Rituparno Ghosh: বহু পুরনো ছবি হঠাৎ viral, নায়িকাদের মধ্যমণি ঋতুপর্ণ ঘোষ, পরিচালকের প্রয়াণ দিবসে ফিরে দেখা

সত্যজিৎ পরবর্তী যুগে কেউ যদি বাংলা সিনেমা নিয়ে ভেবে থাকেন, তাহলে তিনি ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। ৯০-এর দশকে হল বিমুখ বাঙালি শিক্ষিত শ্রেণীকে তিনি আবার ফেরাতে পেরেছিলেন। তৈরি করেন একাধিক মাস্টার পিস। সেসব ছবি এখন বাংলা সিনেমার সম্পদ। আজ ১০ বছর হল তিনি বেঁচে নেই। একটা দশক। দেখতে দেখতে কেটে গেল। তবুও বাঙালি তাঁকে ভোলেনি। ২০১৩ সালের ৩০ মে, ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঋতুপর্ণ ঘোষ। মাত্র ৪৯ বছরে শেষ হয়ে গিয়েছিল একটি প্রতিভা। মৃত্যু মানুষটাকে ছিনিয়ে নিতে পারে। কিন্তু অমর হয়ে থাকে তাঁর সৃষ্টি। ঋতুপর্ণের প্রয়াণ দিবসে পুরনো একটি ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন অভিনেত্রী চৈতী ঘোষাল। অনেক পুরনো একটি ছবি। তখন হয়তো ঋতুপর্ণের ‘দহন’ সবে মুক্তি পেয়েছে, সেই সময়ের ছবি। অনেক নায়িকার মাঝে বসে পরিচালক। ছবিটি মন খারাপের দিনে মুক্ত বাতাস হয়ে কাজ করেছে ঋতু ভক্তদের মনে।

ঋতুহীন দশ বছর

ছবিটি ঋতুপর্ণ ঘোষের যুবক বয়সের। তখন মাথায় কোঁকরা চুল। মুখে মায়াবী হাসি। গালে হাত দিয়ে অনেক নায়িকার মাঝে বসে আছেন তিনি। কে নেই সেখানে। ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার, মমতা শংকর, গার্গী রায়চৌধুরী, চৈতী ঘোষাল, খেয়ালী দস্তিদার থেকে তখনকার সিরিয়ালের অনেক মুখ। একটা সময় বেবি মুখোপাধ্যায়ের জিমে সকলে আড্ডা মারতেন। ঋতুপর্ণের প্রয়াণ দিবসের আগে পুরনো সেই ছবি ফের শেয়ার করলেন অভিনেত্রী। আর এই ছবি দেখে নস্টালজিক নেটিজেনরা। অনেকের আক্ষেপ, বড় তাড়াতাড়ি চলে গেলেন। আরও কত কিছু দেওয়ার ছিল। কত কালজয়ী সিনেমা বানানোর বাকি ছিল। ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় viral।

সত্যি সমকামী ?

ঋতুপর্ণ ঘোষ শারীরিকভাবে পুরুষ হলেও নারী সত্ত্বা লুকিয়ে ছিল তাঁর মননে। তিনি কী সত্যি সমকামী ছিলেন ? এই নিয়ে অনেক তর্ক, আলোচনা হয়েছে। কিন্তু ঋতুপর্ণ বলতেন, শিল্পীদের কোন লিঙ্গ হয় না। তাঁর একটাই পরিচয়, তিনি শিল্পী। তার বাইরে কিছু নয়। নারীত্বের অনুভূতি ছিল বলেই প্রতিটি ছবিতে মহিলাদের কথা ফুটিয়ে তুলতে পারতেন নিখুঁত ভাবে। কিন্তু বঙ্গ সমাজ তাঁকে বুঝল না। কোন মেয়েলী পুরুষ দেখলে তাঁকে ‘ঋতুপর্ণ ঘোষ’ বলে কটাক্ষ করা হয়। এইটা কী তাঁর পাওনা ছিল ? ঋতুপর্ণের বিচার তাঁর কাজ দিয়ে হোক, তাঁর চেতনা নিয়ে নয়। তিনি সমকামী ছিলেন কিনা ? কার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ? এই নিয়ে আলোচনা অযথা সময় নষ্ট। সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি। যৌনতা নিয়ে বাঙালির চিন্তাভাবনায় আঘাত করতে পেরেছিলেন। সময়ের থেকে তাঁর চিন্তা এগিয়ে ছিল বলেই তিনি হয়তো এত সমালোচিত।

Rituparno Ghosh filmography



· ১৯৯৪- উনিশে এপ্রিল

· ১৯৯৭- দহন


· ১৯৯৯- অসুখ

· ২০০০- উৎসব

· ২০০২- তিতলি

· ২০০৩- শুভ মহরৎ


· ২০০৪- রেইনকোট

· ২০০৫- অন্তরমহল

· ২০০৬- দোসর

· ২০০৭- দ্য লাস্ট লিয়ার

· ২০০৭- খেলা

· ২০০৮- সব চরিত্র কাল্পনিক

· ২০১০- আবহমান


· ২০১০- নৌকাডুবি

· ২০১১- আর একটি প্রেমের গল্প

· ২০১২- চিত্রাঙ্গদা

· ২০১৩- সত্যান্বেষী

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.