Meyebela serial Rupa Ganguly: হঠাৎ মেয়েবেলা সিরিয়ালে বদলে গেলেন রূপা গঙ্গোপাধ্যায়, তাঁর জায়গায় নতুন কে এলেন ?

বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার জলসার ‘মেয়েবেলা’র (Meyebela) দর্শকরা রীতিমতো চমকে গেলেন। রূপা গাঙ্গুলির (Rupa Ganguly) চরিত্র বীথি মাসিতে এ কাকে দেখা যাচ্ছে ? কোথায় গেলেন রূপা গঙ্গোপাধ্যায় ? কেন বদলে ফেলা হল সিরিয়ালের মুখ। দীর্ঘ কয়েক বছর পর বাংলা মেগা সিরিয়ালে ফিরেছিলেন রূপা গাঙ্গুলি (Rupa Ganguly) । তাঁকে শেষ দেখা গিয়েছিল কলকাতা দূরদর্শনের ‘দ্রোপদী’ সিরিয়ালে। তারপর হিন্দির দিকে মুখ ঘুরিয়েছিলেন তিনি। দীর্ঘ দিন মুম্বাইয়ে থাকতেন। একতা কাপুরের একাধিক সিরিয়ালে কাজ করেছেন। কলকাতায় ফিরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। বিজেপির রাজ্যসভার সদস্য হিসেবে তিনি বেশ সক্রিয় ছিলেন। কিন্তু মিছিলে মেকআপ ভ্যান নিয়ে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর রাজনীতিতে একপ্রকার নিষ্ক্রিয় হয়ে পড়েন। তারপর ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক। খুব ভালো টি আর পি না পেলেও ‘মেয়েবেলা’ তার বিষয় বস্তুর জন্য চর্চায় ছিল। রূপা গাঙ্গুলির অভিনয় নিয়ে নানা রকম সমালোচনা শোনা যাচ্ছিল। অনেকেই প্রশ্ন করছিলেন, রূপা মাতালের মতো কেন সংলাপ বলেন ? তাঁকে বদলে দেওয়ার দাবিও ওঠে। কিন্তু কোনও রকম ঘোষণা ছাড়াই কেন রূপা গাঙ্গুলিকে বদলে ফেলা হল ?

বৃহস্পতিবার থেকে বীথি মাসির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুশ্রী দাসকে। অনুশ্রী দীর্ঘ দিনের অভিনেত্রী। সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও পরে সিরিয়ালে অভিনয় শুরু করেন। কিছুদিন আগেই স্টার জলসার অসমাপ্ত ধারাবাহিক ‘বালিঝড়’-এ মায়ের চরিত্র করছিলেন। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন ? কী এমন ঘটল ? স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, রূপা গাঙ্গুলির সঙ্গে নির্মাতা ও চ্যানেলের ঝামেলা শুরু হয়েছিল। তাঁর চরিত্রটিকে যেভাবে এখন দেখানো হচ্ছিল, তা মোটেই পচ্ছন্দ ছিল না রূপার। চরিত্রের এই পরিবর্তন নিয়ে চ্যানেলের সঙ্গে ক্রিয়েটিভিটি ডিফারেন্স তৈরি হয়। অভিযোগ, চিত্রনাট্যে অযথা হস্তক্ষেপ করতেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)

শুধু এই টুকু নয়। শোনা যাচ্ছে, রূপার পারিশ্রমিক ছিল খুব হাই। বাংলা সিরিয়ালের সব শিল্পীর থেকে রূপা পারিশ্রমিক নিতেন সবথেকে বেশি। এত বেশি পেমেন্ট নির্মাতারা পচ্ছন্দ করছিল না। তাও অপচ্ছন্দ সত্ত্বেও মেনে নিয়েছিলেন। কিন্তু সিরিয়ালের টি আর পি না বাড়ায় স্টার জলসা আর রূপা গঙ্গোপাধ্যায়কে মেনে নিতে প্রস্তুত ছিল না। পরিবর্তন যে আসতে চলছে, তার আভাস চ্যানেল আগেই দিয়েছিল। সিরিয়ালের পোস্টার থেকে রূপার মুখ মুছে ফেলা হয়। সন্দেহ তখন থেকেই বাড়ছিল। তবে এই পরিবর্তন খুব একটা ভালোভাবে নিচ্ছেন না দর্শকরা। অনেকেই লিখেছেন, ‘অনুশ্রী দাসকে দেখে ভালো লাগল না’। কেউ লিখলেন, ‘রূপা গাঙ্গুলির সঙ্গে কী অনুশ্রী দাসের তুলনা চলে’ ? অনেকে এর মধ্যে প্রচ্ছন্ন রাজনীতির গন্ধ দেখতে পাচ্ছেন। মেয়েবেলা সিরিয়ালের ১০০ পর্ব পার হওয়ার আগেই এই পরিবর্তন খুব বেশি ভালো লাগল না দর্শকদের। এখন দেখার সিরিয়ালটি তাদের টিআরপি ধরে রাখতে পারে কিনা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.