Mithun Chakraborty rare childhood photo viral: ছোট্ট ছেলেটিকে দেখে চিনতে পারছেন ? বলিউড কাঁপানো বাঙালি অভিনেতা

আজকের টেকনোলজির যুগে সব কিছু খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। বিশেষ করে প্রিয় তারকাদের যে কোন ছবি গুগলে সার্চ দিলে নিমেষেই হাজির হয়ে যায়। এর উপর সামাজিক মাধ্যমের দৌলতে তারকারা এখন অনেক বেশি সামাজিক, ঘরের মানুষ। চাইলে তাঁদের সঙ্গে কথা বলা যায়, আবার কোন ও কিছু পচ্ছন্দ না হলে সমালোচনাও করা যায়। যাকে সোশ্যাল মিডিয়ার ভাষায় ট্রোলিং বলে। তারকারা নিজেদের নানা মুহূর্তের ছবি পোস্ট করার পাশাপাশি ছোটবেলার ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর সেই ছবি ভাইরাল হতেও সময় লাগে না। ইদানিং সামাজিক মাধ্যমে একটি সাদা-কালো ছবি খুব ঘুরে বেড়াচ্ছে। একটি ছোট বাচ্চার ছবি। তবে এই ছবি সেই তারকা পোস্ট করেননি। করেছেন তাঁর ভক্ত। ছবিটি দেখলে একনজরে চেনার উপায় নেই যে, ইনি সেই ব্যক্তি। তবে কিছু সূত্র ধরিয়ে দিলে চিনতে সুবিধা হবে। এই ব্যক্তি বাংলা থেকে গিয়ে মুম্বাইয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় উচ্চতায় পৌঁছে ছিলেন। আর এখন বাংলা-হিন্দি সমান তালে অভিনয় করছেন। ঠিকই আন্দাজ করেছেন, ইনি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বলিউডের দাদা।


এক বাঙালি হিন্দু পরিবারে মিঠুন চক্রবর্তীর জন্ম ১৯৫২ সালের ১৬ জুন। ছবিটি তাঁর দুই কিংবা তিন বছর বয়সে তোলা। অনেকটাই ফ্যাকাসে হয়ে এসেছে। স্কটিশ চার্চ কলেজ থেকে বি এসসি ডিগ্রি পাওয়ার পর পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে স্নাতক হন। তার আগে বাংলায় নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মিঠুন। তখন অবশ্য তাঁর নাম গৌরাঙ্গ চক্রবর্তী। বাজ পরে একমাত্র ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর পর নকশাল তকমা ছেড়ে তিনি বাড়ি ফেরেন। তখন ঠিক করেন জীবনে কিছু একটা তিনি করবেন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির পর ৬ বছর অপেক্ষা করতে হয় বলিউড তারকা হওয়ার জন্য। ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’ তাঁকে সুপারস্টার করে তোলে। তারপর শুধুই এগিয়ে চলা।

গায়ের রং কালো বলে কম অপমান সইতে হয়নি। সেই সময়কার বড় বড় তারকারা তাঁকে দেখে হাসাহাসি করা থেকে ব্যঙ্গ সবই করেছেন। সব কিছু মুখ বুজে সহ্য করেছেন। কাজের মাধ্যমে সেই অপমানের বদলা নিয়েছিলেন। একটা সময় সেই সব তারকারা মিঠুনের সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে থাকতেন। এতটাই ক্রেজ তৈরি করতে পেরেছিলেন। এখন বয়স ৭০ পেরিয়ে গিয়েছে মিঠুনের। হিন্দির পাশাপাশি বাংলাতেও সমান ভাবে কাজ করে চলেছেন তিনি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.