Idhika pal on Bangladesh movie: শাকিব খানের নায়িকা হতে গিয়ে প্রথমেই হোঁচট, রূপ নিয়ে তীব্র কটাক্ষের মুখে ইধিকা পাল
বাংলা সিরিয়ালের খলচরিত্রে মূলত দেখা যেত তাঁকে। সেখান থেকে সোজা সিনেমার নায়িকা। তবে এপার নয়, ওপার বাংলায়। সিরিয়াল অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের ‘শাহরুখ খান’ শাকিব খানের (SHAKIB KHAN) নায়িকা। ছবির নাম ‘প্রিয়তমা’। ইতিমধ্যেই বাংলাদেশ চলে গিয়েছেন ইধিকা। ১০ তারিখ থেকে সিনেমার শ্যুটিং শুরু। কিন্তু তার আগে চরম কটাক্ষের মুখে ইধিকা। সোশ্যাল মিডিয়ায় ইধিকার রূপ নিয়ে ট্রোল্ড করা শুরু করেছেন বাংলাদেশের সিনেপ্রেমীরা। অনেকেই তাঁকে শাকিব খানের নায়িকা হিসেবে মানতে পারছেন না।
শুধু কী দর্শক ? বাংলাদেশের অভিনেতা ওমর সানিও কটাক্ষের সুরে বলেছেন, “প্রিয়তমা বলতে আমি বুঝি, সুচিত্রা সেন, শাবনুর, করবী, শাবানা, মৌসুমী, ববিতা, পূর্ণিমা। আমি এভাবেই বুঝি। আর এখন প্রিয়তমা হচ্ছে এই ? সুন্দর নামের সঙ্গে সুন্দর ভাবনা দরকার”। তাঁর সুরে সুর মিলিয়েছেন অনেক দর্শক। তাঁদের বক্তব্য থেকে পরিষ্কার , কেউ ইধিকাকে শাকিবের ‘প্রিয়তমা’ হিসেবে মানতে পারছেন না।
এখনও ছবির শ্যুটিং শুরু হয়নি। শুধু ঘোষণা হয়েছে মাত্র। তার আগে এত বিতর্ক নিয়ে কী ভাবছেন ইধিকা পাল ? একটি সাক্ষাৎকারে পজিটিভ চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন তিনি। ইধিকা বলেন, “মানুষের মধ্যে ভালো আর খারাপ দুটোই থাকে। কেউ ভালো বলবে। কেউ নিন্দা করবে। আমি দুটোই গ্রহণ করতে প্রস্তুত। ওইসব নিয়ে ভাবছি না। আমি আমারটা দিয়ে ভালো কাজ করে যেতে চাই। আমার এখন একটাই লক্ষ্য, যারা আমার নিন্দা করছে তারা যেন আমার কাজ দেখে প্রশংসা করে”।
রাজ চক্রবর্তী প্রযোজিত ‘কপালকুণ্ডলা’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন ইধিকা। তারপর সান বাংলায় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ তে অভিনয় করেছিলেন। স্টার জলসার ‘রিমলি’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন। কিন্তু সেই ধারাবাহিক বেশিদিন চলেনি। এরপর ‘পিলু’ সিরিয়ালে সেকেন্ড লিড করেন।
No comments:
please do not enter any spam link in the comment box