Rachana Banerjee first husband Siddhant Mahapatra: পরিবারের অমতে লুকিয়ে বিয়ে করেছিলেন, কোথায় আছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্বামী ?
সিনেমা করে তিনি যত না জনপ্রিয়তা পেয়েছিলেন, টিভি (Didi no one) তাঁকে তার থেকে অনেক বেশি পরিচিতি দিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) । একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে অনেক হিট ছবি দিয়েছেন। ঋতুপর্ণার সঙ্গে জুটি ভাঙার পর রচনাকে বেছে নিয়েছিলেন বুম্বা দা। রচনাও তখন ওড়িশা থেকে ফিরে আসার পর বাংলা সিনেমাতে পায়ের তলায় জমি শক্ত করতে চাইছিলেন। কেন ওড়িয়া ফিল্মকে বিদায় জানিয়ে ফিরে আসেন রচনা বন্দ্যোপাধ্যায় ? নেপথ্যে কী কারণ ছিল ? একটা সময় ওড়িয়া সিনেমার এক নম্বর নায়িকা ছিলেন তিনি। রচনা অভিনীত ওড়িয়া সিনেমা ‘গঙ্গা-যমুনা’ কয়েক মাস চলেছিল। নায়ক ছিলেন ওড়িশার সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র (Siddhant Mahapatra) । একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেম শুরু হয়। তারপর গোপনে বিয়ে। কিন্তু সেই বিয়ে ভেঙে বাংলায় পালিয়ে আসেন রচনা। কিন্তু কেন ?
সুখেন দাসের হাত ধরে বাংলা ছবির জগতে পা রাখেন রচনা। তখন বাংলায় ঋতুপর্ণার দাপট। একচেটিয়া নায়িকা তিনি। সেই দাপটের মুখে খুব একটা জায়গা করতে পারেননি তিনি। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে মুখ ঘোরান। খুব তাড়াতাড়ি ওড়িশাতে জায়গা করে ফেলেন। তখন তাঁর নায়ক ছিলেন সিদ্ধান্ত মহাপাত্র। দুজনে জুটি বেঁধে ৪০ টি সিনেমা করেছিলেন। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেম শুরু হয়। সেই প্রেমকে পরিণতি দিতে গোপনে বিয়ে করেন তাঁরা। মিডিয়াকে লুকিয়ে বিয়ে করেছিলেন রচনা ও সিদ্ধান্ত। বাধা আসে অন্যত্র থেকে। ওড়িয়া ব্রাহ্মণ সিদ্ধান্ত মহাপাত্রের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। প্রবল আপত্তি জানায় তাঁরা। বাড়িতে একপ্রকার ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল সিদ্ধান্তের।
তাই বউ নিয়ে আর সংসার করা হয়নি তাঁর। বিচ্ছেদ হয়ে যায়। এরপর ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে আসেন রচনা। তখন তিনি সেখানের এক নম্বর নায়িকা। বাংলাতে ফিরে নতুন করে স্ট্রাগল শুরু করেন। মাঝে কিছুদিনের জন্য সাউথের সিনেমাও করে ছিলেন। তখন সুযোগ পেয়েছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’ ছবিতে অভিনয় করার। নায়িকা না হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। বাংলাতে পুরোদমে সিনেমা করতে শুরু করার পর ২০০৭ সালে ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান হয়। বর্তমানে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও ছেলেকে নিয়ে একা থাকেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ।
ওড়িশার সিনেপ্রেমীরা আজও রচনা বন্দ্যোপাধ্যায়কে ভুলতে পারেননি। নম্বর ওয়ান নায়িকার প্রসঙ্গ উঠলেই রচনার নাম সবাই করেন। একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত মহাপাত্রকে রচনা সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, ‘অভিনেত্রী রচনা তাঁর খুব ভালো বন্ধু ছিলেন’। তবে রচনার মুখে কোনদিন সিদ্ধান্ত মহাপাত্রের নাম শোনা যায় না।
সুখেন দাসের হাত ধরে বাংলা ছবির জগতে পা রাখেন রচনা। তখন বাংলায় ঋতুপর্ণার দাপট। একচেটিয়া নায়িকা তিনি। সেই দাপটের মুখে খুব একটা জায়গা করতে পারেননি তিনি। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে মুখ ঘোরান। খুব তাড়াতাড়ি ওড়িশাতে জায়গা করে ফেলেন। তখন তাঁর নায়ক ছিলেন সিদ্ধান্ত মহাপাত্র। দুজনে জুটি বেঁধে ৪০ টি সিনেমা করেছিলেন। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেম শুরু হয়। সেই প্রেমকে পরিণতি দিতে গোপনে বিয়ে করেন তাঁরা। মিডিয়াকে লুকিয়ে বিয়ে করেছিলেন রচনা ও সিদ্ধান্ত। বাধা আসে অন্যত্র থেকে। ওড়িয়া ব্রাহ্মণ সিদ্ধান্ত মহাপাত্রের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। প্রবল আপত্তি জানায় তাঁরা। বাড়িতে একপ্রকার ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল সিদ্ধান্তের।
তাই বউ নিয়ে আর সংসার করা হয়নি তাঁর। বিচ্ছেদ হয়ে যায়। এরপর ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে আসেন রচনা। তখন তিনি সেখানের এক নম্বর নায়িকা। বাংলাতে ফিরে নতুন করে স্ট্রাগল শুরু করেন। মাঝে কিছুদিনের জন্য সাউথের সিনেমাও করে ছিলেন। তখন সুযোগ পেয়েছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’ ছবিতে অভিনয় করার। নায়িকা না হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। বাংলাতে পুরোদমে সিনেমা করতে শুরু করার পর ২০০৭ সালে ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান হয়। বর্তমানে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও ছেলেকে নিয়ে একা থাকেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ।
ওড়িশার সিনেপ্রেমীরা আজও রচনা বন্দ্যোপাধ্যায়কে ভুলতে পারেননি। নম্বর ওয়ান নায়িকার প্রসঙ্গ উঠলেই রচনার নাম সবাই করেন। একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত মহাপাত্রকে রচনা সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, ‘অভিনেত্রী রচনা তাঁর খুব ভালো বন্ধু ছিলেন’। তবে রচনার মুখে কোনদিন সিদ্ধান্ত মহাপাত্রের নাম শোনা যায় না।
No comments:
please do not enter any spam link in the comment box