Roja movie fame Arvind Swamy: কোথায় হারিয়ে গেলেন অরবিন্দ স্বামী ? রোজা ছবির নায়ক এখন কী করেন জানেন ?

Roja movie fame Arvind Swamy: কোথায় হারিয়ে গেলেন অরবিন্দ স্বামী ? রোজা ছবির নায়ক এখন কী করেন জানেন ?
সিনেমা জগতে এমন অনেক তারকা আছেন, যাঁরা একটি বা দুটি ছবিতে অভিনয় করেছেন। তারপর হারিয়ে গিয়েছেন। কিন্তু হারিয়ে গেলেও সেই সব অভিনেতা বা অভিনেত্রী একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছেন দর্শকের মনে। ধূমকেতুর মতো আকাশে উত্থান হয়ে আবার হারিয়ে গিয়েছেন। তেমনি একজন স্টার হলেন অরবিন্দ স্বামী (Roja movie fame Arvind Swamy)। প্রায় ৩০ বছর আগে মুক্তি পেয়েছিল ‘রোজা’। ছবিটি তামিল ভাষায় তৈরি। হিন্দিতে ডাবিং। এই একটি সিনেমা থেকে সর্বভারতীয় স্টার হয়ে গিয়েছিলেন অরবিন্দ স্বামী। তারপর ‘বোম্বে’ ও আরও কিছু ছবিতে অভিনয় করলেও ধীরে ধীরে হারিয়ে যান তিনি। কিন্তু কেন ? কী এমন ঘটেছিল ?
Roja movie fame Arvind Swamy: কোথায় হারিয়ে গেলেন অরবিন্দ স্বামী ? রোজা ছবির নায়ক এখন কী করেন জানেন ?

কেন হারিয়ে গেলেন অরবিন্দ স্বামী ?

মাত্র ২০ বছর বয়সে অভিনয় শুরু। প্রথম ছবি ‘থলপতি’। কমল হাসানের সঙ্গে অভিনয়। ছোট চরিত্র কিন্তু অভিনয়ের জোরে ছাপ ফেলতে পেরেছিলেন। তখনই পরিচালক মণি রত্নম ঠিক করেন পরবর্তী ছবির নায়ক করবেন অরবিন্দ স্বামীকে। ১৯৯২ সালে ‘রোজা’ সারাভারতে ব্যাপক ব্যবসা করে। ছবির গানের পাশাপাশি হিট হয়ে গেলেন অরবিন্দ স্বামী। প্রচুর অফার আসতে লাগল। তবে পড়াশোনায় মন দিলেন। আমেরিকা থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে ‘বোম্বে’ ছবিতে মণীষা কৈরালার সঙ্গে কাজ করেন। অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি।
Roja movie fame Arvind Swamy: কোথায় হারিয়ে গেলেন অরবিন্দ স্বামী ? রোজা ছবির নায়ক এখন কী করেন জানেন ?

রজনীকান্ত, কমল হাসানের উত্তরসূরি হিসেবে চিহ্নিত হতে লাগলেন অরবিন্দ স্বামী। কিন্তু ৯০ দশকের শেষের দিকে কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করলেও আর তেমন হিট হচ্ছিল না। কেরিয়ার পড়তির দিকে হতে শুরু করে। তখন অভিনয় ছেড়ে ব্যবসায় মন দিতে শুরু করেন। ডিভি স্বামী অ্যান্ড কোম্পানি এবং ইন্টারপ্রো গ্লোবাল নামের দুটি সংস্থার মালিক তিনি। খুব দ্রুত ব্যবসায় উন্নতি করতে শুরু করেন। এরপর তিনি ট্যালেন্ট ম্যাক্সিম্যাস নামের আরও একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই সংস্থা ভারতে বেতন প্রক্রিয়াকরণ ও অস্থায়ী কর্মী নিয়োগের সঙ্গে যুক্ত।

২০০৫ সালে একটি ভয়াবহ দুর্ঘটনা হয় অরবিন্দ স্বামীর। প্রায় পঙ্গু হয়ে পাঁচ বছর শয্যাশায়ী ছিলেন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাঁকে থামিয়ে রাখা যায়নি। ২০১৩ তে ফের অভিনয়ে ফেরেন। ছবির নাম ‘কাডাল’। এদিকে ফুলেফেঁপে উঠতে শুরু করেছে অরবিন্দ স্বামীর কোম্পানি। ২০২২ সালে ট্যালেন্ট ম্যাক্সিমাসের বার্ষিক আয় ছিল ৪১৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৩০০ কোটি টাকা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.