Sourav Ganguly annual income: সৌরভ গাঙ্গুলীর মোট সম্পত্তির পরিমাণ কত ? জানলে চমকে যাবেন

Sourav Ganguly annual income: সৌরভ গাঙ্গুলীর মোট সম্পত্তির পরিমাণ কত ? জানলে চমকে যাবেন
সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক থেকে বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। এটুকু বললে সবটা বলা হল না। ক্রিকেটের ময়দান থেকে টিভির দুনিয়া-সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। সারাজীবনে যেমন অসংখ্য ম্যাচ খেলেছেন, তেমনি দুহাত ভরে উপার্জনও করেছেন। খেলা ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবুও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। আর সেটাকেই মূলধন করছে বিভিন্ন কোম্পানি। তাই তো এখনও একাধিক কোম্পানির মডেল তিনি। কিছুদিন আগেই ৫১ বছরে পা রেখেছেন। এক দশক আগে ক্রিকেট ছাড়লেও অডিটোরিয়াম তাঁকে ছাড়েনি। ধারাভাষ্যকার হিসেবে সবার মন জয় করেছেন। ব্র্যান্ডভালু দিন দিন বাড়ছে। ক্রিকেট কেরিয়ারে ৭৬টি একদিবসীয় জিতেছেন। ২১টি টেস্ট জিতেছেন তাঁর নেতৃত্বে।
Sourav Ganguly annual income: সৌরভ গাঙ্গুলীর মোট সম্পত্তির পরিমাণ কত ? জানলে চমকে যাবেন

সম্পত্তি কত ?

এত দীর্ঘদিনের কেরিয়ারে কম রোজগার তো করেননি। এখনও বিভিন্ন ব্র্যান্ডের মুখ তিনি। তাই প্রশ্ন উঠতেই পারে সৌরভ গাঙ্গুলীর সম্পত্তির পরিমাণ কত ? এখনও তিনি বছরে কত রোজগার করেন ? কোন কোন ব্যান্ড আছে তাঁর পিছনে ? আজকের প্রতিবেদনে সব উত্তর পাবেন। সৌরভ গাঙ্গুলীর রোজগারের পরিমাণ জানলে চমকে উঠবেন। একটি ওয়েবসাইটে তাঁর বার্ষিক রোজগারের (annual income) হিসেব উঠে এসেছে। কিছুদিন আগেই বিসিসিআইয়ের প্রেসিডেন্টের পদ হারিয়েছেন। তাই বলে তিনি থেমে নেই। টিভি শো, বিজ্ঞাপন ও ধারাভাষ্য থেকে রোজগার চলছে। জানা গিয়েছে, সৌরভের বছরে রোজগার ৭০ কোটির বেশি।
Sourav Ganguly annual income: সৌরভ গাঙ্গুলীর মোট সম্পত্তির পরিমাণ কত ? জানলে চমকে যাবেন

এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকার বেশি। মাসে আয় করেন ৬ কোটি। বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মুখ তিনি। সেই সব বিজ্ঞাপন করে এক কোটির বেশি করে টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বাংলার মহারাজ। বেহালায় সৌরভের পৈতৃক ভিটের পাশাপাশি বিদেশে বিলাসবহুল বাড়ির মালিক তিনি। একাধিক নামী ব্রান্ডের গাড়ি আছে। মার্সিডিজ অন্যতম।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.