একজন সিনেমাতে ব্যর্থ হয়ে সিরিয়ালে নাম লেখান, অন্যজন সিরিয়ালে সফল হয়ে এবার বড় পর্দায়। আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’(Mithai) সিরিয়ালের নায়ক-নায়িকা। রাজ চক্রবর্তীর হাত ধরে সিনেমার নায়ক হয়েছিলেন আদৃত। কিন্তু সফলতা পাননি। যদিও ‘মিঠাই’ সিরিয়ালে ‘উচ্ছে বাবু’ চরিত্র তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করেছে। আর এই জনপ্রিয়তা সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে গেল বড় পর্দায়। খুব তাড়াতাড়ি একটি বড় ব্যানারে নায়িকা হতে চলেছেন তিনি। শ্যুটিং এখনও শুরু হয়নি। সিরিয়াল থেকে সিনেমায় যাওয়ার চল অবশ্য নতুন নয়। ঐন্দ্রিলা সেন, ঋতাভরী চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় থেকে শ্বেতা ভট্টাচার্য আছে সেই তালিকায়। গত বছরের ব্লক বাস্টার মুভি ‘প্রজাপতি’র নায়িকা ছিলেন শ্বেতা। দেবের (Dev) বিপরীতে তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়। এবার সৌমিতৃষা bangla movie তে।
‘মিঠাই’ সিরিয়াল চলাকালীন তিনটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু চ্যানেলের সঙ্গে contact-এর কারণে করতে পারেননি। এবার ‘মিঠাই’ শেষের পথে। তবে মিঠাই ভক্তদের জন্য সুখবর। তাঁদের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষাকে আগামী শীতেই বড় পর্দায় দেখতে পারবেন। ছবির নাম ‘প্রধান’। ‘টনিক’ বা ‘প্রজাপতি’ ছবির প্রযোজক অতূন রায়চৌধুরী এই সিনেমার প্রযোজনা করবেন। পরিচালক অভিজিৎ সেন। সৌমিতৃষা নিজেই মিডিয়াকে জানিয়েছেন, প্রযোজক অতূন রায়চৌধুরী নিজে ফোন করে সিনেমায় অভিনয় করা নিয়ে তাঁর আপত্তি আছে কিনা জানতে চান। উত্তরে না বলেননি তিনি। তখনই সৌমিতৃষাকে জানানো হয়, আগামী ছবি ‘প্রধান’-এর নায়িকা তিনি। নায়ক দেব (DEV)।
প্রথমে নিজের কানকে বিশ্বাস হয়নি। তারপর ঘোর কাটিয়ে সম্মতি জানান সৌমিতৃষা। তিনি জানান, ‘প্রজাপতি’ ছবি দেখার পর পরিচালক অভিজিৎ সেনের ফ্যান হয়ে গিয়েছেন। এখন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি ধন্য। সিনেমার পাশাপাশি আগামী দিনে ওয়েব সিরিজে কাজ করতে চান সৌমিতৃষা। তাঁর ভক্তদের খুব ইচ্ছা ছিল, সিরিয়াল ছেড়ে সিনামায় আসুন সৌমিতৃষা। সেই ইচ্ছা এবার পূরণ হয়েছে। তবে আগামী দিনে তিনি আর সিরিয়াল করবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি সৌমিতৃষা।
নায়ক কে ? কী সিনেমা ?
‘মিঠাই’ সিরিয়াল চলাকালীন তিনটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু চ্যানেলের সঙ্গে contact-এর কারণে করতে পারেননি। এবার ‘মিঠাই’ শেষের পথে। তবে মিঠাই ভক্তদের জন্য সুখবর। তাঁদের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষাকে আগামী শীতেই বড় পর্দায় দেখতে পারবেন। ছবির নাম ‘প্রধান’। ‘টনিক’ বা ‘প্রজাপতি’ ছবির প্রযোজক অতূন রায়চৌধুরী এই সিনেমার প্রযোজনা করবেন। পরিচালক অভিজিৎ সেন। সৌমিতৃষা নিজেই মিডিয়াকে জানিয়েছেন, প্রযোজক অতূন রায়চৌধুরী নিজে ফোন করে সিনেমায় অভিনয় করা নিয়ে তাঁর আপত্তি আছে কিনা জানতে চান। উত্তরে না বলেননি তিনি। তখনই সৌমিতৃষাকে জানানো হয়, আগামী ছবি ‘প্রধান’-এর নায়িকা তিনি। নায়ক দেব (DEV)।
প্রথমে নিজের কানকে বিশ্বাস হয়নি। তারপর ঘোর কাটিয়ে সম্মতি জানান সৌমিতৃষা। তিনি জানান, ‘প্রজাপতি’ ছবি দেখার পর পরিচালক অভিজিৎ সেনের ফ্যান হয়ে গিয়েছেন। এখন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি ধন্য। সিনেমার পাশাপাশি আগামী দিনে ওয়েব সিরিজে কাজ করতে চান সৌমিতৃষা। তাঁর ভক্তদের খুব ইচ্ছা ছিল, সিরিয়াল ছেড়ে সিনামায় আসুন সৌমিতৃষা। সেই ইচ্ছা এবার পূরণ হয়েছে। তবে আগামী দিনে তিনি আর সিরিয়াল করবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি সৌমিতৃষা।
No comments:
please do not enter any spam link in the comment box