Durnibar saha-oindrila photo viral: দুর্নিবারের ঠোঁটে ঠাসা চুমুর ছবি , কাকে জেলাস ফিল করাতে চান মোহর ?
বিয়ে হয়েছে দুই মাস হল। এখন অনেকটাই ঠান্ডা দুর্নিবার সাহার দ্বিতীয় বিয়ের ইস্যু। প্রথম স্ত্রীকে বিয়ের এক বছরের মাথায় ছেড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারীকে বিয়ে করেছেন দুর্নিবার। আর এই নিয়ে প্রবল ট্রোলিংয়ের মুখে পড়েন গায়ক দুর্নিবার সাহা। তাঁকে প্রতারক, ধান্ধাবাজ ইত্যাদি নানা শব্দে অভিহিত করেছে নেট নাগরিকরা। বিয়ের দিন থেকে শুরু করে হানিমুন পর্যন্ত মানুষের কটাক্ষ আর গালিগালাজের মুখে পড়তে হয়েছে। পাল্টা দুর্নিবার ট্রোলারদের ‘হিংসুটে’ বলে আক্রমণ করেছেন। তাঁদের বিয়ের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে পড়েন পরিচালক কৌশিক গাঙ্গুলি। ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। আর এক গায়ক সৌম্য চক্রবর্তী নাম না করে তীব্র আক্রমণ করেন দুর্নিবারকে। এখন সব মোটামুটি ঠান্ডা। কিন্তু ভালো থাকতে বোধ হয় ভালো লাগছে না দুর্নিবার সাহা ও মোহর সেনের। ফের বিতর্কিত ছবি শেয়ার করলেন মোহর সেন। ছবিটি বিয়েতে তোলা। দেখা যাচ্ছে, দুর্নিবারের ঠোঁটে ঠাসা চুমু মোহরের। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ফের শুরু হল ট্রোলিং।
রবিবার সকাল সকাল দুটি ছবি দিয়ে রিল বানিয়েছেন মোহর সেন। প্রথম ছবিতে ঘনিষ্ঠ চুমুতে মগ্ন নব দম্পতি। আর দ্বিতীয়টিতে নব বধূ সেজে বরের কাঁধে মাথা রেখেছেন মোহর। মাথা ভরতি সিঁদুর, হাতে শাখা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বস তেরা সাথ হো’। উত্তরে দুর্নিবার লিখেছেন, ‘হাম হ্যায় না তেরে সাথ, জিন্দিগি ভর’। ব্যাকগ্রাউন্ডে দুর্নিবারের গাওয়া গান।
ছবির নিচে ধেয়ে এসেছে কটাক্ষ। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাকে জ্বালাতে চাইছেন মোহর সেন ? আবার কেউ লিখেছেন, তুমি এখন শ্রাবন্তির ভাই। আর এক জন লিখেছেন, তোমার আগের বউটাকে দেখতে ভালো ছিল। ২০২১ সালে শিক্ষিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন দুর্নিবার। যদিও তার অনেক আগে থেকেই লিভ ইন করছিলেন। কিন্তু সরকারীভাবে বিয়ের বছর ঘোরার আগেই বিচ্ছেদ হয়ে যায়। নেপথ্যে কারণ, গায়কের বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই সম্পর্ক ছিলেন মোহর সেন। একটি অনুষ্ঠানে গান শুনতে গিয়ে আলাপ হয়। তারপর প্রেম নিবেদন। আর শেষে পুরনো সম্পর্ক ভুলে নতুনকে গ্রহণ। যে অনুষ্ঠানে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক ভাবে দ্বিতীয় বিয়ে করে সামাজিক মাধ্যমে প্রবল কটাক্ষের মুখে পড়েন সারেগামাপা খ্যত গায়ক দুর্নিবার সাহা। তিনিও জবাবে লেখেন, চুপ করে আছি বলে দুর্বল ভাববেন না।
রবিবার সকাল সকাল দুটি ছবি দিয়ে রিল বানিয়েছেন মোহর সেন। প্রথম ছবিতে ঘনিষ্ঠ চুমুতে মগ্ন নব দম্পতি। আর দ্বিতীয়টিতে নব বধূ সেজে বরের কাঁধে মাথা রেখেছেন মোহর। মাথা ভরতি সিঁদুর, হাতে শাখা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বস তেরা সাথ হো’। উত্তরে দুর্নিবার লিখেছেন, ‘হাম হ্যায় না তেরে সাথ, জিন্দিগি ভর’। ব্যাকগ্রাউন্ডে দুর্নিবারের গাওয়া গান।
ছবির নিচে ধেয়ে এসেছে কটাক্ষ। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাকে জ্বালাতে চাইছেন মোহর সেন ? আবার কেউ লিখেছেন, তুমি এখন শ্রাবন্তির ভাই। আর এক জন লিখেছেন, তোমার আগের বউটাকে দেখতে ভালো ছিল। ২০২১ সালে শিক্ষিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন দুর্নিবার। যদিও তার অনেক আগে থেকেই লিভ ইন করছিলেন। কিন্তু সরকারীভাবে বিয়ের বছর ঘোরার আগেই বিচ্ছেদ হয়ে যায়। নেপথ্যে কারণ, গায়কের বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই সম্পর্ক ছিলেন মোহর সেন। একটি অনুষ্ঠানে গান শুনতে গিয়ে আলাপ হয়। তারপর প্রেম নিবেদন। আর শেষে পুরনো সম্পর্ক ভুলে নতুনকে গ্রহণ। যে অনুষ্ঠানে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক ভাবে দ্বিতীয় বিয়ে করে সামাজিক মাধ্যমে প্রবল কটাক্ষের মুখে পড়েন সারেগামাপা খ্যত গায়ক দুর্নিবার সাহা। তিনিও জবাবে লেখেন, চুপ করে আছি বলে দুর্বল ভাববেন না।
No comments:
please do not enter any spam link in the comment box