Beder Meye Josna star Anju Ghosh: যোগ্য সম্মান পাননি, কোথায় হারিয়ে গেলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ অঞ্জু ঘোষ ? কীভাবে কাটে তাঁর দিন ?

বেদের মেয়ে জ্যোৎস্না’। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির বক্স অফিস রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ১৯৯১ সালে দাঁড়িয়ে এই সিনেমার আয় ছিল ৩২ কোটি টাকা। দীর্ঘ ৬ মাস বাংলার বিভিন্ন হলে হাউসফুল ছিল ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। ১৯৮৯ সালে ছবিটি প্রথম বাংলাদেশে তৈরি হয়। নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। পরিচালনা করেছিলেন তোজামুল হক বাবুল। বাংলাদেশে রেকর্ড ব্রেকিং ব্যাবসা করার পর এপার বাংলায় নির্মাণের সিদ্ধান্ত হয়। নায়িকা এক ছিলেন। শুধু নায়ক পালটে হলেন চিরঞ্জিত। আর নায়িকা অঞ্জু ঘোষ (Anju Ghosh) । দুই বাংলা কাঁপিয়ে ছিলেন অঞ্জু ঘোষ। তারপর অনেক বাংলা ছবি করেছেন। যার মধ্যে ‘কালী আমার মা’ দারুণ ব্যাবসা করেছিল। কিন্তু অঞ্জু ঘোষ (Anju Ghosh) আজও স্মরণীয় হয়ে আছেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ (Beder Meye Josna) হয়ে। তাঁকে বাংলাদেশের নায়িকা হিসেবে নয়, বরং এপার বাংলার মেয়ে রূপেই মেনে নিয়েছিল বাংলা ছবির দর্শকরা। কিন্তু কোথায় হারিয়ে গেলেন অঞ্জু ঘোষ ? কেন যোগ্য সম্মান পেলেন না ? কীভাবে কাটছে তাঁর দিন ?

১৯৮২ সালে বাংলাদেশের ছবি ‘সৌদাগর’ দিয়ে অভিনয় শুরু। তারপর ৫০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু একটা সময় পর কার্যত হারিয়ে গেলেন। এখন কেউ তাঁর খবর রাখে না। ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে আসলেও ফের ঢাকায় ফিরে গিয়েছেন। বহুদিন পর বাংলাদেশের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জু ঘোষ (Anju Ghosh) বলেন, ‘আমি খুব কষ্টে আছি। মনে হয় মরে যায়, নয়তো সিনেমায় অভিনয়ে ফিরি’। ২০১৯ সালে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তখন তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে অন্য দলগুলি। বিজেপি দাবি করে, অঞ্জু ঘোষ ভারতের নাগরিক। প্রমাণ হিসেবে ২০০৩ সালে কলকাতা পুরসভার একটি সার্টিফিকেট দেখানো হয়। যেখানে লেখা, ১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি নাসিং হোমে জন্ম হয় অঞ্জু ঘোষের (Anju Ghosh) । বাবার নাম সুধন্য ঘোষ, মা বীণাপাণি ঘোষ।

যদিও বাংলাদেশের একটি চ্যানেলের সাক্ষাৎকারে অঞ্জু ঘোষ (Anju Ghosh) বলেন, তাঁর জন্ম ১৯৫৬ সালে ফরিদপুরে জন্ম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাঁরা চট্টগ্রামে চলে যান। সেখানেই পড়াশোনা করেছেন। নিজের মনের কষ্টের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “এখন আমায় যে চরিত্র মানাবে, তাতেই অভিনয় করব। আর সেই নায়কও নেই। তেমন ছবিও হয় না। ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছেন, দারুণ একটা কিছু হবে। কিন্তু কেউ আমাকে ডাকে না। ভালো কাজ পাওয়ার অপেক্ষায় আছি। কতকিছু মনে পড়ে যায়। একটা সময় কত শো করেছি। এখন সব স্মৃতি”।

Anju Ghosh filmography


১৯৮২- লোকটা বড় ভালো ছিল

১৯৮৪- চন্দন দ্বীপের রাজকন্যা

১৯৮৯- বেদের মেয়ে জ্যোৎস্না (বাংলাদেশ)

১৯৯১- বেদের মেয়ে জ্যোৎস্না (ভারত)

১৯৯২- বেদেনীর প্রেম

১৯৯৩- কুমারী মা

১৯৯৩- রাজার মেয়ে পারুল

২০০০- গরীবের সংসার

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.