Bajrangi bhaijaan munni actress now: বজরঙ্গী ভাইজান-এর মুন্নিকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন, চিনতে পারবেন না

সলমান খানের কেরিয়ারে অনেক সুপারহিটের মধ্যে অন্যতম ‘বজরঙ্গী ভাইজান’ (Bajrangi bhaijaan) । ২০১৫ সালের এই সিনেমা বক্স অফিসে রেকর্ড করেছিল। ছবিতে সলমান খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিকির অভিনয়ের ব্যাপক তারিফ হয়। তার সঙ্গে আর একজনের অভিনয় সবার চোখে জল এনেছিল। মুন্নি। সিনেমাতে এই নাম ছিল। ব্যক্তিগত জীবনে তাঁর নাম হারশালি মালহোত্রা। তখন ৮ বছরের হারশালির মুখে কোন সংলাপ ছিল না। বোবার চরিত্র করেছিল সে। শুধুমাত্র অভিব্যক্তির জোরে সবার মন জিতে নিয়েছিল সে। এখন আর তাকে দেখলে কেউ চিনতে পারবে না। এখন ‘মুন্নি’ ১৫ বছরের কিশোরী। সিনেমা থেকে অনেক দূরে শুধু পড়াশোনা নিয়ে কাটে তাঁর দিন। কেমন দেখতে হয়েছে তাকে ? কতটা বড় হল ভাইজানের ‘মুন্নি’ ? এই প্রশ্ন সবার। সিনেমা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। মূলত মা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন। সেখানে তিনি হারশালির একাধিক ছবি ও নাচের ভিডিও আপলোড করেন। যা দেখে বিস্মিত দর্শকরা। এত বড় হয়ে গিয়েছে মুন্নি ?

২০০৮ সালের ৩ জুন জন্ম হারশালির। জন্ম মুম্বাইয়ে। মাত্র দু’বছর বয়সে প্রথম অভিনয়। প্রথম অ্যাডের জন্য ফটোশ্যুট। তারপর জি টিভির ‘কবুল হ্যায়’, ‘জোধা আকবর’ এবং লাইফ ওকে চ্যানেলের ‘লট আও তৃষা’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয়। প্রায় ১০০০  মেয়ের মধ্য থেকে বজরঙ্গী ভাইজান-এর জন্য তাকে বেছে ছিলেন পরিচালক কবীর বেদী। কারণ, ডাইলগ বলার সময় কোন জড়তা ছিল না তার। একটি সাক্ষাৎকারে হারশালির মা কাজল মালহোত্রা জানিয়েছেন, “কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার অফিসে আমি প্রথম গিয়েছিলাম। তাঁরা একটি শিশুশিল্পী খুঁজছেন বলে খবর পাই। হারশালির ছবি দিয়ে আসি। কয়েকমাস পর আমার কাছে ছাবড়ার অফিস থেকে কল আসে। হারশালিকে শর্ট লিস্ট করা হয়েছে বলে জানানো হয়। এর কিছুদিন পর সলখানের বাড়িতে সবাইকে ডাকা হয়। সেখানে আরও একটি মেয়ে ছিল। আমার খুব ভয় লাগছিল। এত বড় স্টার। হারশালি কেমন ব্যবহার করবে, এই নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু হারশালি খুব সহজেই সলমান ভাইয়ের সঙ্গে মিশে যায়”।

প্রথমে হারশালি ‘প্রেম রতন ধন পাও’ ছবির জন্য সিলেক্ট হয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়ে। তবে তার থেকেও বেশি হিট ছবিতে হারশালি অভিনয় করেছে। বজরঙ্গী ভাইজান-এর পর একাধিক অ্যাডে কাজ করেছে হারশালি। বর্তমানে সিনেমা থেকে দূরে শুধুমাত্র পড়াশোনা নিয়েই আছে সে। মোবাইল ফোন তাকে খুব বেশি ব্যবহার করতে দেয় না মা। শুধুমাত্র পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে কথা বলা ছাড়া মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। কিছু দিন আগে ক্যাটরিনা কাইফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘অ্যান্টি’ বলায় ব্যাপক ট্রোল হয়ে ছিল তাকে নিয়ে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.