Sudipta weds Soumya: সুদীপ্তার ভাতকাপড়, মুখ দেখে বউমাকে কী দিলেন শাশুড়ি স্মিতা বক্সি ? দেখুন ফটো গ্যালারি
মাসের পয়লা তারিখ তৃণমূলের যুব নেতা সৌম্য বক্সির সঙ্গে সাত পাক ঘোরেন অভিনেত্রী সুদীপ্তা। বর্তমানে ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বউদি করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সুদীপ্তা। গোলাপ ফুলের মালা পরে হরেক গয়না আর লাল বেনারসিতে সেজে ছাতনা তলায় বসেন তিনি। রাতের মধ্যেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। পরদিন ইন্সটাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে সুদীপ্তা লেখেন, ‘আমার সব হাসির শুরুটা তুমি...’। বোঝাই যাচ্ছে প্রেম কত গভীর। প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সির ছেলে সৌম্যর সঙ্গে প্রেম অবশ্য আজকের নয়। বেশ কয়েক বছর ধরেই চলছিল। এতদিনে তা পরিণতি পেল।
বিয়ের একদিন পরে অর্থাৎ ৩ মে বাঙালি প্রথা মেনেই ভাত কাপড়ের অনুষ্ঠান হল সুদীপ্তার। তাঁর হাতে ভাত ও কাপড় তুলে দিয়ে সারাজীবন একসঙ্গে চলার অঙ্গীকার করলেন তৃণমূলের নেতা। এদিন প্রথমবার প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সিকে দেখা গেল। বউমার সঙ্গে ম্যাচিং করে শাড়ি পড়েছিলেন। বিয়ের দিন অবশ্য তিনি যাননি। তার কারণ, মাকে ছেলের বিয়ে দেখতে নেই।
সিঁথি ভরতি সিঁদুর পরে বউভাত খেতে বসেন সুদীপ্তা। গলায় মোটা সোনার নেকলেস। তবে বউমার মুখ দেখে শাশুড়ি মা একটি নোয়া উপহার দিয়েছেন। সুদীপ্তা জানিয়েছেন, এই প্রথম নয়। তিন বছর ধরে এই বাড়িতে যাতায়াত করছি। সব কোণা আমার চেনা। বাড়ির মেম্বাররা খুব আন্তরিক। বউভাতের সকাল থেকে তিনি উপহার পাচ্ছেন।
বুধবার ঘরোয়া ভাবে বউভাত হলেও বৃহস্পতিবার শহরের একটি নামী হোটেলে হবে রিপেশসন। তখন আর শাড়ি নয়, জমকালো লেহেঙ্গা পড়বেন সুদীপ্তা। শহরের এক ফ্যাশন ডিজাইনারের তৈরি সেটি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনীতি থেকে সিনেমা জগতের নামীরা।
বিয়ের একদিন পরে অর্থাৎ ৩ মে বাঙালি প্রথা মেনেই ভাত কাপড়ের অনুষ্ঠান হল সুদীপ্তার। তাঁর হাতে ভাত ও কাপড় তুলে দিয়ে সারাজীবন একসঙ্গে চলার অঙ্গীকার করলেন তৃণমূলের নেতা। এদিন প্রথমবার প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সিকে দেখা গেল। বউমার সঙ্গে ম্যাচিং করে শাড়ি পড়েছিলেন। বিয়ের দিন অবশ্য তিনি যাননি। তার কারণ, মাকে ছেলের বিয়ে দেখতে নেই।
সিঁথি ভরতি সিঁদুর পরে বউভাত খেতে বসেন সুদীপ্তা। গলায় মোটা সোনার নেকলেস। তবে বউমার মুখ দেখে শাশুড়ি মা একটি নোয়া উপহার দিয়েছেন। সুদীপ্তা জানিয়েছেন, এই প্রথম নয়। তিন বছর ধরে এই বাড়িতে যাতায়াত করছি। সব কোণা আমার চেনা। বাড়ির মেম্বাররা খুব আন্তরিক। বউভাতের সকাল থেকে তিনি উপহার পাচ্ছেন।
বুধবার ঘরোয়া ভাবে বউভাত হলেও বৃহস্পতিবার শহরের একটি নামী হোটেলে হবে রিপেশসন। তখন আর শাড়ি নয়, জমকালো লেহেঙ্গা পড়বেন সুদীপ্তা। শহরের এক ফ্যাশন ডিজাইনারের তৈরি সেটি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনীতি থেকে সিনেমা জগতের নামীরা।
No comments:
please do not enter any spam link in the comment box