Accident: ‘নিম ফুলের মধু’র সেটে মারাত্মক দুর্ঘটনায় জখম রুবেল, বন্ধ শ্যুটিং

Accident: ‘নিম ফুলের মধু’র সেটে মারাত্মক দুর্ঘটনায় জখম রুবেল, বন্ধ শ্যুটিং
জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’। নিত্য নতুন ট্যুইস্ট দিয়ে TRP তালিকায় ৫ নম্বরে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। আর সেই ট্যুইস্ট আনতে গিয়েই বুধবার বিপ্ততি ঘটল। শ্যুটিং সেটে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। গুরুতর জখম হলেন অভিনেতা রুবেল দাস। জানা গিয়েছে, গল্পে নতুন ট্যুইস্টের জন্য একটি অ্যাকশন দৃশ্য রাখা হয়েছিল। আর সেটা করতে গিয়েই রুবেল জখম হন। রুবেলের দুর্ঘটনার খবর ইন্সটাগ্রামে প্রথম জানান তাঁর প্রেমিকা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অভিনেত্রীর কাতর আর্তি, প্রার্থনা করুন রুবেলের জন্য। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে বেজায় উদ্বিগ্ন ভক্তরা।
Accident: ‘নিম ফুলের মধু’র সেটে মারাত্মক দুর্ঘটনায় জখম রুবেল, বন্ধ শ্যুটিং

কী হয়েছে রুবেলের

ইতিমধ্যেই অভিনেতা রুবেলের জন্য সোশ্যাল সাইটে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, একটি অ্যাকশন দৃশ্য শ্যুট করা হচ্ছিল। তার জন্য একটি বাসের উপর থেকে লাফ দেওয়ার প্রয়োজন ছিল নায়কের। কোনও রকম অনুশীলন না করেই রুবেল বাস থেকে লাফ দিয়েছিলেন। বেকায়দায় পড়ে যান। তাঁর পায়ের দুটি গোড়ালি ভেঙে গিয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে শ্বেতা জানিয়েছেন, চিকিৎসকরা রুবেলকে ছয় সপ্তাহ রেস্টে থাকতে হবে বলেছেন। প্রয়োজন পড়লে অস্ত্রোপচার করতে হবে। অভিনয়ের পাশাপাশি রুবেল ভালো নাচতে পারেন। অস্ত্রোপচার হলে নাচা হয়ত বন্ধ হয়ে যাবে। তাই তাঁর উদ্বিগ্ন পরিবার অপারেশন এড়াতে চাইচ্ছেন।
Accident: ‘নিম ফুলের মধু’র সেটে মারাত্মক দুর্ঘটনায় জখম রুবেল, বন্ধ শ্যুটিং

ইন্সটাগ্রামে রুবেলের জখমের খবর জানানোর পাশাপাশি শ্বেতা লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো আমার চ্যাম্প। তুমি ভালো তাই তোমার সাথে কোনও খারাপ হতে পারে না। তুমি সাহসী ছেলে। আমার বিশ্বাস, তুমি দ্রুত সেরে উঠবে। আমি সব সময় তোমার পাশে আছি। লাভ ইউ বাবাই’। রুবেলের accident খবরে অনুগামীদের পাশাপাশি স্টুডিও পাড়াও উদ্বিগ্ন। ছয় সপ্তাহ রেস্ট। তাই শ্যুটিং করতে পারবেন না তিনি। নায়ক ছাড়া গল্প এখন কীভাবে এগবে, তা নিয়েই চিন্তিত সিরিয়ালের নির্মাতার। এতে টিআরপি কতটা ধরে রাখা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.