হেমা মালিনী ও ধর্মেন্দ্রের প্রেম থেকে বিয়ে সিনেমার গল্পকেও হার মানাবে। বিয়ের আসর থেকে তুলে এনে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তবে ইসলাম মতে। কারণ প্রথম স্ত্রীকে ছাড়তে পারেননি। আর হিন্দু মতে এক স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় বিয়ে করা যায় না। তাই ইসলাম নিয়ে হেমা মালিনীকে নিয়ে সংসার পাতেন পর্দার হি-ম্যান। দুটি স্ত্রী, দুটি সংসার আর দুই পক্ষের সন্তানদের নিয়ে টক-মিষ্টি জীবন ছিল ধর্মেন্দ্রের। হেমা মালিনীকে বিয়ে করেছেন ৪০ বছরের বেশি হয়ে গিয়েছে। এতদিন বিষয়টি সমানে আসেনি। এখন জানা যাচ্ছে, বিয়ে (
Hema Malini and Dharmendra married life) না ভাঙলেও হেমা আর ধর্মেন্দ্রের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না। একটি সাক্ষাৎকারে সেই গোপন তথ্য ফাঁস করেছেন ড্রিম গার্ল। নিজেকে নারীবাদের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে টিকে থাকলেও তিনি অন্য বাড়িতে থাকেন।
কী জানিয়েছেন হেমা মালিনী ?
হেমার কথায়, ‘প্রতিটি নারী চায় তাঁর আলাদা সংসার হোক, সন্তান হোক। সুখী একটি পরিবার থাকুক। কিন্তু কোনও কোনও সময় এমন ঘটে যা কেউ চায় না। তবু মেনে নিতে হয়। অন্যায় হচ্ছে জেনেও মুখ বুজে সহ্য করতে হয়’। তিনি আরও বলেন, ‘এতে কোনও খারাপ অনুভূতি নেই। আমি কোনও দুঃখ প্রকাশ বা আনন্দ জাহির করছি না। আমি নিজেকে নিয়ে খুব খুশি। আমার দুটি সন্তান। তাঁদের আমি খুব ভালোভাবে মানুষ করেছি। অবশ্যই ধর্মেন্দ্র আমার পাশে ছিলেন। কিন্তু তিনি মনে করেন, মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হওয়া উচিত’।
হেমা মালিনী ও ধর্মেন্দ্রের বিয়ে
কাজের সূত্রে আলাপ হয় হেমা ও ধর্মেন্দ্রের। প্রথম দেখাতেই হেমার প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। তখন ধর্মেন্দ্র বিবাহিত। প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও চার সন্তান নিয়ে সুখের সংসার। বড় ছেলে সানি দেওল, তারপর ববি দেওল, মেয়ে বিজেতা ও অজিতা। হেমার সঙ্গে প্রেম করলেও সংসার ভেঙে তিনি বেরতে চাননি। কিন্তু চেয়েছিলেন হেমাকে বিয়ে করতে। ড্রিম গার্লের বাড়ি এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। বিয়ের মণ্ডপ থেকে হেমা মালিনীকে নিয়ে এসে ইসলাম মতে নিকাহ করেছিলেন ধর্মেন্দ্র। বিয়ের পরে হেমা মালিনী ও ধর্মেন্দ্রের দুই মেয়ে হয়েছে। এষা ও অহনা। দুজনেই আজ বিয়ে করে সুখে জীবন কাটাচ্ছেন।
No comments:
please do not enter any spam link in the comment box