Bangla serial Bhutu: আট বছরে চেহারার আমূল পরিবর্তন, দেখুন কতটা বদলে গিয়েছে সেই ছোট্ট ভুতু

Bangla serial Bhutu: আট বছরে চেহারার আমূল পরিবর্তন, দেখুন কতটা বদলে গিয়েছে সেই ছোট্ট ভুতু
২০১৫ সালে জি বাংলার সিরিয়াল ‘ভুতু’র কথা নিশ্চয় মনে থাকবে (Bangla serial Bhutu)। ছোট ভূতের মিষ্টি কাণ্ডকারখানা দর্শকদের খুব পচ্ছন্দ হয়েছিল। কোঁকড়া কোঁকড়া চুলে ঢিলেঢালা জামা পরে একটি পরিত্যক্ত বাড়িতে ঘুরে বেড়াত সে। তারপর সেখানে কোনও ভাড়াটে এলে তাদের সঙ্গে বন্ধুত্ব করে মজার মজার কাণ্ড করত ছোট ভূত। মাত্র পাঁচ বছর বয়সে এই চরিত্র করে জমিয়ে দিয়েছিল আরশিয়া মুখোপাধ্যায়। সিরিয়ালের পাশাপাশি সেও হিট হয়ে যায়। অনেকের বক্তব্য। আরশিয়ার অভিনয়ের জন্যই সিরিয়ালটি এত হিট করেছিল। এতটাই হিট হয়েছিল যে হিন্দিতেও সিরিয়ালের রিমেক হয়। হিন্দিতেও অভিনয় করে আরশিয়া। আট বছর কেটে গিয়েছে সিরিয়ালের। ছোট ভুতু আর ছোট্ট নেই। সে এখন রীতিমতো কিশোরী।
Bangla serial Bhutu: আট বছরে চেহারার আমূল পরিবর্তন, দেখুন কতটা বদলে গিয়েছে সেই ছোট্ট ভুতু

দেখুন কেমন দেখতে হয়েছে ‘ভুতু’কে

চার বছর বয়স থেকে শুরু হয়েছিল অভিনয় জীবন। তার স্ক্রিন পেজেন্স দর্শকদের মুগ্ধ করে ছিল। এত ছোট বয়সে এত ভালো অভিনয় খুব কম দেখা যায়। বাংলার পাশাপাশি হিন্দিতেও ছড়িয়েছিল তার জনপ্রিয়তা। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে ব্রেক নিয়েছিলেন। মন দিয়ে পড়াশোনা করতে চান। আরশিয়া মুখোপাধ্যায়কে এখন দেখলে অনেকেই চিনতে পারবেন না। চেহারার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর সে ছোট্টটি নেই। রীতিমতো কিশোরী। তবে হাসিটা একই রকম আছে। হাসলে আজও তাকে খুব মিষ্টি দেখায়।

ভাইরাল ছবি

সম্প্রতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ভুতু আর পটল কুমারের ছবি। দুটি সিরিয়ালই ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। আলাদা আলাদা চ্যানেলের হলেও তাদের মধ্যে কোনও প্রতিযোগিতা ছিল না। বরং খুব ভালো বন্ধু ছিল দুজনে। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে দুই ভিন্ন বয়সের ভুতু আর পটলকুমারকে। একটি ছবি ২০১৫ সালে তোলা। আর অন্যটি সম্প্রতি কোনও অনুষ্ঠানে তোলা হয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে দুই বন্ধু। একটি ছোট বয়সের। আর অন্যটি বড় হয়ে যাওয়ার পর।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.