Tollywood heroine cat fight: ‘নায়িকা সংঘাত’! সোহিনীর সঙ্গে মেক আপ ভ্যান নিয়ে বিবাদে শ্যুটিং ছাড়লেন তৃণা সাহা
সিনেমা জগতে কেউ কারও বন্ধু হয় না। আসলে যাঁরা ‘খুব ভালো বন্ধু’ বলে দাবী করে থাকেন, তাঁরা যে আসলে নাটক করেন তা বারবার প্রমাণিত। সিনেমা বা সিরিয়ালের তারকাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সব সময় থাকে। তবে এক প্রজেক্টে কাজ করা মানেই তাঁরা যে খুব ভালো বন্ধু হবেন, তা নয়। তার কোনও নিশ্চয়তা নেই। যেমনটা ঘটেছে অভিনেত্রী সোহিনী সরকার ও তৃণা সাহার মধ্যে। দুই নায়িকার ক্যাট ফাইট (cat fight) নিয়ে টলি পাড়ায় চর্চা তুঙ্গে। ঘটনাটি ঘটেছে ক্যামেলিয়া প্রযোজিত ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শ্যুটিংয়ে। এই সিরিজের যৌথ প্রযোজক অভিনেতা রুদ্রনীল ঘোষও। জানা গিয়েছে, সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে শ্যুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছে তৃণা। যদিও প্রকাশ্যে এই নিয়ে কোনও অভিনেত্রী মুখ খোলেননি। তবে টালিগঞ্জে চর্চা তুঙ্গে।
No comments:
please do not enter any spam link in the comment box