Sabyasachi Chakraborty and Mithu Chakraborty relationship: মামা-ভাগ্নির বিয়ে, বাস্তবে দিদির মেয়েকে বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী

Sabyasachi Chakraborty and Mithu Chakraborty relationship: মামা-ভাগ্নির বিয়ে, বাস্তবে দিদির মেয়েকে বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দিতেও অত্যন্ত পরিচিত নাম সব্যসাচী চক্রবর্তী। বিশেষ করে যাঁরা গোয়েন্দা চরিত্র পচ্ছন্দ করেন তাঁদের কাছে ফেলুদা মানেই সব্যসাচী চক্রবর্তী। দীর্ঘদিন ফেলুদার ভূমিকায় অভিনয় করে বাঙালির ভালোবাসার জায়গায় পৌঁছে গিয়েছেন তিনি। হিন্দিতেও ‘দিল সে’, ‘পরিণীতা’ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। গল্পে ফেলুদার স্ত্রী ছিল না। বাস্তবে সব্যসাচী চক্রবর্তীর একজন বেটার হাফ আছেন। নাম মিঠু চক্রবর্তী। যাঁরা বাংলা সিরিয়ালের ভক্ত, তাঁদের কাছে খুব পরিচিত নাম। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও চুটিয়ে কাজ করছেন মিঠু। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে। সব্যসাচী চক্রবর্তী এখন কাজ করা অনেক কমিয়ে দিয়েছেন। পরিবারকে বেশি সময় দিচ্ছেন। সব্যসাচী ও মিঠু দাম্পত্য জীবনের অনেকগুলি বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন। কিন্তু জানেন কি মিঠু চক্রবর্তী আসলে সব্যসাচীর আত্মীয়। কীভাবে ?
Sabyasachi Chakraborty and Mithu Chakraborty relationship: মামা-ভাগ্নির বিয়ে, বাস্তবে দিদির মেয়েকে বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী

ভাগ্নিকে বিয়ে

মিঠু চক্রবর্তী নিজে একবার সংবাদমাধ্যমে ফাঁস করেন, সব্যসাচী আসলে তাঁর মামা। ছোটবেলায় তাঁকে ‘মামা’ বলেই ডাকতেন। সব্যসাচীর দূর সম্পর্কের (relationship) দিদির মেয়ে ছিলেন মিঠু। পরবর্তীকালে সেই মামা হয়ে গেলেন স্বামী। মিঠু আরও জানান, তাঁদের পরিবার ছিল অনেক বড় ও রক্ষণশীল। ছেলেদের সঙ্গে বেশি মেশার অনুমতি ছিল না। টেপ জামা পরার বয়স থেকেই সব্যসাচীকে মামা ডেকে আসছেন তিনি। পারিবারিক অনুষ্ঠানে দেখা হত। কোনওদিন ভাবেননি, এই লম্বা মানুষটা তাঁর স্বামী হবেন। ভেবেছিল পরিবার।
Sabyasachi Chakraborty and Mithu Chakraborty relationship: মামা-ভাগ্নির বিয়ে, বাস্তবে দিদির মেয়েকে বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী

তাঁদের বিয়ে ঠিক করেন বড়রাই। দুই পরিবারের কেউ এতে আপত্তি জানায়নি। আসলে মামা-ভাগ্নির সম্পর্ক হলেও সেটা ছিল অনেক দূরের। তাই বিয়ে দিতে কোনও আপত্তি ওঠেনি দুই পরিবারের তরফ থেকে। বিয়ের পর দেখতে দেখতে চার দশক পার করে ফেলেছেন দুজনে। মিঠু ও সব্যসাচীর দুই সন্তান। গৌরব ও অর্জুন চক্রবর্তী। দুজনেই অভিনয় দুনিয়াম বেশ নাম করেছেন। বড় বউমা ঋদ্ধিমা। তিনিও অভিনেত্রী। গৌরব ও ঋদ্ধিমার ব্যোমকেশ-সত্যবতীর জুটি বেশ জনপ্রিয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.