি খান ব্রিটিশ আমলে পতৌদি নগরীতে রাজত্ব করেছেন। তবে সারা মুম্বাইয়ে মায়ের অধীনে সাধারণভাবে বড় হয়েছেন। নবাব পরিবারের সঙ্গে তিনি নিজেকে যুক্ত মনে করেন না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.