Kabir suman wives: ধর্ম পরিবর্তন করে বারবার বিয়ে, রইল কবীর সুমনের স্ত্রীদের পরিচয়

Kabir suman wives: ধর্ম পরিবর্তন করে বারবার বিয়ে, রইল কবীর সুমনের স্ত্রীদের পরিচয়
বাংলার বুদ্ধিজীবী মহলের অন্যতম নাম কবীর সুমন। বলা ভালো বিতর্কিত চরিত্র। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই পরিচয় এখন ছাপিয়ে গিয়েছে রাজনৈতিক পরিচয়। সামাজিক ও রাজনীতির আঙ্গিনায় তাঁর নানা ধরণের মন্তব্য বারবার বিতর্ক সৃষ্টি করেছে। ৭৫ বছর বয়সে নিজের সক্ষমতা প্রসঙ্গে বলতে গিয়ে মুক্তকামের উদাহরণ টেনে ছিলেন। এখন রাজ্যে পরিবর্তনের প্রসঙ্গে এক সাংবাদিককে বলেন, ‘আমি পাঁচবার বিয়ে করেছি। আপনি করেছেন ? বুদ্ধিমান হলে করবেন না। যতবার বিয়ে করেছি, ততবার মনে হয়েছে এটা তো চাইনি। পরিবর্তন অনেকটা সেই রকম’। কবীর সুমন নিজের মুখে পাঁচবার বিয়ের কথা বলেছেন। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। তাঁর এই মন্তব্যের কারণ, সম্প্রতি রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, এই পরিবর্তন আমি চাইনি। এর জবাবে কবীর সুমন শাসক দলের হয়ে নামেন।
Kabir suman wives: ধর্ম পরিবর্তন করে বারবার বিয়ে, রইল কবীর সুমনের স্ত্রীদের পরিচয়

কবীর সুমন কী সত্যি পাঁচবার বিয়ে করেছেন ? উইকিপিডিয়া খুঁজলে তাঁর স্ত্রী (wives) হিসেবে বাংলাদেশের সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের নাম লেখা। তাহলে কবীরের পাঁচ স্ত্রী কারা ছিলেন ? আর শুধু বিয়ে তো, বিয়ের জন্য হিন্দু হয়েও ধর্ম পরিবর্তন করেছেন। একথা আলাদা যে তিনি কোনও ধর্ম পালন করেন না। কবীর সুমনের আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ‘ভয়েস অব আমেরিকা’তে কাজ করার জন্য। সেখানে সোফিয়া নাজমা চৌধুরী নামে এক বাংলাদেশী মহিলার প্রেমে পড়েন। ১০ বছর তাঁরা সেখানে এক সঙ্গে ছিলেন। এরপর সুমন চট্টোপাধ্যায় ও নাজমা একসঙ্গে কলকাতায় ফেরেন । নাজমাকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পরিবর্তন করেন তিনি। নতুন নাম হয় মহম্মদ ফারুক।
Kabir suman wives: ধর্ম পরিবর্তন করে বারবার বিয়ে, রইল কবীর সুমনের স্ত্রীদের পরিচয়

বিয়ের পর জার্মানি চলে যান দুজনে। সেখানে ‘ভয়েস অব জার্মানি’তে কাজ করতে করতেই দুজনের বিচ্ছেদ হয়ে যায়। তখন সুমনের জীবনে আসেন মারিয়া নামের এক মহিলা। দুজনে বিয়ে করেন। সন্তান দত্তক নিয়েছিলেন। কিন্তু সেই সংসারও সুখের হয়নি। কবীর সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন মারিয়া। যার জেরে জেল পর্যন্ত হয়েছিল তাঁর। ১৯৯৯ সালে আদালতে আত্ম সমর্পণ করেন তিনি। সেই বিয়ে ভেঙ্গে যাওয়ার পর কবীর সুমনের জীবনে আসেন বাংলাদেশী শিল্পী সাবিনা ইয়াসমিন। ২০০১ সালে সাবিনাকে বিয়ে করেন সুমন। আর তার জন্য ফের একবার ধর্ম পরিবর্তন করেন তিনি। নতুন নাম হয় কবীর সুমন। তারপর থেকে এখনও পর্যন্ত সাবিনা ইয়াসমিন খাতায় কলমে তাঁর স্ত্রী। যদিও কবীর সুমন কলকাতায় একা থাকেন। এই তিন স্ত্রীর খোঁজ পাওয়া গেলেও বাকি দুই স্ত্রী কারা ছিলেন তা জানা যায় না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.