১৯৭১ সালে মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ (interview) দিয়ে যাত্রা শুরু। পাঁচ দশক ধরে একের পর সিনেমা দিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন। কখনও তিনি ভালো দাদা, স্বামী বা পুলিশ। নানা ধরণের চরিত্র করেছেন। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে মিঠু মুখোপাধ্যায়। বিভিন্ন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। বাংলা সিনেমার দর্শকদের কাছে রঞ্জিত মল্লিক মানে একটি আবেগ। সেই জায়গা কেউ নিতে পারেননি। তাঁর যে ইমেজ, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেননি। এতগুলি বছর ধরে এত রকমের চরিত্রে অভিনয় করা সাধারণ ব্যাপার নয়। এখন তিনি কাজ করা অনেকটাই কমিয়ে দিয়েছেন। মাঝে মাঝে দুই-একটি বাংলা সিনেমায় দেখা যাচ্ছে। তবে শোনা যাচ্ছে, এবার অবসরের (retirement) ভাবনা রঞ্জিত মল্লিকের। খবরটা কতটা সত্যি ? আদৌ কি অবসর নিচ্ছেন বাংলা সিনেমার ব্লেট ম্যান ? ঘটনা কী ?
রঞ্জিত মল্লিকের ‘অবসর’
কয়েক মাস আগে ‘অবসর নিতে চাই’ বলে জানিয়েছিলেন আর এক বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। পরে অবশ্য এদেশে ফিরে দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। রঞ্জিত মল্লিকের অবসর নেওয়ার ঘোষণা কতটা সঠিক ? কথাটা ঠিক। ‘অবসর’ নিচ্ছেন রঞ্জিত মল্লিক। তবে বাস্তবে নয়, পর্দায়। খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। বড় পর্দা থেকে এবার তিনি ছোট পর্দায়। তবে এর আগেও রঞ্জিত মল্লিক একটি-দুটি সিরিয়ালে অভিনয় করেছেন। সেগুলি তেমন উল্লেখযোগ্য নয়। ওয়েব সিরিজে এই প্রথম। রঞ্জিত মল্লিকের ওয়েব সিরিজের নাম ‘Ghosh babu retirement plan’। দীর্ঘদিনের পেশা ছেড়ে মানুষ যখন অবসর নেয়, তখন তার জীবনে কী কী পরিবর্তন আসে, সেটাই এই সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে। সিরিজের পোস্টার ইতিমধ্যেই রিলিজ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে কিছু একটা ভাবছেন রঞ্জিত মল্লিক। ‘ঘোষবাবুর রিটায়মেন্ট প্ল্যান’-এর পোস্টারের তারিফ করেছে সবাই। একই সঙ্গে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের নতুন ইনিংস শুরু নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। READ MORE: মামা-ভাগ্নির বিয়ে, বাস্তবে দিদির মেয়েকে বিয়ে করেছেন সব্যসাচী চক্রবর্তী
No comments:
please do not enter any spam link in the comment box