Iifa 2023 তে সেরা অভিনেতা কে ? কে হলেন সেরা অভিনেত্রী ? দেখে নিন তালিকা

২০২৩ সালের iifa award -এর আসর বসেছিল আবু ধাবিতে। অক্ষয় কুমার এবং আলিয়া ভাট ছাড়া প্রায় পুরো Bollywood হাজির ছিলেন এই মরু শহরে। আন্তর্জাতিক স্তরের মঞ্চ এবং ঝকঝকে উপস্থাপনার মধ্য দিয়ে জমজমাট এবারের iifa। সলমান খান থেকে শুরু করে অভিষেক বচ্চন, ভিকি কৌশল, মৌনি রায়, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও জ্যাকলিনের মতো তারকারা মঞ্চ আলো করেছেন। বিক্রম বেধা (vikram vedha hrithik roshan) সিনেমার জন্য সেরা অভিনেতা হন ঋত্বিক রোশন, গাঙ্গুবাইয়ের জন্য সেরা অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু তিনি এবারের অনুষ্ঠানে হাজির ছিলেন না। কারণ, দাদু অসুস্থ। তাই মুম্বাইয়ে দাদুর পাশে হাসপাতালে ছিলেন। অন্যদিকে, অক্ষয় কুমার কেদারনাথে পুজো দিতে গিয়েছিলেন। গত বছর তাঁর একাধিক সিনেমা রিলিজ হলেও পুরস্কৃত হয়নি একটাও। তাই কী আইফা এড়িয়ে গেলেন।

এবারের আইফায় সবথেকে বেশি পুরস্কার জিতেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। তারপর ‘গাঙ্গুবাঈ কাথিয়াওড়ায়ারি’। প্রবীণ অভিনেতা হিসেবে অনিল কাপুরকে সম্মানিত করেছে আইফা-২০২৩। কমল হাসান পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। তিনি যখন মঞ্চে পুরস্কার নিতে ওঠেন, তখন সলমান খান সহ প্রত্যেকে উঠে দাঁড়িয়ে অভিনেতাকে সম্মান জানান। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন মাধবন। সঞ্চালনা করেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। দেখে নিন আইফা-২০২৩-এর সেরাদের তালিকা-

Iifa 2023 সেরাদের তালিকা-


সেরা অভিনেতা-ঋত্বিক রোশন (বিক্রম বেধা vikram vedha 2022)

 সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)

 সেরা সহ-অভিনেতা- অনিল কাপুর ( যুগ যুগ জিও)

 সেরা সহ-অভিনেত্রী- মৌনি রায় (ব্রহ্মাস্ত্র)

 শ্রেষ্ঠ সিনেমা- দৃশ্যম ২

 সেরা পরিচালক- মাধবন (রকেট্রি)

 সেরা মৌলিক গল্প- ডারলিংস

 সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র-রসিয়া গানের জন্য)

 সেরা গায়ক- অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র-কেশরিয়া গানের জন্য)

 সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (ব্রহ্মাস্ত্র)

 সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র- কেশরিয়া)

 সেরা সিনেমাট্রোগ্রাফি- গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

 সেরা চিত্রনাট্য- গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

 সেরা সংলাপ- গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

 সেরা সাউন্ড ডিজাইন- ভুল ভুলাইয়া ২

সেরা স্পেশাল এফেক্ট- ব্রহ্মাস্ত্র

 সেরা ডেবিউ- শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)

সেরা ডেবিউ (মহিলা)- খুশিলী কুমার (ধোঁকা অ্যারাউন্ড দ্য কর্নার)

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.