এই বয়সে মা হতে চলেছেন malaika arora ? কী বলছেন boyfriend অর্জুন কাপুর ?

মালাইকা আরোরার বর্তমান বয়স ৪৯। আর অর্জুন কাপুরের ৩৭। ইতিমধ্যেই ২০ বছরের একটি ছেলে আছে malaika arora। তবে বিটাউনে জোর গুঞ্জন ফের মা হতে চলেছেন তিনি। বাবা হবেন অর্জুন কাপুর। ১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেমের পাশপাশি লিভ-ইন করছেন। তা নিয়ে নিন্দার শেষ নেই। এর মধ্যে রটে গেল ফের মা হবেন মালাইকা। অবশ্য এই প্রথম নয়। এর আগেও নভেম্বরে একটি ম্যাগাজিন লিখেছিল, মা হবেন অভিনেত্রী। তখন অবশ্য লিভ-ইন পার্টনার অর্জুন কাপুর খুব চটে গিয়েছিলেন। এবারও মুখ খুলেছেন তিনি। তবে এবার ক্ষোভ নয়। অন্য কথা শোনা গিয়েছে মালাইকার প্রেমিকের মুখে।


কয়েকদিন আগেই অর্জুন কাপুরের অর্ধনগ্ন ছবি দিয়ে ব্যাপক ট্রোল্ড হয়েছিলেন মালাইকা। তিনি যে তাতে গুরুত্ব দেননি, তা বোঝাতে নিজে প্রকাশ্যে প্যান্ট না পরেই বেরিয়ে ছিলেন। তা দেখে হাসাহাসি কম হয়নি। নানা ধরনের কুৎসিত মন্তব্যও ছুটে এসেছিল। অনেকের ধারণা, বিতর্কে থাকতে চান আরবাজের প্রাক্তন স্ত্রী। এবার তাঁর মা হওয়ার গুঞ্জন। এই নিয়ে boyfriend অর্জুন কাপুর কি বলেছেন ? তিনি সাক্ষাৎকারে বলেন, ‘আসলে সবাই ভুলে যায় সেলিব্রেটিরাও মানুষ। এই ক্লিকবেট সংস্কৃতি নেতিবাচকতার থেকেও খারাপ। এইসব বিষয় মানুষের মনোযোগ টানতে ব্যবহার করা হচ্ছে। তবে এইসব খুব সাময়িক। তবে এটা ঠিক, অভিনেতাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকে না। সেটা এই পেশায় আসার আগেই আমাদের মাথায় রাখতে হয়। আমরা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সাংবাদিকদের উপর নির্ভর করি। একটা অনুরোধ, কোন কিছু না জেনে লিখবেন না। এতে জীবনে খুব প্রভাব পড়ে’।

এখানেই থামেননি অর্জুন কাপুর। মালাইকার গর্ভবতী হওয়া নিয়ে তিনি বলেছেন, আমি সাংবাদিকদের উপর বিশ্বাস রাখি। সব সময় কথা বলি। তাহলে এমন কিছু লিখবেন না, যা চিরকাল থেকে যাবে। আমরা সবাই কাজ করার জন্য এসেছি। তথ্য ঠিক মতো জেনে তবেই লিখবেন। প্রতিহিংসাপরায়ণ হবেন না। এমন কিছু লিখবেন না, যার মূল্য চোকাতে হয়। আজ আপনি যা বিক্রি করার চেষ্টা করছেন, কাল সেটাই আপনার ভিত্ত নাড়িয়ে দেবে। 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.