একাধিক মৃত্যু, ভয়াবহ অশান্তি, রক্তপাত, ভোট লুট, ব্যালট বাক্স ছিনতাই ইত্যাদি নানা ভূষণে ভূষিত হয়েছে এদিনের পঞ্চায়েত ভোট (Panchayat election) । সারাদিন ধরে একাধিক মানুষের মৃত্যুর জেরে রক্তে রাঙিয়ে গিয়েছে ভোট। অবশ্য এমনটা হওয়ার ছিল। নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে বারবার প্রশ্ন তুলছিল বাম সহ অন্য বিরোধীরা। ঘটনাক্রমে আজ জ্যোতি বসুর জন্মদিন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে ভোটে লড়ছে বামফ্রন্টরা। কতটা লড়াই এবারের ভোটে বামেরা দিতে পারল, তা রেজাল্ট বেরনোর পর বোঝা যাবে। কিন্তু তার আগে ভোট নিয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেতা জিতু কমল। তিনি নিজে ব্যক্তিগতভাবে বামপন্থী। ফেসবুকে তিনি লিখেছেন, জ্যোতি বসুর পার্টি আজ জান লড়িয়ে লড়বে।
তৃণমূলের জামানায় বুকের পাটা রেখে বামপন্থায় ভরসা জানান জিতু। প্রকাশ্যে নিজের মতবাদ শেয়ার করেন। ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিনে তিনি জ্যোতি বসুকে স্মরণ করেছেন। প্রয়াত বাম নেতার ছবি শেয়ার করে ক্যাপশনে কবিতার লাইন লিখেছেন, “বিভেদ গাঙের বাঁধবো দুই কূল, বাঁধবো আমার মিলনের পুল, যত বাস্তুহারা সর্বহারা সুখের গৃহ গড়ব, ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গড়ব”। এরপরই লিখেছেন, ‘আজ জ্যোতি বসুর জন্মদিন। আজ পঞ্চায়েত ভোট। আজ জ্যোতি বসুর পার্টি জান কুরবান করে লড়বে। বাংলাকে বাঁচাতে লড়বে’।
এমনিতে ব্যক্তিগত জীবনে ঝড় চলছে জিতু কমলের। স্ত্রী নবনিতার সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, গত তিন মাস ধরে পৃথক থাকছেন জিতু ও তাঁর অভিনেত্রী স্ত্রী। আর কয়েক মাস কেটে গেলেই বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাবে।
তৃণমূলের জামানায় বুকের পাটা রেখে বামপন্থায় ভরসা জানান জিতু। প্রকাশ্যে নিজের মতবাদ শেয়ার করেন। ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিনে তিনি জ্যোতি বসুকে স্মরণ করেছেন। প্রয়াত বাম নেতার ছবি শেয়ার করে ক্যাপশনে কবিতার লাইন লিখেছেন, “বিভেদ গাঙের বাঁধবো দুই কূল, বাঁধবো আমার মিলনের পুল, যত বাস্তুহারা সর্বহারা সুখের গৃহ গড়ব, ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গড়ব”। এরপরই লিখেছেন, ‘আজ জ্যোতি বসুর জন্মদিন। আজ পঞ্চায়েত ভোট। আজ জ্যোতি বসুর পার্টি জান কুরবান করে লড়বে। বাংলাকে বাঁচাতে লড়বে’।
এমনিতে ব্যক্তিগত জীবনে ঝড় চলছে জিতু কমলের। স্ত্রী নবনিতার সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, গত তিন মাস ধরে পৃথক থাকছেন জিতু ও তাঁর অভিনেত্রী স্ত্রী। আর কয়েক মাস কেটে গেলেই বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাবে।
No comments:
please do not enter any spam link in the comment box