Potol Kumar Gaanwala fame Hiya Dey photo: চূড়ান্ত অবনতি, মদের গ্লাস হাতে ‘পটল কুমার’ হিয়া দে! শিক্ষা নিয়ে প্রশ্ন
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) । এই সিরিয়াল করে ঘরে ঘরে নাম করেছিল শিশুশিল্পী হিয়া দে (Hiya Dey)। তার কাজ সবার ভালো লেগেছিল। তাই আজও মানুষ তাকে ভোলেনি। তবে সে এখন আর ছোট নেই। রীতিমতো কিশোরী। মাঝে মাঝে তার কাণ্ডকারখানা অবাক করে নেটিজেনদের। প্রায় শর্ট ড্রেস পরে নেচে সেই ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে সে। তবে এবার তার কীর্তি যাবতীয় কাণ্ডকে ছাপিয়ে গেল। এখনও মদ্যপানের বয়স হয়নি। তার আগেই মদের গ্লাস হাতে রিল বানিয়ে সোশ্যাল সাইটে দিয়ে চরম ট্রোলের মুখে হিয়া।
বয়স বড়জোর ১৫। এখনই মদের গ্লাস হাতে ‘মাতাল’ ‘পটল কুমার’। নিজেই সেই ছবি আপলোড করেছে। পরনে কালো ড্রেস, হাতে গ্লাস। আর গ্লাসে কালো পানীয়। ছবিতে তারিফ করা দূর অস্ত। উল্টে শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, বাবা-মা কী দেখেন না ? এ কেমন শিক্ষা ? গ্লামার জগত থেকে দূরে থাকলেও হিয়া এখনও গ্লামারেই থাকা পচ্ছন্দ করে। ইন্সটাগ্রামে তার নানা ধরণের পোস্ট অন্তত সেই কথায় বলে। বিশেষ করে সাজ-পোশাক নিয়ে মাঝে মাঝেই চরম ট্রোল্ড হয় সে।
এখন প্রশ্ন, সত্যি কী মদ খাচ্ছিল হিয়া ? তার লোকেশন কারটেসি জানাচ্ছে, কোন একটি কফি শপে বসে আছে সে। তাই মদ খাওয়ার প্রশ্ন ওঠে না। ট্রোলিং শুরু হওয়ায় নিজের ক্যাপশন পাল্টে লেখে, এটা ক্যানবেরি কফি। দেখতে কালো। মদ নয়, কফি খাচ্ছিল হিয়া। কিন্তু ট্রোলারদের কে বোঝাবে ? তারা থাকতে রাজি নয়। ট্রোল করে যারা অভ্যস্ত, তারা যেকোনও কিছুর মূল্যে তা করবেই। পুরোটা নয়া বুঝেই।
বয়স বড়জোর ১৫। এখনই মদের গ্লাস হাতে ‘মাতাল’ ‘পটল কুমার’। নিজেই সেই ছবি আপলোড করেছে। পরনে কালো ড্রেস, হাতে গ্লাস। আর গ্লাসে কালো পানীয়। ছবিতে তারিফ করা দূর অস্ত। উল্টে শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, বাবা-মা কী দেখেন না ? এ কেমন শিক্ষা ? গ্লামার জগত থেকে দূরে থাকলেও হিয়া এখনও গ্লামারেই থাকা পচ্ছন্দ করে। ইন্সটাগ্রামে তার নানা ধরণের পোস্ট অন্তত সেই কথায় বলে। বিশেষ করে সাজ-পোশাক নিয়ে মাঝে মাঝেই চরম ট্রোল্ড হয় সে।
এখন প্রশ্ন, সত্যি কী মদ খাচ্ছিল হিয়া ? তার লোকেশন কারটেসি জানাচ্ছে, কোন একটি কফি শপে বসে আছে সে। তাই মদ খাওয়ার প্রশ্ন ওঠে না। ট্রোলিং শুরু হওয়ায় নিজের ক্যাপশন পাল্টে লেখে, এটা ক্যানবেরি কফি। দেখতে কালো। মদ নয়, কফি খাচ্ছিল হিয়া। কিন্তু ট্রোলারদের কে বোঝাবে ? তারা থাকতে রাজি নয়। ট্রোল করে যারা অভ্যস্ত, তারা যেকোনও কিছুর মূল্যে তা করবেই। পুরোটা নয়া বুঝেই।
No comments:
please do not enter any spam link in the comment box