Unknown story about Bhagyashree beautiful daughter: মায়ের চেয়েও সুন্দরী, দেখুন ভাগ্রশ্রীর ‘রূপশ্রী’ মেয়েকে, চোখ ধাঁদিয়ে যাবে

সলমান খানের সঙ্গে প্রথম ছবি ‘ম্যাইনে প্যায়ার কিয়া’। তার পর সুন্দরী নায়িকা ভাগ্রশ্রীর ভাগ্য সঙ্গ না দিলেও আজও তাঁকে ভুলতে পারেনি হিন্দি ছবির দর্শকরা। এত বছর পরেও ভাগ্যশ্রীর রূপে বিন্দুমাত্র কমতি হয়নি। এখনও তিনি সুন্দরী। রাজপরিবারের মেয়ে ভাগ্যশ্রীর চেহারাও ছিল রাজকন্যার মতোই। আর এখন তাঁর রাজকন্যাকে দেখে মোহিত হচ্ছে বলিউড। ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকা দাসানি (avantika dasani) । ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন। সৌন্দর্যে অনেকে তাঁকে মায়ের থেকেও বেশি নম্বর দিচ্ছেন। সোশ্যাল সাইটে রীতিমতো সক্রিয় অবন্তিকা নানা ধরণের ছবি শেয়ার করেন। অনেক সময় মায়ের সঙ্গেও নিজের ছবি পোস্ট করেছেন। কয়েক দিন আগে একটি ফটোশ্যুটের কিছু ছবি দিয়েছেন অবন্তিকা। যা দেখে নজর সরছে না নেটিজেনদের।

ভাগ্যশ্রীর মেয়েকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যায়। বিশেষ করে তাঁর প্রেম জীবন নিয়ে। বলিউডে রটনা, ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকা এখন গায়ক-সুরকার আরমান মালিকের সঙ্গে প্রেম করছেন। তবে বাস্তবে এই জল্পনার কোন সত্যতা কেউ স্বীকার করেননি। ভাগ্যশ্রীর কন্যা অবন্তিকার শুধু রূপ নিয়ে চর্চা করলে হবে না, গুণেও তিনি কিছু কম যান না। পড়াশোনায় খুব ভালো। পাশাপাশি, রীতিমতো মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন। নিয়মিত চর্চাও করেন। ২০২২ সালে প্রথম বলিউডে পা রেখেছেন অবন্তিকা। ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘মিথ্যা’। হুমা কুরেশির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনয় বেশ তারিফ হয়েছে সর্বত্র।

READ MORE: চেঙ্গিসদের ঘরে ঢুকিয়ে বাংলা কাঁপাচ্ছে মণিরত্নমের ‘পেনিয়ান সেলভান ২’, বক্স অফিস কালেকশন কত ?    

Avantika Dasani biography


জন্ম-১৯৯৫ সালের জানুয়ারী মাসে

বাবা-হিমালয় দাসানি (ব্যবসায়ী)

মা- ভাগ্যশ্রী

ভাই-অভিম্যুন দাসানি

কলেজ- লন্ডন বিজনেস স্কুল

ডিগ্রি- বিজনেস এবং মার্কেটিং

ধর্ম- হিন্দু

জাত-সিন্ধি

উচ্চতা-৫ ফুট ৬ ইঞ্চি

প্রেমিক-আরমান মালিক (গায়ক, অন্নু মালিকের ভাইপো)

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.