Satyajit Roy Feluda Amitabh Bachchan: সৌমিত্র নয়, সত্যজিৎ রায়ের ফেলুদা হওয়ার কথা ছিল অমিতাভ বচ্চনের, কিন্তু কেন হল না

ছ’ফিট লম্বা, সুঠাম চেহারা এবং বুদ্ধিমত্তায় প্রখর। বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার এমনই বর্ণনা দিয়েছিলেন সত্যজিৎ রায় (Satyajit Roy )। সবার ধারণা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা ভেবে চরিত্রটি সাজিয়ে ছিলেন অস্কারজয়ী পরিচালক। কথাটি সত্যি নয়। সিনেমা করার আগে ফেলুদা বলতে সৌমিত্র নয়, আর একজনের কথা মাথায় ছিল তাঁর। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । খুব চেয়েছিলেন বিগ বি চরিত্রটি করুন। কিন্তু হয়নি। কেন হয়নি ? আজ সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মদিনে ফিরে দেখব সেই কাহিনী। সিনেমায় কাজ করার আগে কলকাতায় চাকরি করতেন অমিতাভ বচ্চন। তখন একটি বাংলা ছবিতেও কাজ করেন। নায়ক নয়। সহ-অভিনেতা হিসেবে। তারপর বলিউডে নাম করার পরও শক্তি সামন্তের ‘অনুসন্ধান’ বা অনেক পরে ‘ওরা কারা’ নামের বাংলা ছবিতে অভিনয় করেন। ছবিগুলিতে গলা ডাবিং হয়নি। নিজেই বাংলা বলেছিলেন অমিতাভ বচ্চন। সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম কাজ ১৯৭৭ সালের ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবিতে ধারাভাষ্যকার হিসেবে। বিগ বি’র ব্যারিটোন আওয়াজ খুব পচ্ছন্দ করতেন তিনি। মন থেকে চাইতেন অমিতাভ বচ্চনকে নিয়ে কাজ করার। সেই সুযোগ একবার করে দিল দূরদর্শন।

সময়টা তখন আশির দশকের মাঝামাঝি। দিল্লি দূরদর্শন থেকে বিশ্ববরেণ্য পরিচালকের কাছে প্রস্তাব এল হিন্দিতে ফেলুদা নিয়ে একটি সিরিজ তৈরি করার। কিন্তু তখন দু’বার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে সত্যজিৎ রায়ের। চিকিৎসকের কড়া নিষেধাজ্ঞার মধ্যে তখন আছেন। বেশিক্ষণ কাজ করা একদম বারণ। কিন্তু কে শোনে কার কথা। রাত জেগে কয়েকদিনের মধ্যেই ‘যতকাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্পটির হিন্দি চিত্রনাট্য লিখে ফেললেন। তবে পরিচালনা করার মতো ক্ষমতা ছিল না। ভার দিলেন পুত্র সন্দীপ রায়কে। চিত্রনাট্য রেডি। হিন্দিতে ফেলুদা কে করবেন ? দূরদর্শনের বক্তব্য, সর্ব ভারতীয় কোন মুখ নিতে হবে। সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা সিনেমার আঞ্চলিক অভিনেতা।

সত্যজিৎ রায় (Satyajit Roy ) প্রস্তাব দিলেন, ফেলুদার চরিত্রের সঙ্গে ৬ ফুট ২ ইঞ্চি লম্বা অমিতাভ বচ্চনকেই (Amitabh Bachchan) মানাবে। সেই মতো বিগ বি’র কাছে অফার গেল। তিনিও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। বাধা হল অন্য জায়গায়। শ্যুটিংয়ের জন্য কাঠমাণ্ডু যেতে হবে। লম্বা শেডিউল। আশির দশকে অমিতাভ বচ্চন তখন সুপারস্টার। একাধিক ছবি হাতে। মন থেকে খুব চাইলেও ফেলুদার জন্য সময় বের করতে পারলেন না। একটি সাক্ষাৎকারে সন্দীপ রায় জানিয়েছিলেন, বাবা খুব চেয়েছিলেন অমিতাভ বচ্চন ফেলুদা করুন। কারণ, তাঁর চেহেরার সঙ্গে ফেলুদা ভালো খাপ খায়। দুর্ভাগ্যবশত তা আর হয়নি। শশী কাপুর করেছিলেন ফেলুদা। তখন তিনি অনেকটাই মোটা হয়ে গিয়েছিলেন। ফলে দর্শক খুব একটা ভালোভাবে নেয়নি। আবার জটায়ুর ভূমিকায় মোহন আগাসেকে বিন্দুমাত্র মানায়নি।

সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ না করতে পারার জন্য অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বিভিন্ন সাক্ষাৎকারে আপসোস করেছেন। তিনি জানিয়েছিলেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার উপর একটি ছবি তৈরির পরিকল্পনা করে ছিলেন সত্যজিৎ রায়। সেখানে অমিতাভ বচ্চনকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভেবে ছিলেন। অমিতাভ বচ্চন রাজিও ছিলেন। কিন্তু শারীরিক কারণে আর সেই ছবি করতে পারেননি সত্যজিৎ রায় (Satyajit Roy )। ফলে বিগ বি’র ইচ্ছা অপূর্ণ থেকে যায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.